নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
--------ইঞ্জিনিয়ার-------------
সব টাই ক্রিয়েটিভ এর মধ্যে পড়ে । মানব জাতির উন্নয়নে এদের ভুমিকা অনেক । আমার কাছে ইঞ্জিনিয়ার শুধু তারাই না
যাদের কাছে সার্টিফিকেট আছে । এ ধরনের কাজকর্ম যারা করে করে তাদের সবাইকে এই শ্রেনীতে ফেলি । বেশী বললাম
না । এ কাজে ভুল হলে যেতে পারে শত কিংবা হাজার প্রান । উদাহরনঃ রানা প্লাজা !! ছিলো আবাসন প্রকল্পের অনুমোদন
করেছে ফ্যাক্টরি ! ফাজলামি ????
ঘূষ নামক ব্যাপারটার কথা কি বলব ?
---------শিক্ষক----------
নাহ এর চেয়ে কি ভালো পেশা আছে ? যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, উকিল, মন্ত্রি সবাইকে ইনি শিক্ষা দেন ।
কিন্তু এনাদের মাঝেও ইদানিং প্রাইভেট নামক কাদার ছিটেফোটা লেগে গেছে । আবার কোথায় নাকি পড়ার নামে ......
থাক বাকিটা বললাম না নিশ্চয় বুঝে গেছেন ? তবে সবাই এক না ।
--------ব্যাঙ্ক অফিসার -----
বেচারারা সারাদিন প্রচুর খাটুনি করে । এ ফাইল থেকে ও ফাইল ঘাটাঘাটি (প্রতি ফাইলের নিচে থাকা টাকার বান্ডিলের
কথাটা গোপন রাখলাম ) এদের কাছে ঘুষ ব্যাপারটা কোথাও হাটতে গেলে কিংবা কাজের ফাকে এক কাপ চা খাবার মত ।
যেটা আপনাকে চাঙ্গা করে দিতে পারে ।
---------ব্লগার----------
চমকে গেলেন ? এখনকার প্রেক্ষাপটে ব্লগার মানেই ...... নাহ সব জায়গায় এরা খারাপ না । অনেক ভালো ব্লগার আছে
যারা অনেক ভালো মানের লেখা আমাদের উপহার দিয়ে থাকে । অনেকেই আছে নিজের বিদ্যা জাহির করতে গিয়ে অন্যকে
গালি দেয় । এটা ঠিক না ।
--------ফ্রিল্যান্সার-------
এটা এখন সবার প্রশ্ন কিভাবে ফ্রিল্যান্সার হবো ? আসলেই কি এটা সহজ কাজ ? না ভাই এটা অনেক কঠিন কাজ ।
আপনার পর্যাপ্ত পরিমাণ জানা লাগবে । লাগবে অভিজ্ঞতা এবং সীমাহীন পরিশ্রম । এ লাইনে পরিশ্রমের বিকল্প নাই ।
-------ক্রিয়েটিভ কাজ -------
গায়ক ,অভিনেতা , লেখক ,কবি এরা এই শ্রেনির । এনাদের ভক্ত প্রচুর । তবে এদের গালি দেওয়া লোকের অভাব নাই ।
সায়েন্টিস্ট কবি, লেখক রা সাধারন লোকের থেকে সবসময় দুরেই থাকতে ভালোবাসেন । এদের সবাই পাগল শ্রেনির
লোক ভাবে । এদের মধ্যে সামাজিক জিনিসটার অভাব লক্ষ করা যায় । উদাহরনঃ আইন্সটাইন কখনো তার জামার বোতাম
ঠিক করে লাগাতে পারে নাই । আর্কিমিডিস নগ্ন হয়ে দৌড় দিছিলো । লেখক কবিরা সব ব্যাপারেই নীরব এরা কারাও সাতে
পাচে নাই । ইদানিং এর উল্টোটাও হয়েছে ...... থাক সেটা ।
-----------খেলোয়াড়----------
এদের সাড়া বিশ্ব খুব তারাতারি চিনে ফেলে । এদের ভক্ত এদের নিয়ে অনেক অনেক ......... বাকিটা বলব ?
এরা যখন ভালো পারফরম্যান্স করে সারাদিন সেটা নিয়ে মাতামাতি করে আর খারাপ করলে ?
চরম হারে বংশ এর গুস্টী ষষ্ঠী । উদাহরনঃ আমাদের তামিম ভাই ।
--------শেয়ার হোল্ডার -------
এনারা একেবারে আলাদা । আমি বলব এনারা আঙ্গুর ফল । যখন শেয়ার ভালো যায় তখন বড়োলোক আর যখন খারাপ
যায় একেবারে ফকির । যেমন আঙ্গুরে পানি দিলে এটা ফুলে উঠে আবার পানি না পেলে চুপসে যায় । (অসমোসিস প্রক্রিয়া)
--------রাজনীতিবিদ-----------
এনাদের সবকিছুই বেশী । টাকাপয়সা, সম্মান,গালি খাওয়া , জেল যাওয়া , ছুটি । এরা প্রথম শ্রেনীর খাদক ।
এনারা ৫ বছর হেভী করে কামাই করে আর ৫ বছর ছুটি কাটায় । (ব্যাতিক্রম ঘটতে পারে )
এনাদের ব্যাপারে একটা কথা না বললেই নয় "যতই ভালো করুক না ক্যান জনগনের গালি খাবেই " এটা ছাড়া তাদের
ভাত হজম হয় না ।
------- কৃষক---------
সবার চোখে নিম্ন শ্রেনীর একটা কাজ । কিন্তু ভেবে দেখেছেন কি আপনি যে ভাত খান রুটি খান এর পিছনে কে ?
কার ঘামের ফসল এটা ? আপনার আমার সে চোখ নেই যে এটা দেখতে পাবো ।
এটা একদম খাটি পেশা কোথাও কোন ভেজাল নাই ।
অনেক কথায় লিখে ফেলেছি !যদি খুব তারাতারি বড়লোক হতে চান তাহলে রাজনীতিবিদ হন কারন ডাক্তার ইঞ্জিনিয়ার
এক বছরে যাকামায় এরা এক দিনে তার বেশি কামায় । তবে রিস্ক টা একটু বেশিই । জানেনতো "No risk no
gain" তবে সবারই ভালো খারাপ দুই দিক টাই আছে । নোবেল কি কখনো ভেবেছিলো ডিনামাইট দিয়ে এভাবে বিশ্ব
জাতির সর্বনাশ হবে । উপরের যে গুলো পেশার কথা বললাম সবার মাঝেই ভালো খারাপ দুইটাই আছে কিন্তু সবচেয়ে
বড়কথা নিজেকে পরিস্কার রাখা । একজন কাদা মাখলো তাই বলে আপ্নাকেও মাখতে হবে ?
নিজেকে ফরমালিন মুক্ত রাখুন আপনার গন্ধে অন্যরাও ফরমালিন মুক্ত হয়ে যাবে । আরেকদিন যদি লিখি তাহলে এনাদের
ব্যাপারে না লিখে শিক্ষা ব্যাবস্থা নিয়ে লিখবো ।
©somewhere in net ltd.