![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
মাঝে মাঝে অনুভব করেন, আপনি আসলে লেখক হয়ে জন্মেছেন।
খুব গল্প বলতে ইচ্ছে করে।
খুব ইচ্ছে নিজের বলার মতো একটা গল্প লিখে ফেলার।
প্রতিটা মানুষের মতো আপনার ভেতরেও অনেক অনেক গল্প আছে।
অনেক অনেক গল্প আপনাকে তাড়িয়ে বেড়ায়।
আপনাকে ভেতর থেকে বলে, এই ঘটনাটা লিখে ফেলার মতো।
কিন্তু জানেন না, কিভাবে লিখলে পাঠক বলবে, হ্যাঁ, এটা ভালো গল্প হয়েছে।
আপনার জন্য এ লেখালেখির কর্মশালা।
একেবারে বিনা খরচে।
বাড়িতে বসে আরামে।
অনলাইনে।
আর যদি সত্যি গল্প লিখতে শিখে যান, 'গল্পের হাট' আপনার গল্প কিনে নেবে ।
উপযুক্ত সম্মানী দিয়ে, সম্মানের সঙ্গে।
বিশ্বাস হয় ?
এই রকম সুযোগ বার বার আসবে না।
বিস্তারিত নিচের লিংকে ---
গল্পের হাট
০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৩
লেখাজোকা শামীম বলেছেন: লাল কষ্ট, নীল কষ্ট, হরেক রকম কষ্ট আছে
২| ০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: লিংকটা সঠিক ভাবে দিন।
০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৪
লেখাজোকা শামীম বলেছেন: লিংকটা ঠিক করে দিয়েছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১০:৩২
নাহল তরকারি বলেছেন: কষ্ট! খুব কষ্ট।