নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
ভাইয়া / আপুরা আগেই ক্ষমা চাচ্ছি এ ধরনের উজবুক পোস্ট করার জন্য
বইপোকা বা জ্ঞান পিপাসুদের বই পড়া ভালো ভাবেই হচ্ছে এটুকু নিশ্চিত । কেউ বা লেপ মুড়ি দিয়ে শুয়ে মোবাইলে পিডিএফ পড়ছে কেউবা আধাশোয়া হয়ে গলা পর্যন্ত লেপ জড়ায়ে ধরে বই পড়ছে ।
আচ্ছা বক বক বাদ দিলাম ( আমি টপিক বাদে আজাইরাই প্যাচাল পারি )
আজকে পোস্ট টা লিখছি নতুন লেখক দের উদ্দেশ্যে । নতুন অনেকেই লেখালেখি করতেছে
কিন্তু ভালো লেখা কেন জানি চোখে পড়ছে না । আগের সময় এই শরৎ চন্দ্র থেকে হুমায়ুন স্যার পর্যন্ত কোন না কোন ভালো লেখক ছিলোই । কিন্তু এখন কেন জানি উনাদের লেভেলের লেখা আর চোখে পড়ে না । কিন্তু কেন ?
আসুন একটু আমার করা চিন্তাগুলো জেনে নিন
১। আগের যত লেখকই ছিলেন এনারা নিজে তৃতীয় পক্ষ হয়ে উপন্যাস বা গল্প লিখতেন , কিন্তু এখন কার লেখক দের মাঝে সেই জিনিস টা খুজে পাওয়া যায় না ।
২। আগে লেখকরা লিখতেন নিজের জন্য , আর এখন লেখক রা লিখে নিজের নাম ফাটানো এবং বিজনেজ করার জন্য ।
৩। আগের লেখক দের তুলনায় বর্তমান লেখকদের ভাষার প্রয়োগ, ব্যাকারন জ্ঞান , উপমার ব্যাবহার অনেক কম ।
৪।আগের লেখকরা প্রচুর পরিমানে বই পড়তো এবং একজন আরেকজন কে শ্রদ্ধা করত , কিন্তু এখনকার লেখক রা একজন আরেক জনের বদনাম করতেই ব্যাস্ত ।
......................................................................................................
আমাদের এই সাহিত্য সম্পর্কে আমার মন্তব্য
---------------------------------------------------
এনাদের এই লেখাগুলো নিশ্চয় কাগজে মধ্যে থাকতেছে । হয়তো পরবর্তীতে এমন এক যুগ আসবে যেখানে ভাষার চরম হারে বিকৃতি হবে তখন এই বইগুলো পাবে সাহিত্যের মর্যাদা ।
----------------------------------------------------
বিশেষ দ্রষ্টব্যঃ মন্তব্য গুলো একান্তই আমার করা এবং আমার আশে পাশে থাকা কিছু সাহিত্য মনষ্ক ভাই দের করা । তাই ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি ।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
বিপুল পরিমাণ ভালো লেখকের সৃস্টি করবে ব্লগ
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭
অমিত বসুনিয়া বলেছেন: আপনার আকাংখাই যেন সত্যি হয়
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭
দেবজ্যোতিকাজল বলেছেন: রবি ঠাকুরের প্রথম জীবনের কবিতা কেউ পড়তেন না ।
সময় গড়াবে লেখাও পরিবর্তন হবে । যারা শখে লেখে তারা ঝড়ে আসে সাইক্লোনে হাড়িয়ে যায় । যারা জীবন বা জীবিকার জন্য লেখে তারা ভাল-মন্দ মিশিয়ে সারা জীবন লেখে । যারা নেটে থাকে তারা কিন্তু সারা দিনে প্রচুর পড়ে । আগের তুলনায় এখন বেশি সাহিত্য পড়ে ছেলে-মেয়েরা ।