নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
অনেক দিন থেকে পরিকল্পনাটা ছিল।
নানা কাজে ব্যস্ত থাকায় হয়ে উঠছিল না।
অবশেষে সময় বের করতে পারলাম।
আমরা কয়েক জন মিলে একটা নতুন উদ্যোগ নিয়েছি।
একটা চিত্রনাট্য লেখার হাউজ খুলেছি। নাম 'গল্পের হাট'।
আমরা চিত্রনাট্য লিখি। যে কোন ধরনের চিত্রনাট্য লিখে থাকি।
আমাদের প্রতিষ্ঠান প্যানেল রাইটিংএর মাধ্যমে চিত্রনাট্য লেখার চেষ্টা করে যাচ্ছে।
ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান কিছু সিরিয়াল, ওয়েব সিরিজ, একক নাটক, শর্ট ফিল্ম ও ফিচার ফিল্মের চিত্রনাট্য লিখে ফেলেছে।
আমরা লোকবল বাড়াতে চাই।
সেই উদ্যোগের একটা অংশ হল 'প্রশ্নোত্তরে চিত্রনাট্য'।
চিত্রনাট্যকার হিসেবে তৈরি করার জন্য তিন মাসের একটা প্রশিক্ষণ কোর্স।
বিনা ফিতে।
বরং কাজে দক্ষ হলে কাজ করার সুযোগ হতে পারে আমাদের গল্পের হাটে।
বিস্তারিত পাবেন আমাদের পেজে
https://www.facebook.com/golperhaat
২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৭
লেখাজোকা শামীম বলেছেন: Click This Link
২| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫১
ফয়সাল রকি বলেছেন: ভালো উদ্দ্যোগ। শুভ কামনা রইলো।
৩| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১:২৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানাই। এক ঝাঁক পরিশ্রমী প্রতিভা বেরিয়ে আসুক, এই কামনা রইল।
৪| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ২:১৬
চাঁদগাজী বলেছেন:
গল্পের হ টে কাজ করে আয় করা সম্ভব? যদি সম্ভব হয়, উহাতে পরিবার চালানো সম্ভব হবে?
২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৭
লেখাজোকা শামীম বলেছেন: আমি আয় করছি। একেবারে খারাপ আয় হয় না। যদিও আমার অন্যান্য ব্যবসা আছে।
৫| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৫২
রবিন.হুড বলেছেন: জসীম উদদীনের নকশী কাঁথার মাঠ এর কাহিনী অবলম্বনে “ভালোবাসার নকশী কাঁথা” শিরোনামে একটা চলচ্চিত্র বানাতে চাচ্ছি। আপনি যদি চিত্রনাট্য লিখে সহযোগিতা করেন তবে চিত্রায়নের গতি আসবে।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৬
রানার ব্লগ বলেছেন: আমি আগ্রহী, আমি থিয়েটারে কাজ করি, দয়া করে গোগুল ফর্ম টির লিংক এখানে দিন।