নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব (হরর গল্প )-অমিত বসুনিয়া

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

ছায়াঘেরা ছোট্ট সুন্দর মেস । সন্ধ্যা পেরিয়ে এখন রাত । সেখানে বসে তাস খেলতেছি আমরা চারজন আমি , রানা, জাহিদ আর তপু । এই ছোট্ট মেস টির নাম "ইচ্ছে তরী " । যদিও আড়ালে সবাই এটাকে ভুতের বাড়ি বলে ডাকে । থাক সেকথা আর বাড়াচ্ছি না ।
আমি ছাড়া বাকিরা সবাই অন্য মেসে থাকে ।তারা সবাই আমার আমন্ত্রনে তাস খেলতে এসেছে কয়েকটা সিগারেট পাওয়া যাবে এই লোভে । খেলা শেষ করে রাত সাড়ে এগারটায় সবাই চলে গেলো । মেসে সেদিন কেউ ছিলো না , সবাই বাড়িতে চলে গেছিলো । সাজুটার আজকে আসার কথা ছিলো । কিন্তু এখনো কেন জানি আসছে না ।
হঠাত পাশের ৬ নম্বর রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে । সেখানে তো কেউই থাকে না তাহলে কাদছে কে ? মনের ভেতর ভয় জিনিসটা ঢুকে গেল । কেমন যেন অস্বস্তি লাগছে এখন । ঠিক সেই সময় কলিং বেল টা বাজলো । খুলে দিতে গিয়ে দেখি সাজু ।
- কিরে সাজু কেমন আছিস । এত রাতে ক্যান ?
- আর বলিস না রাস্তায় বাস আটকে গেছিল ।
- আয় ভেতরে ।
- সালা গেট থেকে সরবি তবেই না ভিতরে যাব ।
- ওহ সরি দোস্ত ।
দুইজনে ঘরে ঢুকলাম । ও হ্যা সাজু হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার রুমমেট ।
- চা খাবি ?
- খাওয়াবি খাওয়া ।
- আমি চা করতেছি । তুই পাশের দোকান থেকে সিগারেট নিয়ে আয় ।
- আচ্ছা যাচ্ছি ।
সিগারেট নিয়ে দ্রুত ফিরে আসলো । এদিকে আমার চা করা শেষ । দুজনে চা খাচ্ছি ।
- কিরে দোস্ত তোর সুমনার কি খবর ?
- ধুর । বাদ দে ।
তারপর এই সুমনা নামক টপিক নিয়ে আরো ঘন্টা খানেক কথা চালিয়ে দুইজনে ঘুমাতে গেলাম । স্বভাব সুলভ ভাবে আমার ঘুম দেরীতে ভাঙ্গে । আজকে ঘুম থেকে উঠে দেখি রুমের দরজা ভিতর থেকে লাগানো । কিন্তু সাজু কোথায় ?
আমি ভেবে পাচ্ছি না সাজু গেলোই কোথায় আর দরজা এভাবে লাগানো কেন ।
ঠিক সেই সময় আমার আরেক রুমমেট খালিদ ফোন দিয়ে বলল ।
- দোস্ত একটা খারাপ খবর আছে ।
- কি ?
- সাজু গতকাল রাতে এক্সিডেন্ড করে মারা গেছে ।
খালিদ আরো কি যেন বলতেছিল । ততক্ষনে আমি আর আমি তে নাই । দাঁড়িয়ে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে পরেছে । কাল রাতে আমি কার সাথে ছিলাম ?
ঠিক সে সময় একটি কথা মনে পড়লো সাজু আসার পর থেকে পাশের রুমের কান্না বন্ধ হয়ে গেছিল। তাহলে কি সাজু কালকে আমাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য সারারাত পাহারা দিয়েছে ?
ধন্যবাদ বন্ধু ।
মনে মনে হাজার বার খোদাতায়ালা আর সাজু কে ধন্যবাদ জানিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বের হলাম ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৮

কালীদাস বলেছেন: সেম কনটেন্ট বিভিন্ন টাইটেলে গত বিশবছরে অসংখ্যবার পাবলিশড হয়েছে প্রিন্ট মিডিয়ায়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০০

অমিত বসুনিয়া বলেছেন: জ্বি ভাইয়া কথাটা ভুল বলেন নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.