নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

একজন আমজনতার বিড় বিড় করে বলে কিছু কথা( আড়ি পেতে শুনেছি )

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৩

আমি নাস্তিক ব্লগার নই ,
আমি মৌলবাদী জঙ্গীও নই,
আমি একজন আমজনতা মাত্র ।
আমি আমার ব্যাক্তি স্বাধীনতা চাই ,
বেশি কিছু নয় সংবিধান অনুযায়ী যেটুকু পাবার কথা সেটুকু পেলেই যথেষ্ট ।
১। রাত দশটার বাজার আগেই আমি কেন ভাববো আরে তারাতারি বাসা যেতে হবে নইলে সমস্যা হবে ?
২। ফেসবুকে মন খুলে লিখতে হাত কাপবে ? মনে হবে এই বুঝি পুলিশ আইসা জঙ্গী নাম দিয়া জেলে ঢুকাই দিবে বা জঙ্গি আইসা কোপায় ফালা ফালা করে রাখবে ?
হে আমজনতা শাঁখের করাতের কথা তো শুনেছেন নাকি ? আমরা পড়েছি সেই শাঁখের করাতে । সামান্য এদিক ওদিক চাপলেই কাটা পড়ে যাবো । :(

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

ব্লগ সার্চম্যান বলেছেন: খুব খারাপ একটি সময় যাচ্ছে ।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫

অমিত বসুনিয়া বলেছেন: এই খুব খারাপ সময় থেকে মুক্তি চাই ।

২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬

অশ্রুকারিগর বলেছেন: বাঁচার মত বাঁচতে চাই !

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

অমিত বসুনিয়া বলেছেন: সেটা পাচ্ছি কোথায় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.