নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

তুমি সাথে থাকবে ? - অমিত

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০


গেছো যখন চলে তখন আরো দূরে সরে যাও ,
মন নামক ছোট্ট খাচাটায় ফেলে রাখা পালক টিও সাথে নিয়ে যাও
আমি তখনি ছিলাম এখনো আছি আর থাকবই
তুমি থাকবে কিনা সেটা তুমিই ভালো জানো
গোধুলির বিকেলে আমি কাশবনে এসে বসবই
ভেজা ঘাসে বসে শুন্যে তাকিয়ে আমি সিগারেট ফুকবো
তুমি বসবে কিনা তুমিই জানো
বৃষ্টিস্নাত রাতে আমি বাইরে হাটতে বেরবো
সাথে থাকবে স্ট্রিট ল্যাম্পের আলো আর ক্লান্ত পথ
তুমি সাথে থাকবে কিনা তুমিই জানো
কাকডাকা শীতের ভোরে আমি রোদের অপেক্ষা করবো
সুর্য এসে আমাকে ধুয়ে দিবে তার সোনালী ভালোবাসায়
তুমি সাথে থাকবে কিনা তুমিই জানো
লোডশেডিং এর সময় মোমবাতির আলোয়
আমি তোমার স্মৃতি রোমন্থন করবো
জানি তুমি তখন আমার পাশে থাকবে না
আমার এই ক্লিষ্ট হাতে তোমার নরম হাতের ছোয়া দিবে না
আমার এই কাষ্ট বুকে তোমার ঐ পুস্ট মাথা রাখবে না
আমার এই কোলবালিশ টাকে কখনোই দূরে ছুড়ে দিবে না
আমি তারপরেও তোমায় পাশে রাখবো
হয়তো বাস্তবে নয় আমার পুরো কল্পনায়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.