নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
হে বৎস ,
তুমি নীতিকথা শোনাও ?
এ নীতিকথাটা মাথায় প্রসেস করতে আর সেটা মুখ দিয়ে বলতেও ক্যালরি প্রয়োজন ।
সেই ক্যালরি আসে খাদ্য থেকে ।
খাদ্য কোথা থেকে আসে ? পরোক্ষ বা প্রত্যক্ষ পরিশ্রম থেকে ।
আল্লাহ তায়ালাও এমনি এমনি কিছু দেয় না ।
উনি আমাদের সামান্য ঘাস থেকে খাদ্য দেন ,সেটা কি এমনি এমনি ?
উনি সেই ঘাসের উপর আমাদের পরিশ্রম এর ফসল স্বরূপ খাদ্য দেন ।
পৃথিবীতে গৌতম বুদ্ধর মত লোকের দরকার আছে মানলাম ।
কিন্তু একটা বার চিন্তা করেন যদি আমরা সবাই গৌতম বুদ্ধ হয়ে যাই ............
সবাই কাজ কাম বাদ দিয়ে বোধিবৃক্ষের নিচে বসে জ্ঞান সাধনা করবো ।
খাওয়াবে কে ?
আর না খেয়ে কদিন বাচবো ?
সুতরাং ভাইয়া বেশি আজাইরা প্যাচাল পেড়ে নিজের ক্যালরি নস্ট না করে সেটা দিয়ে ভালো কিছু কাজ করেন । নিজের মেধা টাকে কাজে লাগিয়ে প্রত্যক্ষ ভাবে নিজের উন্নয়ন করুন পরোক্ষ ভাবে মানব জাতির উন্নয়ন করুন ।
আল্লাহ তায়ালা যে আপনাকে জান্নাত দিবে তাতেও উনি শর্ত রেখে দিয়েছেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
অমিত বসুনিয়া বলেছেন: জ্ঞান অর্জন কিভাবে করবেন ? যদি না আপনার মাথা কাজ করার মত ক্যালরি থাকে । আল্লাহ ইবাদত করতে বলেছেন সেটা আমিও মানি উনি ইবাদত কারীকে পছন্দ করেন এটাও ঠিক । উনি কি বলেছেন যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দিন রাত ইবাদত করতে ? যদি তাই হত তাহলে উনি আমাদের মধ্যে ক্ষুদা জিনিস টা না দিলেই পারতেন । আমরা শুধু দিনরাত উনার ইবাদত করতাম । আমার ভাষ্য হচ্ছে " জ্ঞান অর্জন অবশ্যই করবেন , ইবাদত অবশ্যই করবেন কিন্তু নিজের রুটি রুজির জন্য পরিশ্রম টাও তো করবেন নাকি "
২| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
নিমগ্ন বলেছেন: হাঃ হাঃ পঃ গেঃ
৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭
দরবেশমুসাফির বলেছেন: রুটি রুজির জন্য পরিশ্রম টাও তো করবেন নাকি।
রুটি রুজি অর্জন করার জ্ঞানটাও তো থাকা লাগবে নাকি?? কৃষিকাজ করে রুটি রুজি আয় করতে চাইলে কৃষিকাজের জ্ঞান লাগবে, শ্রমিক হলে যে কাজ করবেন সেই কাজ করার জ্ঞান থাকতে হবে। নাকি??
এইখানেও জ্ঞান। জ্ঞান ছাড়া কিছুই চলবে না।
আপনি আমার কথার একটি বড় অংশ বুঝেন নি। আপনি নামাজ পড়ার কথা বললেন যা ইবাদত। কিন্তু এই ইবাদাত করতে হলেও ইলম বা জ্ঞান লাগবে।
জ্ঞান ঠিক কাকে বলে আপনি আসলে সেটাই বুঝেন নাই।
০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
অমিত বসুনিয়া বলেছেন: আমি কি এক বার ও বলেছি যে জ্ঞান অর্জন করবেন না ?
হ্যা জ্ঞান অর্জন অবশ্যই করবেন এটা ছাড়া তো চলবে না । সামান্য সুচের মধ্যে সুতা ঢোকানোর জন্য সুতার মাথাটা থুথু দিয়ে ভিজিয়ে সোজা করতে হয় সেটাও জ্ঞান । আমার কথা হচ্ছে সেই জ্ঞান শুধু অর্জনই করলেন কিন্তু সেটা কখনোই প্রয়োগ করলেন না এটা কেমন কথা ভাই ?
এই ধরেন আমি জানি কিভাবে ডাটা কানেক্ট করতে হয় , কিভাবে কোন ব্রাউজার দিয়ে নেট এ ঢুকতে হয় । আমি জানি যে সামু নামে বাংলাদেশে একটা হিউজ বড় ব্লগ প্লাটফর্ম আছে , কিন্তু আমি যদি কোন দিন সেটা না ভিজিট করি তাহলে শুনে কি লাভ হলো ?
৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
মামুন ইসলাম বলেছেন: ব্লগেও দেখছি খেলাধূলা চলছে
০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
অমিত বসুনিয়া বলেছেন: সারা বাংলাদেশে তো এখন খেলাধুলা চলছে । পুরা দেশই তো এখন খেলার মাঠ ।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
প্রামানিক বলেছেন: আল্লাহ তায়ালা যে আপনাকে জান্নাত দিবে তাতেও উনি শর্ত রেখে দিয়েছেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
শর্ত ছাড়া কোন কাজই হয় না।
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
অমিত বসুনিয়া বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
দরবেশমুসাফির বলেছেন: নীতিকথাটা মাথায় প্রসেস করতে আর সেটা মুখ দিয়ে বলতেও ক্যালরি প্রয়োজন
তা ক্যালরি কথাটা কথা থেকে পেলেন?? জ্ঞান সাধনা ছাড়াই মানুষ জেনে গেছে যে ক্যালরি পুষ্টির একক??
উনি আমাদের সামান্য ঘাস থেকে খাদ্য দেন ,সেটা কি এমনি এমনি ? উনি সেই ঘাসের উপর আমাদের পরিশ্রম এর ফসল স্বরূপ খাদ্য দেন ।
ঘাসের উপর পরিশ্রম করলে খাদ্য পাওয়া যায়!!!??? বাহ একেবারে নতুন আবিষ্কার আগে জানা ছিল না।
আচ্ছা ধরলাম ঘাসের উপর পরিশ্রম এর ফসল স্বরূপ খাদ্য পাওয়া যায়। তা এই খাদ্য কিভাবে পেতে হবে তা কি জ্ঞান না??
আল্লাহ তায়ালা যে আপনাকে জান্নাত দিবে তাতেও উনি শর্ত রেখে দিয়েছেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
নামাজ কিভাবে পড়তে হয় সেটা জ্ঞান না???
ইবাদত ( নামাজ রোজা ইত্যাদি উপাসনা ) আর ইলম( জ্ঞান ) কোনটার মূল্য আল্লাহর কাছে উপরে জানেন??
ইলমের।