নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
যখন তোমার চোখের দিকে তাকাই ,
ভিন্ন কিছু একটা দেখতে পাই ।
মনে হয় কোন তারা ভরা আকাশ
আর সব তারা বলছে ,
ভালোবাসি
ভালোবাসি তোমায় ।।।
যখন তোমার ঐ ঠোটের দিকে তাকাই ,
মৃদু কম্পন চোখে পড়ে ,
মনে হয় সে হাজার না বলা কথা বলতে
কিন্তু সেগুলো আমি শুনতে পাই না
শুধু অনুভব করি ,
তোমার ঠোট বলছে, ভালোবাসি
ভালোবাসি তোমায় ।।
যখন তোমার ঐ অঙ্গপানে চাই ,
তোমার লাস্যময়ি শরীর আমার চোখে পরে না ।
দেখতে পাই তোমার হৃদয়টাকে
যার শব্দ আমি অনেক দূরে থেকেও শুনতে পারি ,
যেটা প্রতি ক্ষনেই বলে উঠে ,
ভালোবাসি
ভালোবাসি তোমায়
©somewhere in net ltd.