নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
প্যারার ষষ্ঠদশ পরিচ্ছেদ ( কিছুটা রোমান্টিক )
___________________________
দিনের বেলায় এত বেশি মশা কোন জায়গায় থাকতে পারে তা বিশ্বাস করা মুশকিল । তাও জায়গাটা যদি হয় পায়রা চত্ত্বরের মত কোলাহল পুর্ন ব্যাস্ত কোন জায়গা । রিনি এখনো আসে নাই । এদিকে ফোন বের করে দেখি ব্যাটারী শেষ । নিরুপায় হয়ে গত ২ ঘন্টা ধরে পায়রা চত্ত্বরের শহীদ মিনারের সিড়িতে বসে বসে মশা মারতেছি ।। সময়ের কাটা ঘুরতে এতো কেন দেরী হচ্ছে ? সময় কাটানোর জন্য একটা সিগারেট ধরালাম । রিনি এ সময় কি করছে কে জানে ?
রিনি
ছটফট করতে করতে বাড়ির কাজ করতেছি । মাকে কি টিক এই সময়ই বের হতে হয় ?
এদিকে আব্বু আবার আসবে । আসলে তাকে খাবার দাবার দিয়ে ঘর গুছিয়ে তারপর বের হতে হবে । রাশেদ ওদিকে কতক্ষন ধরে অপেক্ষা করতেছে কে জানে ? আব্বু কেন এখনো আসছে না ?
রাশেদ কে ফোন করার জন্য মোবাইল টি হাতে নিয়ে অস্থিরতার মাত্রা ১৩ গুন বেড়ে গেলো । রাশেদের ফোন সুইচ অফ । আব্বু আসার পর ঘরের সবকিছু ঠিক ঠাক করতে ঘন্টা দেড়েক লেগে গেলো । এর পর বাসা থেকে বের হয়ে আসলাম রিকশার জন্য রাস্তা পার হতে গিয়ে অনুভব করলাম আমার ডান পায়ের স্যান্ডেল টা ছিড়ে গেছে । তাড়াহুড়া করে আসতে গিয়ে গত বছরের পুরোনো স্যান্ডেল পায়ে দিয়েই বেড়িয়ে এসেছি খেয়াল ছিলো না । ঐ অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে মুচি খুজতে লাগলাম । আশে পাশে কোথাও তো দেখতে পাচ্ছি না । মুচি খুজে পেতে আর স্যান্ডেল ঠিক করতে মোটামুটি আধা ঘন্টা চলে গেলো । রিকশা ডাকলাম ।
- মামা পায়রা চত্ত্বর যাবা ?
- হুম । ভাড়া কিন্তু ৩০ টাকা লাগবে ?
- কি লালবাগ থেকে পায়রা চত্ত্বর ৩০ টাকা !
- না অর কমে যাবো না ।
- আচ্ছা ঠিক আছে ২৫ টাকা দিবো চলেন ।
রিকশা ওয়ালারাও জানে কখন কিভাবে কাউকে চাপে ফেলে ভাড়া বাড়িয়ে নেওয়া যায় । পায়রা চত্ত্বরে এসে দেখি রাশেদ শহীদ মিনারের সিড়িতে বসে আছে । তার এক হাতে ধরা সিগারেট । আর তার অন্য হাত মশা মারতে ব্যাস্ত । তার এই অনের অবস্থাটা ভালোভাবেই বুঝতে পারলাম । যদিও সে কখনোই এ নিয়ে অভিযোগ করে নাই আর করবেও না । কেন যে তার মত তাকে ভালোবাসা দিতে পারি না ?
রাশেদ
রিনি আসলো পুরো দুই ঘন্টা তেইশ মিনিট পর । এতক্ষন মনে মনে অনেক রাগ হয়েছিলো এই রিনির উপর । কিন্তু তাকে দেখার পর সব যেন কর্পুর হয়ে উবে গেলো ।
কি যাদু করেছে এই মেয়েটা ?
খুব বলতে ইচ্ছা করতেছে
রিনি ," আমি তোমাকে পেতে চাই , তোমায় পাবার জন্য নয় শূধুমাত্র নিজেকে পাবার জন্য ।"
---------------------------------------------------------------
নেক্সট পার্ট আসতেছে ..................
©somewhere in net ltd.