নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০০

শিহরন,
তুমি এসেছিলো শরীরের প্রত্যেকটি স্নায়ুতে,
আমি উত্তেজনায় হারিয়েছি হৃদয়ের কন্ট্রোল ।
তবুও ,
দেই নি হারিয়ে যেতে ,
মস্তিষ্কের সেই সেল গুলো ।
যেগুলোয় ,
আজো তোমার সুখ স্মৃতি অনুরিত হয়,
যখন নিদ্রা পাগল এ পরিশ্রান্ত শরীর ।
যেখানে,
চারপাশ শুধুই অন্ধকার । আর আমি ,
হাতড়ে বেড়াচ্ছি তোমার ছায়া ।
তারপর ,
একরাশ কালো জমাটবাধা অন্ধকার ,
জোর করে ঢুকে পড়ে আমার মনে ।
আমায়,
নিয়ে যায় কোন এক অতল গহবরে
যেখানে শুধু থাকে অসীম হাহাকার
আর,
তোমার দেওয়া সুখস্মৃতি
যেগুলো আজো বাচিয়ে রেখেছে ,
আমার এই আত্মা বিহীন দেহটাকে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক সুন্দর লিখেছেন।
একরাশ ভাল লাগা জানিয়ে গেলাম।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

অমিত বসুনিয়া বলেছেন: আপনাকে এক পশলা ধন্যবাদ দিলাম , সাথে এক হিমালয় দোয়া আবদার করছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.