নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
নগ্ন চিঠি - ১
বরাবর,
Tarana Halim mam
মাননীয় প্রতিমন্ত্রী , ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ম্যাডাম,
অটির ( অনলাইন চিঠি) শুরুতে আমার শ্রদ্ধাভরা সালাম নিবেন । আমি বাংলাদেশের এক সাধারন নাগরিকের সাধারন ছেলে । বয়স ২০ ছুই ছুই করছে , যদিও আমার নাগরিক হবার কথা । কিন্তু আপনাদের বদৌলতে তার সূযোগ হয় নাই । কারন নাগরিক হবার জন্য যে কম্পিউটারাইজড কৃত কার্ড মানে জাতীয় পরিচয় পত্র খানা এখনো দেন নাই । যদিও এর জন্য বছরখানেক আগে মুখমন্ডলের ছবি, চার আঙ্গুলের ছাপ এবং আটঘন্টা সময় নিয়েছেন । যাইহোক এইটা মুল কথা না , মুলকথায় আসি ।
আপনি দেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব নেবার পর থেকে তার উন্নতির জন্য সর্বাত্বক চেষ্টা চালাচ্ছেন । যার নমুনা আমার পেয়েছি ২১ দিন ফেসবুক সহ সকল অনলাইন গনযোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখে দেশের ৬০০ কোটি টাকা ক্ষতির মাধ্যমে , যদিও এর মধ্যে আপনার এক মহৎ উদ্দেশ্য লুকিয়ে ছিলো যাহা অনেকেই জানিনা না ।
এরপরে ২০১৫ সালের নভেম্বর এর দিকে আপনি ঘোষনা করলেন দেশের সকল সিম রেজিষ্ট্রেশন করিতে হইবে । আমরাও আপনার কথা মানিয়া তাহা করিলাম । কিন্তু আপনি এতেও খুশি হতে পারলেন না । আবার ঘোষনা দিলেন , বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন করে সব সিম আবার রেজিষ্ট্রেশন করতে হবে ।
ম্যাডাম ঠিক আছে সেটাও করব কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ড খানা আগে দিবেন তো নাকি ?
না দিবেন নাই আগের বারের মতো এবার ও বাপের আইডি খানা দিয়া কাজ চালামু ।
এই গেলো আপনার চাওয়ার কথা , এবার আমার চাওয়ার কথা শুনুন । আপনার সরকার বলছে ,
দেশকে ডিজিটাল করিবার লক্ষ্যে আপনারা লুঙ্গি/প্যান্ট মালকোচা করিয়া নামছেন ।
এর জন্য দেশে থ্রিজি নামক এক অদ্ভুত জিনিসের আগমন ও ঘটাইছেন । কিন্তু একবারও কি জরিপ করে দেখেছেন আপনাদের এই নামে মাত্র থ্রিজি সেবাতে দেশের কতজন মানূষ খুশি ?
দেশের ৭০ % মানূষ এখনো থ্রিজি সেবা পাচ্ছে না অথবা নামেমাত্র থ্রিজি সেবা পাচ্ছে । এমতবস্থায় আপনার কি করা উচিত ?
আচ্ছা আপনার ১ জিবি ইন্টারনেট কতো টাকায় বেচেন ?
২০ টাকা ? আর সিম কোম্পানি গুলো আমাদের কাছ থেকে কত করে নেয় জানেন ?
কেউ ২০০ কেউ আবার ২৫০ টাকা । এইটা কেমন কথা মাম ?
আপনাদের দেওয়া থ্রিজি সেবার কিছু উদাহরন শুনবেন ?
১। শাহরিয়ার শিমুল ভাই রংপুর সিটির প্রানকেন্দ্রে থাকা একজন অনলাইন ওয়ার্কার অথচ যেদিনই উনার বাসায় যাই দেখি থ্রিজি নাই কিংবা থাকলেও আসতেছে আর যাচ্ছে ।
২। আমি গ্রামে গিয়ে কখনোই নেট চালাতে পারি নাই ।
৩। ধুলোমাখা মুখ অরফে আতিক ভাই ৪ তলায় থাকার পরেও ডাটা কেবল লাগিয়ে জানালার বাইরে মডেম ঝুলিয়ে নেট চালান ।
আপনাদের ভিশন হচ্ছে ২১ সালের মধ্যে দেশ ডিজিটাল করে ফেলা । ইন্টারনেট এর এই যুগে উন্নত ইন্টারনেট সেবা ছাড়া কিভাবে সম্ভব ?
আচ্ছা আপনার কি কিছুই করার নাই । আমরা আমজনতা কি সারাজীবন এই ঢেকি মার্কা নেটই চালাবো ?
ওহ , শূনলাম আপনি নাকি দেশে ফোরজি আনতেছেন ?
আমার প্রশ্ন হচ্ছে , যেখানে ম্যাঙ্গো পিপল মানে আমজনতা থ্রিজি সেবাই পায় না সেখানে ফোরজি কি দরকার ?
আসলে সে ফোরজি সেবা কার জন্য ?
যারা এসি ঘরে বসেও আক্ষেপ করে বলে " উহহ কি গরম " তাদের জন্য ?
তাহলে ঠিক আছে , আপনাদের যে নিয়ম কানুন গুলো আছে এইগুলা শুধুমাত্র তাদের জন্যই করেন আমজনতার জন্য নয় ।
অতএব,
ম্যাডাম সমীপে বিনীত নিবেদন এই যে , আপনি দেশের মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গুলো থেকে টাকা খসানোর প্লান বাদ দিয়ে তারা যাতে ভালো সেবা দেয় সেদিকে সজাগ হউন ।
ইনটারনেট সেবার মুল্য কমিয়ে আনুন ।
দেশের অলিগলি , মাঠ , জঙ্গল , পাহার , মদের ঠেক , মাছ বাজার , পান বাজার , পাব্লিক টয়লেট , শুটকির হাট , যাত্রা প্যান্ডেল সর্বত্ব থ্রিজি সেবা নিশ্চিত করুন ।
এটাও নিশ্চিত করুন সেই থ্রিজি যাতে ঢেকির মতো ঘন ঘন আপডাউন না করে ।
ইতি,
আমজনতার পক্ষ থেকে ,
The Titleless Amit ওরফে অমিত বসুনিয়া ।
পুনশ্চঃ প্রশ্নঃ এই চিঠি ৫৭ ধারায় পরে কি ?
২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০০
মোঃ মাকছুদুর রহমান বলেছেন: লেখাটি তারানা হালিমের ফেসবুক পেজে মেসেজ করুন!
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৪
অমিত বসুনিয়া বলেছেন: করেছি
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: অনেক লিখেছেন।
+++