নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

একটি মুত্রখানার গল্প ( রুপক গল্প লিখিবার চেস্টা )

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১



মওদুদ সাহেব নতুন ছয়তলা বাড়ি করছেন । দেয়ালগুলো নতুন চুনকাম করাতে চক চক করছে । ঠিক সেইভাবে বাড়ির পাচিল গুলোও তুলেছেন । সেই বাড়িবাড়ির পাশ দিয়ে চলে গেছে সরু গলি । সেই সরু গলি দিয়া পাশের মহল্লার লোকজন শর্টকাটে যাতায়াত করে ।
পাশের মহল্লার বখাইট্টা পোলা রাজু একদিন নেশা করে এসে এই গলি দিয়ে যাচ্ছিলো হঠাৎ তার প্রশাবের চাপ উঠে । মাতাল রাজু কোনদিকে খেয়াল না করে মওদুদ সাহেবের চকচক করা দেয়াল খানা নিজের মুত্র দিয়ে ভিজিয়ে দিয়ে টলতে টলতে চলে গেলো ।
পরের দিন সকালে আবু বক্কর এই গলি দিয়া মহল্লায় যাচ্ছিল হঠাৎ তাকেও প্রকৃতি ডাক দেয় সে দেখে দেয়ালের এক জায়গায় ভিজা । সে বুঝতে পারে কেন । তাই সেও চারিদিক এক বার দেখে সেইখানেই নিজের কাজ সেড়ে নিলো ।
এরপরের কয়েকদিনের মধ্যে ঐ ভিজা জায়গার প্রশস্ততা ধীরে ধীরে বাড়তে থাকে এবং সেখান থেকে প্রাকৃতিক সুগন্ধ আশে পাশে ছড়াইতে থাকে । সময়ের বিবর্তনে সেটা ছয়তলায় গিয়ে মওদুদ সাহেবের নাকে গিয়ে পৌঁছায় । ঘরে দামি এয়ারফ্রেশ্নার লাগানো থাকলেও এই গন্ধ চিনতে এক্টুকুও ভুল করে নাই মওদুদ সাহেব কারন এক কালে সেতার কিশোর বয়সের প্রেমিকার বাড়িতে এমন গন্ধের সু ব্যাবস্থা করেছিল।
যাইহোক পরের দিন সে ঘটনার সত্যতা নিশ্চিত করতে গিয়ে দেখেন আসলেই তার বাড়ির প্রাচীর দেয়াল এখন একটা মুত্র খানা । কারন তখনো রাস্তার পাশের পানের দোকানদার আবুল কাশেম চোখ দুইটা বন্ধ করে প্রশান্তির সাথে মওদুদ সাহেবের দেয়াল ভিজাচ্ছিল । মওদুদ সাহেব ঠিক করলেন সে এই জায়গায় একটা সাইনবোর্ড লাগাবে ।
পরের দিন সে বাজার থেকে সাইনবোর্ড বানিয়ে এনে সাথে একটা হাতুরি আর পেড়েক নিয়ে একাই লাগাতে আসলেন ।
কাকতালীয় ভাবে তার প্রচন্ড বেগে প্রশাব পেয়ে গেলো । কিন্তু কিছুক্ষন আগেও বাসায় থাকাকালে কোন চাপই ছিলো না । উপায় না দেখে চারিদিকে ভাল করে পর্যবেক্ষন করে নিজের দেয়াল নিজেই ভেজালেন ।
এরপর হাতে সাইনবোর্ড খানা নিয়ে সেখানে লাগিয়ে দিলেন , " এখানে প্রসাব করা নিষেধ " ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

বিজন রয় বলেছেন: হা হা হা
হহা হা হা হা

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

অমিত বসুনিয়া বলেছেন: হেহেহেহে

২| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

গোধুলী রঙ বলেছেন: ঠেকানোর জন্য থ্রি ইডিয়টস ছিনেমার র‍্যাঞ্চোর বুদ্ধি এপ্লাই করা যায়।

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

অমিত বসুনিয়া বলেছেন: ইলেক্ট্রিক এর সুইচ যে আপনার হাতে নাই

৩| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৩

প্রামানিক বলেছেন: হা হা দারুণ!

২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৯

অমিত বসুনিয়া বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.