নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
পরশুদিন এক দোকানে বসে চা খাচ্ছিলাম ।
সাথে ছিলো আমার এক বাল্য বন্ধু , তাকে কইলাম দোস্ত ব্যাবসা করা যায় কি ব্যাবসা করি বলতো ।
সে বললো , ধর্ম ব্যাবসা ।
আমার তো চক্ষু আকাশে সীমানা ছাড়িয়ে ৬ ষ্ঠ আসমানে উঠে গেছে । আমি বললাম কি বলিস এইটা ?
সে বললো , ধর্ম ব্যাবসা এমন এক ব্যাবসা যেখানে তোর ইনভেস্টমেন্ট হচ্ছে আবাল মানুষ গুলোর ইমোশন । যতদিন সেটার সদ্বব্যাবহার করতে পারবি ততদিন তুই সারাজীবন খেয়ে পড়ে সম্রাট সাহাজাহান হয়ে বাচতে পারবি ।
তার কথা শুনে আমার তো পুরাই টাশকি টাইপের অবস্থা । আমি বাসায় এসে বিছানায় শুয়ে চিন্তা করলাম । চিন্তা করে তার কথার সত্যতার প্রমান করার চেস্টা করলাম । চলুন বাংলাদেশ এর বর্তমান প্রেক্ষাপটে সেগুলো আলোচনা করি ।
১। রাষ্ট্রধর্ম ইসলাম ।
কয়েক দিন আগে ফেসবুক নিউজ চ্যানেল ব্লা ব্লা ব্লা তে ভর্তি মুসলমান ভাই বোনদের আন্দোলন । রাষ্টধর্ম ইসলাম বাতিল করা যাবে না। আমার প্রশ্ন ক্যান ভাই বাতিল করলে আপনার সমস্যা কই ?
দেশ কি প্রতিদিন আল্লাহ আল্লাহ ডাকে ?
দেশ আছে দেশের জায়গায় আপনি মুসলিম আছেন আপনার জায়গায় । কেউ কি আপনার মসজিদ ভেঙ্গে দিয়েছে ? কেউ কি আপনাকে বলেছে যে রাষ্ট্র ধর্ম পরিবর্তন মানেই দেশে আর ইসলাম ধর্ম পালন করা যাবে না । করলেই ৩০২/১ ধারায় সরাসরি ফাঁসি ।
তাহলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ম্যাম সবার আগেই ফাঁসিতে ঝুলতেন , কারন তিনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন ।
কাগজের লেখা কয়েকটি লাইনের মাধ্যমেই যদি একটা ধর্ম নস্যাৎ করা যায় তাহলে সেটাকে ধর্ম কেমন করে বলি বলেন ?
এই লোকগুলোর লাফালাফি দেখে মনে হচ্ছে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিলেই দেশ থেকে ইসলাম উঠে যাবে । তাদের কে বলছি ধর্ম কোন কাগজের লেখা একটা দলিল না । এটা হচ্ছে একটা বিশ্বাস , একটা শক্তি , একটা শ্রদ্ধার অসীম বস্তু , একটা ভালোবাসা সাগরের নাম । যেটা হৃদয় থেকে পালন করতে হয় । বাইরের লোককে দেখিয়ে দেখিয়ে আমিন আমিন আল্লাহ আল্লাহ বলে চিল্লা ফাল্লা করে নয় ।
যে তথাকথিত লোকগুলো এইসব করছেন আমি বলব এরা মুসলিম না , এরা হচ্ছে ইসলামের আসল শত্রু । এরা আরবি ভাষায় লেখা প্রেমিকার নিকট অশ্লীল প্রেমপত্রকেও আল্লাহর কালাম ভেবে ঘরে বাধাই করে টাঙ্গিয়ে রাখতে দ্বিধা করে না । আসলে সেখানে কি লেখা আছে সেটা জানার কোন দরকার নাই । আরবি ভাষা তো তাতেই চলবে ।
২। অন্য ধর্মের মানুষকে গালি
ধরেন একটা বিধর্মী চোর চুরি করেছে ,আপনি তার বিপরীত ধর্মের বিজ্ঞ লোক । কেউ যদি আপনাকে খবর দেয় সে কথা আপনি বললেন , " মাদারচুদ বেজন্মার বাচ্চাটাকে ধর সালা নাস্তিক , সালা বেধর্মী । "
ব্যাপার টা কেমন দ্বাড়াল ?
সে হোক না বেধর্মী , হোক না অপরাধী , তাই বলে আপনার ধর্ম কি আপনার গালি দিতে বলেছে ?
কোন ধর্ম গ্রন্থে লেখা আছে যে গালি দেওয়া নিষিদ্ধ নয় ?
নাকি এরকম কিছু লেখা আছে যে এমনিতেই কেউ গালি দিতে পারবে না কিন্তু কেউ অপরাধ করলে তার জাত পাত উদ্ধার করে গালি দেওয়া জায়েজ ।
জানি আপনি কথাটা মানবেন না , কিন্তু একবার স্মৃতির প্রকষ্টে হাতড়ে দেখেন আপনি সেটাই করেছেন ।
তাহলে আপনাকে কি বলা যায় ?
