নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
স্যার ক্লাস নিচ্ছেন
এক পর্যায়ে এক ছাত্রকে জিজ্ঞেস করলেন
স্যারঃ ফেসবুকের উপকারিতা বলো
ছাত্রঃ স্যার একান্নবর্তী পরিবার তৈরী হচ্ছে ।
স্যারঃ কেমন করে ?
ছাত্রঃ স্যার এই ধরেন আমার ফেসবুক ফ্যামিলিতি ২৯৩ জন মেম্বার , এটাকে কি একান্নবর্তি ফ্যামিলি বলবো না স্যার ।
স্যারঃ কি ২৯৩ জন !!
আরেক জন ছাত্র দ্বাড়িয়েঃ স্যার আমার ফ্যামিলিতে ৭২০ জন
স্যারঃ কি ! আচ্ছা কে কে এইগুলা ?
ছাত্রঃ আঙ্কেল ৩৪ জন, ভাই ৪৫০ , বোন ২১০ , আন্টি ২৫ টা
স্যার বির বির করে বললেন একান্নবর্তী পরিবারের সাথে গান্ধারীকেও আনিয়া ফালাইছো ।
কবে না শকুনিও ঢুকে পরে
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
অমিত বসুনিয়া বলেছেন: হাহাহাহা
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫
ফারুক এহসান বলেছেন: হি হি হি