নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

বসন্ত ও প্রেম

২৯ শে জুন, ২০১৫ রাত ৮:১৭

বাইরে যেওনা রোদে পুরে যাবে
ঘরে থেকনা তোমাকে দেখব বলে
যদি এমন কোন শর্ত দিতে তাহলে
প্রেমটা মনে হয় শীতের জন্য
গৃষ্ম কিংবা বসন্তের জন্য নয়
প্রেমিক প্রেমিকার মিলন হলে লোকে বলে বসন্তের হাওয়া
অাসলে বসন্ত মিলন নয় বিয়োগ ঘটায়
মনে অাছে সেই চৈত্রের তেইশ তারিখ
তুমি ফোনে অাদুরে গলায় বলেছিলে
জানসোনা তোমাকে দেখার জন্য
বুকটা পানিহীন মাঠের মত খা খা করছে
অামার উচিত ছিল তোমার সাথে দেখা করার
কিন্তু কি করব বল?
চৈত্রের অাগুন
তোমার সাগর সমান ভালোবাসা দিয়েও,
নেভাতে পারলাম না
অার রাগে তুমি তিনমাস কথা বলনি
এর পরেও কি করে বলি বসন্ত মানে প্রেম ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.