নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...............

আমি সপ্নবিলাসী নই , নই নিয়তির কাছে নিজেকে সঁপে দেয়া কোন কাপুরুষ । ত্যাগের রঙে রাঙাবো আমার প্রত্যাশা , সোনালী সফলতার সাথে কিছু অবিমিশ্র আবেশ , তাতে মন্দ কী !...

আমি সুখী মানুষ

"আমি স্বাধীনতা চেয়েছিলাম, চাইনি সেচ্ছাচারিতার নির্মম শৃঙ্খল । চেয়েছিলাম মুক্তির লাল সূর্য , চাইনি স্বার্থ লোলুপতার ক্লেদাক্ত পাপ ।

আমি সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

কবি আহসান হাবীবের দারুন একটা কবিতা

১৬ ই জুন, ২০১০ রাত ১২:২৮

দোতলার

ল্যান্ডিং মুখোমুখি দুজন



আহসান হাবীব



মুখোমুখি ফ্ল্যাট

একজন সিঁড়িতে,একজন দরজায়

: আপনারা যাচ্ছেন বুঝি ?

: চলে যাচ্ছি, মালপত্র

উঠে গেছে সব ।

: বছর দুয়েক হল, তাই নয় ?

: তারো বেশী । আপনার ডাক নাম শানু, ভালো নাম ?

: শাহানা, আপনার ?

: মাবু ।

: জানি ।

: মাহবুব হোসেন । আপনি খুব

ভালো সেলাই জানেন ।

: কে বলেছে । আপনার তো অনার্স

ফাইন্যাল, তাই নয় ?

: এবার ফাইন্যাল ।

: ফিজিক্স-এ অনার্স ।

: কী আশ্চর্য ! আপনি কেন ছাড়লেন হঠাৎ ?

: মা চান না । মানে ছেলেদের

সঙ্গে বসে…

: সে যাক গে, পা সেরেছে ?

: কী করে জানলেন ?

: এই আর কি ! সেরে গেছে ?

: ও কিছুনা ,

প্যাসেজটা পিছলে ছিল মানে…

: সত্যি নয় । উচুঁ

থেকে পড়ে গিয়ে…

: ধ্যাৎ । খাবার টেবিলে রোজ

মাকে অতো জ্বালানো কি ভালো?

: মা বলেছে ?

: শুনতে পাই । বছর দুয়েক হল, তাই নয় ?

: তারো বেশী । আপনার টবের

গাছে ফুল এসেছে ?

: নেবেন ? না থাক । রিকসা এল,

মা এলেন, যাই ।

: আপনি সন্ধ্যে বেলা ওভাবে কখনও পড়বেন না,

চোখ যাবে, যাই ।

: হলুদ শার্টের মাঝখানে বোতাম

নেই, লাগিয়ে নেবেন, যাই ।

: যান, আপনার মা আসছেন ।

মা ডাকছেন, যাই ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১০ রাত ১২:৩৮

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: প্রিয় একটি কবিতা শেয়ারের জন্য ধন্যবাদ ভাইডি।

২| ১৬ ই জুন, ২০১০ সকাল ৮:৩৮

জুনাইদ কবীর তন্ময় বলেছেন: সেইম হেয়ার। একসময় মন্ত্রমুগ্ধের মত পড়তাম প্রেমের সব কবিতাগুলো। আর মেহেদী হাসানের কন্ঠে এর আবৃত্তিটা তো জোশ। অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:১৪

আন্দালীব বলেছেন:
সত্যিই এইটা আহসান হাবীব এর দারুণ একটা কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.