নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

আমজাদ হোসেন : একজন বহুমুখী প্রতিভা

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩



সৃজনশীল মানুষরা বেঁচে থাকে তার সৃষ্টিকর্মে। তাঁর সৃষ্টিকর্ম তাকে অমরত্ব দেয়। সেই অর্থে শিল্পীরা কখনও মারা যান না, তারা বেঁচে থাকেন তাদের সৃষ্টিকর্মে।
আজ মারা গেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। তিনি একাধারে অভিনেতা, লেখক, চিত্রনাট্যকার, গীতিকার, সংলাপ রচয়িতা, পরিচালক ও প্রযোজক ছিলেন। বহুমুখী প্রতিভা। তিনি মোট ১২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ১৯৭৬ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে। সিনেমার নাম 'নয়নমনি'। ১৯৭৮ সালে 'গোলাপী এখন ট্রেনে' চলচ্চিত্রের জন্য ৫টি বিভাগে একাই জাতীয় পুরস্কার পেয়েছেন।শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ও শ্রেষ্ঠ গীতিকার। ১৯৭৯ সালে 'সুন্দরী' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ও শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। ১৯৮৪ সালে 'ভাত দে' চলচ্চিত্রের জন্য পান শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৪ সালে 'জয়যাত্রা' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এই সৃজনশীল মানুষটির কর্মতালিকা বিশাল। প্রচুর লেখালেখি করেছেন। যেমন :
উপন্যাস :
ধ্রুপদী এখন ট্রেনে
দ্বিধাদ্বন্দ্বের ভালোবাসা
আমি এবং কয়েকটি পোস্টার
রক্তের ডালপালা
ফুল বাতাসী
রাম রহিম
আগুনে অলঙ্কার
ঝরা ফুল
শেষ রজনী
মাধবীর মধাব
মাধবী ও হিমানী
মাধবী সংবাদ

কিশোর উপন্যাস :
জন্মদিনের ক্যামেরা
যাদুর পায়রা
ভূতের রাণী হিমানী
সাত ভূতের রাজনীতি
শীতের রাজা উহু কুহু
টুকটুক
রঙিন ছড়া কৃষ্ণচুড়া

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস :
যুদ্ধে যাবো
অবেলায় অসময়
উত্তরকাল
যুদ্ধযাত্রার রাত্রি

গল্পগ্রন্থ :
পরী নামা জোছনায় বৃষ্টি
কৃষ্ণলীলা

ফিকশন :
ডারকেনিং ডে

জীবনী :
মাওলানা ভাসানীর জীবন ও রাজনীতি
নেতাজী সুভাষ চন্দ্র বসু জীবন ও রাজনীতি
মানবেন্দ্রনাথ রায় জীবন ও রাজনীতি
শ্রী হেমচন্দ্র চক্রবর্তী

ইতিহাস :
বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাস (১ম খন্ড)
বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাস (২য় খন্ড)
নকালবাড়ী কৃষক আন্দোলন
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস
বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট
বাঙালির ঐতিহ্য বাঙালির ভবিষৎত
উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ ও পরিণতি
আন্দোলনের রূপরেখা

রচনাসমগ্র :
মুক্তিযুদ্ধের রচনাসমগ্র
মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র
মুক্তিযুদ্ধের নির্বাচিত কিশোর গল্প
আমজাদ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস
উপন্যাসসমগ্র-১
নির্বাচিত গল্প
গল্পসমগ্র
কিশোর গল্পসমগ্র
কিশোরসমগ্র
মাধবী সমগ্র

তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলো হল ---
০১) আগুন নিয়ে খেলা (১৯৬৭)
০২) জুলেখা (১৯৬৭)
০৩) দুই ভাই (১৯৬৮)
০৪) বাল্যবন্ধু (১৯৬৮)
০৫) পিতা পুত্র (১৯৭০)
০৬) নয়নমনি (১৯৭৬)
০৭) গোলাপী এখন ট্রেনে (১৯৭৮)
০৮) সুন্দরী (১৯৭৯)
০৯) কসাই (১৯৮০)
১০) দুই পয়সার আলতা (১৯৮২)
১১) জন্ম থেকে জ্বলছি (১৯৮২)
১২) ভাত দে (১৯৮৪)
১৩) সখিনার যুদ্ধ (১৯৮৪)
১৪) হীরা মতি (১৯৮৮)
১৫) গোলাপী এখন ঢাকায় (১৯৯৪)
১৬) আদরের সন্তান (১৯৯৫)
১৭) সুন্দরী বধূ (২০০২)
১৮) প্রাণের মানুষ (২০০৩)
১৯) কাল সকালে (২০০৫)
২০) গোলাপী এখন বিলাতে (২০১০)

তাঁর প্রতি অশেষ শ্রদ্ধা। আমাদের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র হয়ে আপনি চিরকাল বেঁচে থাকবেন।

(তথ্যসূত্র : উইকিপিডিয়া)

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০০

রাফা বলেছেন: ইন্নালিল্লাহি ও্য়া ইন্নািলাহি রাজিউন।তার আত্মার মাগফেরাত কামনা করছি।সৃজনশীল অনেক কিছু দিয়েছেন তিনি বাংলা চলচ্চিত্রে।
এক সময় ঈদের দিনটি আমাদে কাছে পরিপূর্ণতা পেতো তার সৃষ্টি “জব্বার আলী“ এখন বিভিন্ন সমিকরনে নাটকটি দেখে।

ধন্যবাদ,লে.শামীম ভাই ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০

পবিত্র হোসাইন বলেছেন: ইন্নালিল্লাহি ও্য়া ইন্নািলাহি রাজিউন।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: তিনি একজন গুনী মানুষ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
এক জন প্রতিভাবানের বিদায়।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ইসিয়াক বলেছেন: অনন্য প্রতিভা

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: বহুমুখী প্রতিভা। একজন দেশপ্রেমিক। তার আত্নার মাগফিরাত কামনা করছি!!!

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

প্রোলার্ড বলেছেন: উনার মরদেহ শহীদ মিনারে আনা হয় নি যাতে সর্বস্তরের জনতা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.