নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

কে হায় নিজের পুচ্ছদেশে আগুন লাগাবে ?

২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪৩

বাংলাদেশে যারা নেতৃত্ব দেয়, তারা চেয়ারটায় বসার আগে থেকেই ভাবতে থাকে, একবার ওই চেয়ারটায় বসতে পারলে হয়। মারি তো গণ্ডার, লুটি তো ভাণ্ডার --- মনের অবস্থা নিয়ে চেয়ারের দিকে তাকিয়ে থাকে। চেয়ারটায় বসার জন্য নানাভাবে তদ্বির করতে থাকে। তারপর যখন চেয়ারের বসতে পারে, আর দেরি করে না, ভাণ্ডার লুটে ফেলে।
কেন এই অবস্থা ?
কারণ একবার ভাণ্ডার লুটতে পারলে জেল জরিমানা অপমান অপদস্ত বেইজ্জতী যাই হোক না কেন, ভাণ্ডার আর ফেরত দেয়া লাগে না। কানাডার বেগমপাড়ায় ভাণ্ডার সরিয়ে ফেলতে পারলে আর কোন টেনশন নাই।
যদি এমন অবস্থা থাকত, সবার আগে লুটে নেয়া ভাণ্ডারসহ তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত হয়ে যাবে, তাহলে কেউ ভাণ্ডার লুটপাট করার কথা চিন্তাও করত না।
টাকার শোক বড় শোক। অর্জন করা ভাণ্ডার হারিয়ে ফেলার শোক জেল জরিমানার চেয়ে অনেক বেশি কষ্টকর।
কিন্তু এই বাজেয়াপ্ত করার বিধানটা করবে কে ? কে হায় নিজের পুচ্ছদেশে আগুন লাগাবে ?

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



বেগম পাড়াটা কোন শহরে? কিছু বেগম দিয়ে হেরেম বানাবো নাকি?

২| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৮

বিষন্ন পথিক বলেছেন: বউ বায়াদপি করলে বলা যাবে 'খামোশ বেগম! বেগম পাড়ায় আমার দুই নাম্বারী সম্পত্তি আছে'

২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫২

লেখাজোকা শামীম বলেছেন: https://www.bbc.com/bengali/news-51465184

৩| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৯

আলীনুর বলেছেন: ইতিহাস থেকে প্রাপ্ত শিক্ষা এই বলে - ভালো করে টিকে থাকা কঠিন আর খারাপ করে টিকে থাকাতো অসম্ভব। প্রকৃতির প্রদত্ত নিয়মেই এই অনিয়ম গুলোর ক্রান্তি। শুধু একটু সময়ের ব্যাপার মাত্র।

৪| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৫

জনৈক অপদার্থ বলেছেন: কানাডার বাংগালীরা ইদানিং এসবের প্রতিবাদ করছেন। তাঁরা যদি এসব দুর্নীতিবাজদের বয়কট করতে পারেন ও লোকাল গভমেন্ট কে প্রেসার ক্রিয়েট করেন, তাইলে হয়তো এসব দুর্নীতিবাজদের কপাল পুড়তে পারে।

৫| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
কই সে রামের বানর
নিজের পুচ্ছে অগ্নি জ্বালিয়ে ছাড়খার করবে রাবন রাজ্য!!!

অন্তহীন অপেক্ষা আমজনতার

৬| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৪

সাইন বোর্ড বলেছেন: সুযোগ কেউ'ই হাত ছাড়া করতে চায় না, পারলে বাংলাদেশ মাথায় করে নিয়ে যাবে ।

৭| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাই নিয়ম, এটাই নীতি হয়ে দাড়িয়েছে বর্তমানে :(

৮| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫০

নেওয়াজ আলি বলেছেন: বার বছর আগে সেই চেয়ারে চোর ছিল আর বার বছর ধরে সেই চেয়ার দখলে ডাকাত।

৯| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: সরকার নানান ভয়ভীতি দেখাচ্ছে তবু দেশে দূর্নীতি বন্ধ হচ্ছে না।
দূর্নিতির বিরুদ্ধে সরকারকে আরো কঠোর হতে হবে।

১০| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন সুন্দর একটা ব্যবস্থা,সকলেরই চেষ্টা করে দেখা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.