![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
প্রায়ই শুনে থাকি, ভালো চিত্রনাট্যের বড় অভাব। ভালো চিত্রনাট্যকারও বিরল। অনেকেই জিজ্ঞাসা করেন, কোথা থেকে চিত্রনাট্য লেখা শিখবেন ? কোথায় গেলে আসলেই শেখা যাবে ?
বাংলা চলচ্চিত্র বা নাটকে বেশির ভাগ সময়ে পরিচালক নিজেই চিত্রনাট্য লিখে থাকে। তারপরও চিত্রনাট্য লেখাটাকে অনেকে পেশা হিসেবে নিয়েছেন। অনেকে চিত্রনাট্য লিখে ভালো আয় করেন।
চিত্রনাট্য লিখে কে কত বিখ্যাত হবেন, সেটা নির্ভর করে তার নিজস্ব মেধার উপর। তবে ভালো চিত্রনাট্য লেখা শেখার জন্য কিছু কৌশল জানা দরকার। এই কৌশলগুলো বহুল ব্যবহৃত এবং সফল। এই সফল কৌশলগুলো শেখানোর জন্য চিত্রনাট্য রচনার পেশাদার প্রতিষ্ঠান ‘গল্পের হাট’ দীর্ঘদিন থেকে চিত্রনাট্য রচনা কর্মশালা পরিচালনা করে আসছে। সম্পূর্ণ ফ্রি ও অনলাইন এই কর্মশালায় ইতিমধ্যে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
‘প্রশ্নোত্তরে চিত্রনাট্য’ নামে এই কর্মশালার নতুন সংযোজন হল ভিডিও টিউটোরিয়াল।
এই ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি ধাপে ধাপে শিখতে পারবেন চিত্রনাট্য রচনার নানা কৌশল।
এই ভিডিও টিউটোরিয়াল দেখতে হলে নিচের লিংকে ক্লিক করুন।
চিত্রনাট্য পরিচিতি (প্রথম অংশ)
২| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:০৮
ভার্চুয়াল তাসনিম বলেছেন: উপকারী পোস্ট।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০২২ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: জানলাম।