থাক আমি আর গালি দিলাম না । তবে হ্যা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গালীটা আপনাকে উপহার দিলাম ।
৩। সোশ্যাল মিডিয়া ভিত্তিক ধর্ম
হাহাহা । ব্যাপার টা নিয়ে লিখতে গিয়েই আমার কেমন জানি পেট ফেটে হাসি বের হচ্ছে ।
সোশ্যাল মিডিয়া ( যেমন ফেসবুক ) কয়েক টা স্ট্যাটাস ,
" মুমিন বান্দা হলে কমেন্ট করুন , আল্লাহ এক কথাটা আপনি মানেন ? "
দেখা যায় যে ছেলেটা সেই স্ট্যাটাস এ কমেন্ট করলো রাইট / সত্য, মানি এই ধরনের কিছু তার ব্রাউজারের অন্য ট্যাবে কোন চটি কিংবা পর্ন ভিডিও ওপেন করা । ( প্রমানিত )
৪। নও ধর্মপ্রেমী ।
আজকাল অনেক কেই দেখি আমার আল্লাহ বলেছেন অমুক করতে তমুক করতে । অথচ এ কথার সত্যতা খুজতে গিয়ে আমার হয়রান হবার অবস্থা । তাদের মত একজন আমাকে বলেছিলো , আল্লাহ বলেছেন , অমুক করতে ।
আমি বলেছিলাম তাই নাকি , তো কোথায় লেখা আছে ? নাকি তোর স্বপ্নে এসে বলেছে ।
সে বললো আমি অন্যের কাছে শুনেছি ।
অথচ খুজে দেখলে দেখা যাবে , ছেলেটার ধর্ম জ্ঞান বলতে প্রাইমারী থেকে মাধ্যমিক পর্যন্ত ধর্ম বইয়ের মাঝেই সীমাবদ্ধ ।
এই সব মানুষরা জেনেশুনে পাপ করতেছে । আল্লাহর নামে মিথ্যা কোন বাণী চালিয়ে দেওয়াটা নিশ্চয়ই কোন ভালো কাজ না ।
পরিশিষ্টঃ দেখেন ভাই ধর্ম আপনার নিজের মনের সম্পত্তি । এটাকে কেউ হস্থক্ষেপ করতে পারবে না । আর ধর্ম নিয়ে উলটাপাল্টা কিছু বলার আগে ভালো করে ধর্ম টাকে জেনে নিন । অযথা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যাইয়েন না। কে জানে বাড়াবাড়ি করতে গিয়ে আপনি সেই ধর্ম কেই পচাচ্ছেন । কিংবা কোন মিথাচার করে বেড়াচ্ছেন ।
আপনাদের এইসব আজাইরা ধার্মিক দের শ্রদ্ধা নামক কন্টক গুলো গিয়ে বিধতেছে ধর্মের বুকে । ধীরে ধীরে ফুটো হয়ে যাচ্ছে ধর্ম ।
আপনাদের কারনেই ধর্ম এখন মুমুর্ষ । ধর্মকে বাচান ধর্ম কে জানুন ধর্মকে মন থেকে শ্রদ্ধা করুন , মন থেকে পালন করুন । লোক দেখানো ধার্মিক হবার কোন দরকার নাই । এর চেয়ে নাস্তিক রাই ভালো ।
কারন ইসলাম ধর্মে আছে , " কাফির এর চেয়ে মুনাফিক ভয়ংকর " ।
কাফির তারাই যারা প্রকাশ্যে ধর্ম কে অস্বীকার করে । মুনাফিক তারাই যারা প্রকাশ্যে ধর্মের গুনগান গায় আর গোপনে ধর্মের নামে গালিগালাজ করে ।
এক বার ভেবে দেখেন আপনি কি সেসবের দল পড়তেছেন নাকি ? !!!
বিঃদ্রঃ আমি একজন মুসলিম ছেলে । আমি নাস্তিক দের দলের কেউ না । কিন্তু কোন আবাল টাইপের মুসলমান ও না ।
ধর্ম কে দেখানোর জন্য না , নিজের জন্য পালন করি ।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭
অমিত বসুনিয়া বলেছেন: কোন সমস্যা নাই ,আবার না থাকলেও বা কি সমস্যা ?
২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২২
সাইলেন্ট জোন বলেছেন: আগে নিজেকে চেঞ্জ করেন তাহলেই সবাই বদলাবে। কেউ বাতিলকারির বিপক্ষে বকাবকি করতেছে, আপনি আবার তাদের বিপক্ষে. .,,,,,,,, নিজে চুপথেকে ধর্মের কাজ করেন সবাই তাই করবে,,,,,,,,, যেটা আছে সেটাতো আছেই, চেঞ্জ এর মাথা কেন?
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৭
অমিত বসুনিয়া বলেছেন: চুপ করেই ছিলাম , এখন আতেল টাইপ পোস্ট টা হুট করেই লিখে ফেললাম ।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫২
সাইলেন্ট জোন বলেছেন: এমন কাজ করে যাতে অন্যরা ইমপ্রেস হয়ে আপনার মতো চলে। আর আপনি গুটিবাজি করলে অন্যের কাছে এটাইই পাবেন। :-p সো ওয়েল ইউর ওন ম্যাসিন। ভালো থাকবেন,,,,,,,,
৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৪
বিজন রয় বলেছেন: ধৈর্য্য ধরেন অমিত।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩
অমিত বসুনিয়া বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫২
দার্শনিকের ভুত বলেছেন: রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে সমস্যা কোথায়?