![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
আমাদের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী মনে করে তারা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ধারক ও বাহক। কথাটা সত্য হলেও আমাদের মধ্যবিত্ত মানসিকতা হল সব কিছু বিনা টাকায় ভোগ করার নীতি।
আমাদের মধ্যবিত্তরা বই ফ্রি পেতে চায়।
ফ্রি মঞ্চ নাটক দেখতে চায়।
ফ্রি সিনেমা দেখতে চায়।
ফ্রি গান শুনতে চায়।
ফ্রি নাচ দেখতে চায়।
সৌজন্য কপি ও সৌজন্য টিকেট পেলে তারা বিরাট খুশি। তখন তারা বিরাট শিল্প, সাহিত্য সংস্কৃতির ধারক বাহক। তখন তারা শিল্পের সমঝদার। কিন্তু সৌজন্য কপি বা সৌজন্য টিকেট না পেলে তাদের টিকিটিও দেখা যায় না। পুরো মাত্রায় স্বাবলম্বী এবং উচ্চ শিক্ষিত মানুষদের মধ্যেও এই আচরণ বিদ্যমান।
ঢাকা শহরের বেশির ভাগ চলচ্চিত্র উৎসব ফ্রি।
ঢাকা শহরের সবচেয়ে বড় গানের আসর বেঙ্গলের শাস্ত্রীয় সঙ্গীত পুরোটাই ফ্রি।
এগুলো ফ্রি না হলে অনেকের চেহারা আমরা দেখতাম না।
ঢাকা শহরের মঞ্চ নাটক দেখার জন্য বেশির ভাগ দর্শক ফ্রি টিকেটের জন্য হাঁ করে থাকে।
একুশের বই মেলায় প্রকাশিত বইয়ের সৌজন্য কপি পাওয়ার জন্য লেখককে বিরক্ত করতে থাকে এই শ্রেণীর মানুষরা।
তাদের এই দুই চার পাঁচ শো টাকা বাঁচানোর মানসিকতার কারণে আমাদের শিল্প, সাহিত্য সংস্কৃতিক অঙ্গনে পদচারণা করা শিল্পীরা এতটা গরীব। এই কারণেই শিল্পীদের শেষ বয়সে বিনা চিকিৎসায় মারা যেতে হয়।
যেই পৃষ্ঠপোষকতা একটা শিল্পীকে হতদরিদ্র বানায়, সেই পৃষ্ঠপোষকতা কি আসলেই দরকার আছে ?
১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৬
লেখাজোকা শামীম বলেছেন: গাটের পয়সা খরচ করার মানসিকতা খুব কম মানুষের আছে।
২| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৩
ডি মুন বলেছেন:
দু'হাজার টাকা বিল দিয়ে রেস্টুরেন্টে খেতে পারবে, কিন্তু ২০০ টাকা বইয়ের দাম তার কাছে আকাশছোঁয়া মনে হবে। সৌজন্য কপি খুঁজবে। এই না হলে আর বাঙালি মধ্যবিত্ত!!
১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৬
লেখাজোকা শামীম বলেছেন: জ্বি, এটাই স্বভাব
৩| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: সব সমস্যার মূলে দারিদ্রতা। অভাব। বেকারত্ব।
১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৫
লেখাজোকা শামীম বলেছেন: অভাব না স্বভাব
৪| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম
১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৫
লেখাজোকা শামীম বলেছেন: অনেক দিন বিশ্রাম নিলাম
৫| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাসে চেকার উঠলেই হাফ ভাড়ার জন্য বলে বসে, স্টুডেন্ট আছে! দামী এন্ড্রয়েড হাতে থাকবে, বেনসন ছাড়া দিন চলবে না, গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টও চলবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বেতন বাড়ালেই তেনারা নাখোশ...
১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৫
লেখাজোকা শামীম বলেছেন: এটা আরেকটা মারাত্মক সমস্যা
৬| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সমস্যার মূলে আপনি হাত দিয়েছেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৭
ফয়সাল রকি বলেছেন: একটু যোগ করা দরকার! ফ্রি পাবার পাশাপাশি অতিরিক্ত কিছু কামাই করার সুযোগও খোঁজে অনেকে। তবে সবাই যে ফ্রি চায় ব্যাপারটা ঠিক না, হয়তো সংখ্যায় কম কিন্তু গাটের পয়সা খরচ করার মতো মানুষও আছে।