![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
গল্পকার বা লেখক তৈরি করা যায় না। কেউ কেউ গল্পকার বা লেখক হিসেবে স্বাভাবিক প্রতিভা নিয়ে জন্ম নেয়। যারা গল্প বলার প্রতিভা নিয়ে জন্ম নেয়, তারাই হয় লেখক বা গল্পকার। তাদের আজন্ম নেশা থাকে গল্প বলার, গল্প লেখার। কিন্তু কেবল নেশা একজনকে লেখক বানায় না। তার জন্য দরকার অনেক পড়াশোনা। অনেক জানাশোনা। তাদের এই লেখালেখি শিখতে হয়। শেখার জন্য পড়াশোনা করতে হয়। অনুরূপভাবে সিনেমার গল্প লেখার জন্য স্বাভাবিক প্রতিভার বাইরে দরকার কিছু কৌশল জানা যা চিত্রনাট্য লেখার কাজে দারুণ সহায়ক হয়। সেই সহায়ক কিছু কৌশল নিয়ে এই বই। স্বাভাবিক প্রতিভা ও কৌশল মিলে একজন গল্পকার যেন চিত্রনাট্যকার হয়ে উঠতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখে বইটি লেখা হয়েছে।
পরিকল্পনাটা অনেক দিনের। চিত্রনাট্য নিয়ে অনেক দিন থেকে কাজ করছি। নানা জায়গায় চিত্রনাট্য রচনা বিষয়ক কর্মশালা করাতে গিয়ে অংশগ্রহণকারীদের নানা প্রশ্ন থেকে নতুন নতুন কৌশল নিয়ে আলোচনা করতে হয়েছে। প্রচুর বই পড়তে হয়েছে। গুগল করে নতুন নতুন আর্টিক্যাল পড়তে হয়েছে।
পাশাপাশি কর্মশালায় ব্যবহার করার জন্য ৩৮০ পৃষ্ঠার স্লাইড প্রেজেন্টেশন তৈরি করতে হয়েছে। চিত্রনাট্য রচনা কর্মশালায় অংশগ্রহণকারী অনেকেই বলেন, ৩৮০ পৃষ্ঠার স্লাইড প্রেজেন্টেশনটি একটি বইয়ের সমান। এটি যেন বই আকারে প্রকাশ করি।
প্রেজেন্টেশনটিকে মূল ধরে একটি চিত্রনাট্য রচনা বিষয়ক বই প্রকাশ করার পরিকল্পনা করছি।
বইয়ের নাম : চিত্রনাট্যের অ আ ক খ সহজ কিছু কৌশল
কী কী থাকবে এই বইয়ে ?
সূচিপত্রে একবার চোখ বোলানো যাক --
প্রথম পর্ব : তাত্ত্বিক জ্ঞান
অধ্যায় -০১ : চিত্রনাট্যের পরিচিতি
অধ্যায়-০২ : সৃজনশীল চিন্তা : পদ্ধতি ও প্রয়োগ
অধ্যায়-০৩ : সাবজেক্ট বা বিষয়বস্তু নির্ধারণ
অধ্যায়-০৪ : প্রেমিজ বা প্রতিপাদ্য বাক্য
অধ্যায় -০৫ : সিনোপসিস বা গল্প সংক্ষেপ
অধ্যায় - ০৬ : লগ লাইন
অধ্যায় -০৭ : ট্রিটমেন্ট
অধ্যায়-০৮ : চরিত্র নির্মাণ
অধ্যায়-০৯ : কনফ্লিক্ট বা দ্বন্দ্ব
অধ্যায়-১০ : সাসপেন্স বা উৎকণ্ঠা
অধ্যায় -১১ : প্লট প্লানিং বা গল্পের খণ্ডাংশ
অধ্যায় - ১২ : স্ট্রাকচার বা গল্পের সাধারণ কাঠামো
অধ্যায় - ১৩ : ফরম্যাট বা চিত্রনাট্যের চেহারা
অধ্যায় - ১৪ : চিত্রনাট্যের বিভাজন : দৃশ্য ও দৃশ্য পর্যায়
অধ্যায় - ১৫ : ডায়ালগ বা সংলাপ লেখার কৌশল
দ্বিতীয় পর্ব : প্রয়োগিক কৌশল
অধ্যায় - ১৬ : লেখা শুরু করার আগের প্রস্তুতি
অধ্যায় - ১৭ : লেখা শুরু করার কৌশল
অধ্যায় - ১৮ : রুচি, মাত্রা ও সৌন্দর্যবোধ
অধ্যায় - ১৯ : নিজস্ব ভঙ্গিমা
অধ্যায়- ২০ : বার বার লেখা বা রি-রাইট
অধ্যায়- ২১ : চিত্রনাট্যের সাধারণ কিছু ভুল ও তার সমাধান
যারা এই বইটির বিষয়ে আগ্রহী তারা এই বইয়ের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন।
https://www.facebook.com/chitronatyaroakakha/
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮
লেখাজোকা শামীম বলেছেন: ওই পেজে যান। সব কিছু জানতে পারবেন।
২| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
হাসান মাহবুব বলেছেন: এমন বইয়ের দরকার আছে। শুভ কামনা বাসনা রইলো।
২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫
লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০০
ডার্ক ম্যান বলেছেন: বইটির অপেক্ষায় রইলাম
৪| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
৫| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কি নতুন কোন গল্প আছে ? আই মিন পোস্ট আছে!
৬| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়তে হবে।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
বিজন রয় বলেছেন: আপনার নাটক, সিনেমার খবর কি?
নতুন কিছু??