নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
কিছু মানসিক দক্ষতা বিষয়ক প্রশ্নোত্তর শিখে রাখুন । এইটা বিসিএস এর পরিক্ষাগুলোর একটি । এইগুলা একটু প্যাচানী জিনিস তাই অল্প করে রেগুলার দিবো । আর আপনাদের অনুশিলনের সুবিধার্থে উত্তর গুলো সবার নিচে দিলাম ।
১। আমার বাবার বোনের বাবার ছেলে আমার কি হয় ?
২। একজন পুরুষকে খোঁচা দিয়ে একজন পুরুষ আরেকজন মহিলাকে বলল, ” তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা ।” মহিলার সাথে ঐ পুরুষের সম্পর্ক কি ?
৩। মনির হলো সুমন ও রিঙকির পিতা । সুমন মনিরের ছেলে কিন্তু রিঙকি মনিরের ছেলে নয় । রিঙকি ও মনিরের সম্পর্ক কি ?
৪। আমার মা ত্মার ভাইয়ের বোন । তোমার সাথে আমার সম্পর্ক কি ?
৫। রুনা আছিয়ার মেয়ে । রুনার দাদীর মেয়ের মেয়ের একজনই মামা আছে । আছিয়ার সাথে ঐ মামার সম্পর্ক কি ?
৬। মিলির সামনে রয়েছে চমৎকার একটি মেয়ের ছবি । মিলি বলছে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে । আর ছবির মেয়েটির মা আমার বাবার মেয়ে । ঐ ছবিটি কার ?
৭। ক হলো খ এর বোন এবং গ হলো ঘ এর বোন । যদি ঙ , ঘ স্বামী হয় এবগ চ , খ এর স্বামী হয় তাহলে ঘ এর সাথে খ এর সম্পর্ক কি ?
৮। ধরা যাক রাস্তায় বেড়াতে গিয়ে একটি ছেলের সাথে দেখা হলো । তাকে জিজ্ঞেস করে জানা গেলো যে , সে বাবা মায়ের একমাত্র ছেলে । অন্যদিকে জানা গেলো তার বাবা মায়ের দুটি সন্তান । অপর সন্তানের সাথে ছেলেটির কি সম্পর্ক ?
৯। এক মহিলার নতুন বিয়ে হয়েছে । একজন লোক মহিলাকে দেখতে আসলো । উক্ত মহিলার সঙ্গে তার সম্পর্ক জানতে চাইলে মহিলাটি বলেন, ” শিশুটির মা আমার মায়ের একমাত্র মেয়ে ।” মহিলাটি শিশুটির কি হন ?
১০। আপনি কার মার বাপের ছেলে ?
১১। একদিন সেলিম একটি মেয়েকে দেখে অবিভুত হয়ে পড়লো সে জব্বর কে জিজ্ঞেস করলো , “মেয়েটি কে ? ” জব্বর বলল , ‘ মেয়েটি মা আমার দাদীর একমাত্র মেয়ে ।” মেয়েটির সাথে জব্বরের সম্পরক কি ?
১২। রাস্তায় একটি ছেলে দুর্ঘটনায় আহত হলে ছেলেটির পিতা ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন । ডাক্তার বললেন , ” আমি আমার ছেলেকে অপারেশন করতে পারবো না । ” ডাক্তার ছেলেটির কে ?
১৩। তোমার মা আমার মায়ের ভাইয়ের নানী । তোমার সাথে আমার সম্পর্ক কি ? তুমি আমার কে ?
১৪। রওশনের বাবা হাফিজ । রওশনের দাদুর মেয়ের ছেলের একজনই মামা আছেন । রওশনের সাথে ঐ মামার সম্পর্ক কি ? স্বামী ।
১৫। মহিম মহিমাকে নির্দেশ করে রাজিয়াকে বলল যে, ‘ তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা । ” মহিমার সাথে মহিমের সম্পর্ক কি ?
উত্তর গুলো
১। – – বোন ।
২। —— স্ত্রী ।
৩। —- মেয়ে ।
৪। ———–মামা
৫। ———- স্বামী ।
৬। ————- মিলির মেয়ের ।
৭। ——– কন্যা ।
৮। ———- ভাই বোন ।
৯। ———— মা
১০। ——— ভাগিনা ।
১১। ————- ফুফাতো বোন ।
১২। ———— মা ।
১৩। ———— নানী ।
১৪। ———– স্বামী ।
১৫। ——— মা ।
সুত্রঃ এক্সাম বিডি
©somewhere in net ltd.