নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানী ভাই ও বোন দের নিকট কয়েকটি প্রশ্ন । প্লিজ পারলে উত্তর দিয়ে আমাকে সাহায্য করুন ( দয়া করে নাস্তিকের দলে আমাকে ফেলবেন না )

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৪

১। সব কিছুর সৃষ্টি বিগ ব্যাং থেকে । এটা মানেন ? তাহলে আমার প্রশ্ন এই বিগ ব্যাং এ যে বিষ্ফোরন টা হয় সেটা কিসের জন্যে ?
আমরা জানি কোন কিছুই আপনা আপনি হয় না । ফোর্স এর দরকার হয় । এই বিষ্ফোরন এর ফোর্স টা আসলো কোথা থেকে ?

২। পৃথিবীর আদি ধর্ম কি ? আর ধর্মের প্রচলন বা কোথা থেকে ?

৩। ইসলাম শান্তির ধর্ম , তাহলে তারা জিহাদের পথ কেন অবলম্বন করলো ?
খোদা তায়ালা তো চাইলেই উমর এর মত সবার মন বদলে দিতে পারতেন ।

৪। আমরা বলি দাউদ , খ্রিষ্টান রা বলে ডেভিড । আমরা সুলাইমান বলি ওরা বলে সলোমন । কোন টা ঠিক ।

৫। জিশু খ্রিষ্ট কে আমরা বলি ইসা ( আঃ ) । কিন্তু ইসলাম আসার ( মহানবী (সাঃ) কতৃক প্রচারের পুর্বে ) অনেক আগেই উনাকে জিশু খৃষ্ট নামে অভিহিত করা হয়েছে । উনার আসল নাম কি ? আর উনার প্রচার করা ধর্মের নাম কি ?

৬। জঙ্গীবাদ সম্পর্কে ইসলাম কি বলে ?

৭। নাস্তিকতা শব্দের অর্থ কি এই যে " কেউ ধর্ম নিয়ে কোন কোউতহল দেখাতে পারবে না ? "

৮। পৃথিবী মদ খাওয়া হারাম , পরপুরুষ বা নারীর সাথে সঙ্গম হারাম । অথচ জান্নাতে তা অনুমোদন কেন করা হয় ?

৯। জান্নাতে প্রত্যেক পুরুষের জন্য ৭০ টি হুর এবং অসংখ্য গেলমান দেওয়া হবে ( আমার দেওয়া তথ্যে কিছু ভুল ও থাকতে পারে )। তাদের কি উদ্যেশ্যে দেওয়া হবে ?

১০। হেরেম কি ইসলামে জায়েজ ?

১১। মুতা বিবাহ কি জায়েজ ?

১২। বাবা আদম আঃ কি ডাইনোসর যুগের পরে পৃথিবীতে এসেছেন নাকি আগে ?

১৩। ইসলাম কে পুরোপুরি মানলে বিজ্ঞান কে মানা হয় না , আবার বিজ্ঞান কে পুরোপুরি মানলে ধর্মকে পুরোপুরি মানা হয় না । কি করবো ?

আমি কোন খারাপ উদ্যেশ্য থেকে প্রশ্ন গুলো করি নাই । আমি অনেক ছোট একটা ছেলে , সারাক্ষন এই প্রশ্ন গুলো ছোট্ট মাথায় ঘুরপাক খায় তাই সেগুলো জানার জন্য বাংলা ভাষার সেরা জ্ঞানের ভান্ডারে প্রশ্নগুলো করে ফেললাম ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

উরনচণ্ডী বলেছেন: পৃথিবীর আদি ধর্ম ইসলাম। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আঃ হতে নবী করিম সাঃ পর্যন্ত সকলেই এক আল্লাহ-র বানীই প্রচার করে গেছেন। সকল নবী রাসুলই একই কালেমার দাওয়াত দিয়ে গেছেন। যেমন আদম আঃ এর লা ইলাহা ইল্রালাহ আদম শফীউল্রাহ, ইব্রাহীম আঃ এর লা ইলাহা ইল্রালাহ ইব্রাহিম খলিলুল্রাহ, মুসা আঃ এর লা ইলাহা ইল্রালাহ মুসা কালিমুল্রাহ, ইসা আঃ এর লা ইলাহা ইল্রালাহ ইসা রুহুলল্রাহ এবং হযরত মুহাম্মদ সাঃ এর লা ইলাহা ইল্রালাহ মুহাম্মদুর রাসুলুল্রাহ। যেহেতু ইবলিশ মানুষকে পাপের পথে নিয়ে যেতে বদ্ধ পরিকর তাই সে নিজেও কিছু ভেজাল ধর্মমত প্রচার করেছে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

অমিত বসুনিয়া বলেছেন: কোন তথ্য সুত্র দিতে পারবেন ভাইয়া ?

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

মাসূদ রানা বলেছেন: ১/কোথ থেকে আসতে পারে বলে আপনি মনে করেন ?

২/ইসলাম।

৩/খোদা তায়ালা ওমর (র) মত সবার মনে বদলে না দিয়ে কিছু শয়তান রেখে দিয়েছেন, যাতে মুসলিমগণ তাদের বিরুদ্ধে জিহাদ করে অধিক পরিমাণ নেকি হাসিলের সুজোগ পান । মানুষদের মধ্যে যারা অসৎ পথ অবলম্বনকারীদের সৎ পথে নিয়ে আসতে সক্ষম হন, তারা জান্নাত প্রাপ্তির অধিকতর যোগ্যতা অর্জনে সক্ষম বলে বিবেচিত হবেন।

আর "জিহাদ ব্যবস্থা" দান করা হয়েছে অশুভ শক্তিকে দমন করার জন্য ।

৪/স্থানভেদে নবীগণ ভিন্ন ভিন্ন নামে পরিচিত ছিলেন, এতে সমস্যা নাই।

৫/স্থানভেদে নবীগণ ভিন্ন ভিন্ন নামে পরিচিত ছিলেন, এতে সমস্যা নাই। মুসলমানরা ওনাকে হজরত ইশা(আ) নামেই চেনেন। তাঁর প্রচারিত ধর্মের নাম খ্রীষ্ট ধর্ম ।

৬/ জংগীবাদ বলতে কি বুঝিয়েছেন ? জিহাদ নাকি অকারণে মানুষ হত্যা করা নাকি সমাজে বিশৃংখলা তৈরী করা ?

৭/ না ।

৮/ পৃথিবীর মানুষের শরীর সুপাচ্য, নশ্বর। মদ কিংবা নেশাজাত দ্রব্যাদি মানুষকে তার দুনিয়ায় আগমনের মৌলিক উদ্যেশ্য মহান সৃষ্টিকর্তার গোলামীর ব্যপারে উদাসীন করে তোলে। তাই দুনিয়াতে মদ হারাম ।

দুনিয়াতে যেমন পরনারীর/পরপুরুষের সাথে কেমনে কি হারাম, অনুরুপ জান্নাতেও হারাম ।

৯/ আপনের কি মনে হয় মিয়া ?

১০/ + ১১/ না।

১২/ পরে ।

১৩/ আপনি -

-বেশী বেশী পবিত্র কোরআন পাঠ করবেন ।
-বেশী বেশী পবিত্র কোরআন পাঠ করবেন ।
-বেশী বেশী পবিত্র কোরআন পাঠ করবেন ।

বোঝা গেছে ?

১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

অমিত বসুনিয়া বলেছেন: আমার এই প্রশ্ন গুলোর একটার ও উত্তর জানা নাই । এজন্যই পোস্ট দেওয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.