![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি। হয়তো আপনাদের ভালো লাগতে পারে।
আমরা যারা সিনেমা বানানোর সঙ্গে জড়িত, সাধারণ মানুষ আমাদের মতো মানুষকে প্রায়ই জ্ঞান দেন যে, সিনেমা বানাতে বাজেট লাগে না, লাগে গল্প। সেই রকম গল্প হলে বাজেট ছাড়াও দুর্দান্ত সিনেমা বানানো যায়।
লোকজনের এই উপদেশ শিরোধার্য করে একটা গল্প লেখার প্রতিষ্ঠান গড়ে তুললাম। সিনেমার ক্ষেত্রে কথাটা গল্প লেখার প্রতিষ্ঠান হবে না, হবে চিত্রনাট্য লেখার প্রতিষ্ঠান। আমারা কয়েক জন মিলে 'গল্পের হাট' নামে একটা চিত্রনাট্য লেখার প্রতিষ্ঠান গড়ে তুলেছি।
প্রথমে ধারণা দিই চিত্রনাট্য লেখার প্রতিষ্ঠান কিভাবে কাজ করে। খুব সহজ। পত্রিকা যেভাবে চলে, আমরা সেভাবে কাজ করি। দলবদ্ধভাবে লিখি। একজন লেখে। অন্যজন তার লেখার ভুলগুলো শুদ্ধ করে দিই। তারপর লেখাগুলো ঝাড়াই বাছাই হয়ে আমার কাছে আসে। আমি সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা করে ঝকঝকে তকতকে করে দিই।
লেখার বাইরে আরেকটা কাজ আমরা করি। আমরা গল্প কিনি। যদিও খুব কম গল্প আমরা কিনেছি। কারণ আমাদের নিজেদের কাছে শত শত গল্প আগে থেকেই আছে। স্টক বিশাল। এ কারণে খুব পছন্দ না হলে আমরা গল্প কিনি না।
আমাদের কাছে ১০ মিনিটের গল্প থেকে ২ ঘণ্টার গল্প আছে। একক নাটক থেকে শুরু করে সিরিয়ালের গল্প আছে। আছে ওয়েব সিরিজের গল্প, আছে টিভি নাটকের গল্প, আছে সিনেমার গল্প, আছে ওটিটির গল্প, আছে ইউটিউবের খুব ছোট পরিসরের গল্প। সবগুলো মাধ্যমের জন্য আমরা চিত্রনাট্য লিখি।
আরেকটা কাজ করছি। আমরা নতুন গল্পকারদের প্রশিক্ষণ দিচ্ছি। কিভাবে চিত্রনাট্য লিখতে হয়, শেখাচ্ছি হাতে কলমে। একদম বিনা খরচে। অনলাইনে তিন মাসের একটা কোর্স হচ্ছে। প্রথম কিস্তির প্রশিক্ষণ ইতিমধ্যে চলছে। দ্বিতীয় কিস্তির কোর্সে ভর্তির শেষ তারিখ ১০ অক্টোবর। ক্লাশ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি শনিবার রাত ৯টা থেকে ১১টা। যে কেউ ইচ্ছা করলে এই কোর্স করতে পারেন। আপনি মেধাবী হলে কোর্স শেষে আমাদের 'গল্পের হাট'-এর সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।
আমরা চিত্রনাট্য বিক্রি করার এজেন্সি হিসেবে কাজ শুরু করছি। আপনি চিত্রনাট্য লিখেন। কিন্তু আপনি কোথায় বেচবেন জানেন না। আমরা আপনার চিত্রনাট্য বিক্রি করে দিব। বিনিময়ে আমরা নেব খুব সামান্য কমিশন। এজেন্সি হিসেবে আমাদের পারিশ্রমিক।
যারা চিত্রনাট্য লেখা শিখতে চান, যোগাযোগ করুন। যারা চিত্রনাট্য বিক্রি করতে চান, যোগাযোগ করুন। যারা চিত্রনাট্য কিনতে চান, তারা ইতিমধ্যে যোগাযোগ করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
মোটা দাগে আমাদের সার্ভিস ৭ টা :
০১) নিজেদের গল্পে চিত্রনাট্য লেখা ও বিক্রি করা
০২) অন্য কারও আইডিয়া বা গল্পে চিত্রনাট্য লেখা
০৩) কো-রাইটিং / প্যানেল রাইটিং
০৪) শুধু সংলাপ লেখা
০৫) অন্য কারও গল্প /সিনোপসিস কেনা বেচা করা
০৬) অন্য কারও চিত্রনাট্য কেনা বেচা করা
০৭) চিত্রনাট্য রচনা কর্মশালা পরিচালনা
এবার পরামর্শ দিতে পারেন, উপদেশ দিতে পারেন। আমাদের কাছে আপনার প্রত্যাশাও বলতে পারেন।
আর যারা ফ্রি চিত্রনাট্য রচনা কর্মশালায় অংশ নিতে চান, তারা নিচের লিংকে যান।
গল্পের হাট
০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১১:২১
লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৪৭
শেরজা তপন বলেছেন: দারুন উদ্যোগ
ভবিষ্যতে আমরা চলচ্চিত্র ও নাটকে দারুন দারুন গল্প ও চিত্রনাট্য পাব বলে আশা রাখছি
০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১১:২১
লেখাজোকা শামীম বলেছেন: আমরাও আপনার মতো আশাবাদী
৩| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:২৯
সাগর শরীফ বলেছেন: ইন্টারেস্টিং লাগরো তো বিষয়টা!
আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি স্যার। ভাল থাকবেন।
০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১১:২৩
লেখাজোকা শামীম বলেছেন: অবশ্যই ইন্টারেস্টিং। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী লোকজন অনলাইনে ক্লাস করছে
৪| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: ভালো উদ্যোগ।
শুভকামনা।
০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১১:২৩
লেখাজোকা শামীম বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: উদ্যোগ সফল হোক।
০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১১:২৪
লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ , ভাইয়া
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২১ রাত ১০:০০
ইসিয়াক বলেছেন:
ভালো উদ্যোগ। আপনাদের প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি।
শুভকামনা রইল।