নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

তনু হত্যা ও আমাদের শিক্ষনীয়ঃ কোমরের কাছে থাকা রক্তচাপ কে নিয়ন্ত্রন করুন তনুরা বেচে থাকবে ।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪



কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু ।
নির্মম পৈশাচিকতার নগ্ন শিকার ।
আমিও দু-কথা বলি ,
আমাদের জাতির এই সময়ের দাবি হচ্ছে তনু হত্যার বিচার চাই । খেয়াল করলে দেখবেন খবরের পাতায় কিংবা টেলিভিশনে এরকম হাজার হাজার তনু হত্যার খবর শোনা যাচ্ছে । কিন্তু কেন ?
দোষটা মনে হয় ১৫ আনা আমাদের পুরুষ জাতির । আজকে যে পুরুষ জাতি তনু হত্যার জন্য আন্দোলন করছি কালকে সেই আরেকজন তনুকে শরীর দিয়ে ভক্ষন করছে তা না পারলে চোখ দিয়েই ভক্ষন করছে ।
হে পুরুষ ভাই রা আমার নিজেকে নিয়ন্ত্রন করুন । রাস্তা ঘাটে একটা একেলা মেয়েকে দেখলেই নিম্নাঙ্গের রক্তচাপ বাড়ার কোন দরকার নাই । তাকে কল্পনা করুন নিজের মা কিংবা বোন রুপে । শ্রদ্ধা করুন তাকে , তবেই সম্ভব তনুদের বাচাইতে ।
তনু হত্যার বিচার সম্পন্ন করলেই তনু কে বাচানো সম্ভব না । কিন্তু তারপরেও যেসব লাখ লাখ তনু বেচে আছে , যারা প্রতিনিয়ত বাধ্য হয়ে ঘরের বাইরে পা রাখে এদের আপনি চাইলেই বাচাতে পারেন । শুধু দরকার আপনার একটু খানি সেন্স এবং আত্বনিয়ন্ত্রন ।
আমার মনে হয় এমন কোন পুরুষ নাই যার মধ্যে রাস্তায় একেলা একটা মেয়েকে দেখলে শির শির অনুভুতি হয় না । তার মানে এই না যে আমাকে সেই অনুভুতিতে সাড়া দিতে হবে । মানুষ হউন , নিজেকে নিয়ন্ত্রন করুন তনুকে বাচান ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

বিজন রয় বলেছেন: যে ওগুলো করবে সে আপনার একথাগুলো শুনবে না, শোনে না।

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৩

অমিত বসুনিয়া বলেছেন: আপনার কথা ঠিক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.