নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

দরকার নিজস্ব জাতীয় শিক্ষা ব্যবস্থা

৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪১


আমরা কেউ ইংরেজি মাধ্যমে পড়াশোনা করি।
আমরা কেউ আরবী মাধ্যমে পড়াশোনা করি।
আমরা কেউ বাংলা মাধ্যমে পড়াশোনা করি।
বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করি বলে আমাদের মতাদর্শে এত পার্থক্য।
কেউ কাউকে সহ্য করতে পারি না।
একজন আরেক জনকে শত্রু মনে করি।
এই রকম আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থাগুলো আমাদের নানা দলে ভাগ করেছে।
নানা দলে ভাগ হয়ে আমরা পরস্পরকে ঘৃণা করি।

এই অবস্থা একটা দেশের জন্য খুবই ক্ষতিকর।
এই অবস্থা নিয়ে একটা দেশ সামনে এগুতে পারবে না।

বাংলাদেশের নিজস্ব শিক্ষা ব্যবস্থা দরকার।

দরকার এমন একটা শিক্ষা ব্যবস্থা যা আমাদের শিক্ষার্থীদের ২৫ বছর পরের দুনিয়ার জন্য উপযুক্ত করে গড়ে তুলবে।

আপনি ধর্ম জানবেন, রাজনীতি জানবেন, ব্যবসা জানবেন, বিজ্ঞান জানবেন, আদব কায়দা জানবেন, সুনাগরিক হবেন -- এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার।
আপনি যথার্থ জ্ঞানী হবেন।
অবশ্যই শিক্ষাকে ব্যবহার করে নিজের উপার্জন করতে সক্ষম হবেন। এমনকি আপনি উদ্যোক্তা হয়ে আরও অনেক লোকের কর্মসংস্থান করতেও সক্ষম হবেন।

আমি এই জন্য বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই। প্রচলিত সবগুলো শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে একটি মাত্র জাতীয় শিক্ষা ব্যবস্থা চাই।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: যার টাকা আছে, সে ভালো শিক্ষা পাবে। ভালো প্রতিষ্ঠানে পড়বে।
যার টাকা নাই, সে ভালো শিক্ষা পাবে না। ভালো প্রতিষথানে পড়তেও পারবে না।

৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৫

লেখাজোকা শামীম বলেছেন: এই বৈষম্য থাকা উচিত না। ভালো রাষ্ট্রগুলোতে এই বৈষম্য নাই।

২| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:২৬

অধীতি বলেছেন: এরকমটা হওয়া উচিত কিন্তু হবে না।

৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৯

লেখাজোকা শামীম বলেছেন: আগেই হতাশ হলে আসলেই হবে না। যে কোন দাবী কঠিনভাবে তুললে পূরণ হয়। ইতিহাস স্বাক্ষী

৩| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৫

আমি সাজিদ বলেছেন: আমার তো ইতিহাসও পড়তে ইচ্ছা করে, বিজনেসও পড়তে ইচ্ছা করে, মানবদেহও পড়তে ইচ্ছা করে। আবার কোডিং করতেও ইচ্ছা করে। সব জানতে হবে এরপর যেকোন এক বিষয়ে দক্ষ হতে হবে। এমন শিক্ষা দরকার। আমরা স্কুল কলেজে কিভাবে শিক্ষিত হতে হয় সে শিক্ষা পাইনি।

৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১০

লেখাজোকা শামীম বলেছেন: জ্ঞান অর্জনের তৃষ্ণা ও সম্মানজনক কর্মসংস্থান --- যথার্থ শিক্ষা মানুষকে এ দুটো দেবে।

৪| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১১

নেওয়াজ আলি বলেছেন: বিজ্ঞানবৃত্তিক কর্মময় শিক্ষার দরকার । শিক্ষা শেষ কাজ দরকার

৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৬

লেখাজোকা শামীম বলেছেন: একদম সঠিক বলেছেন । সহমত

৫| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৯

ওমেরা বলেছেন: দরকার এমন একটা শিক্ষা ব্যবস্থা যা আমাদের শিক্ষার্থীদের ২৫ বছর পরের দুনিয়ার জন্য উপযুক্ত করে গড়ে তুলবে।

আপনি ধর্ম জানবেন, রাজনীতি জানবেন, ব্যবসা জানবেন, বিজ্ঞান জানবেন, আদব কায়দা জানবেন, সুনাগরিক হবেন -- এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার।
আপনি যথার্থ জ্ঞানী হবেন।

খুব সুন্দর বলেছেন, খুব ভালো লাগলো।

৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৭

লেখাজোকা শামীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৬| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৫

নীল আকাশ বলেছেন: যেই দেশের সরকারই চলে আরেক দেশের বুদ্ধিতে সেখানে আপনি চান নতুন শিক্ষা ব্যবস্থা?
অমাবস্যার চাঁদ!

৭| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫০

শায়মা বলেছেন: এটাই উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.