নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

বইপোকাদের জন্য সুখবর আনলেন বইহাট পরিবার

০২ রা জুন, ২০১৬ রাত ১০:২৮



বইহাট কি ?
দেশের সর্বপ্রথম বই কেনাবেচার মার্কেট প্লেস হচ্ছে " বইহাট" ।
আপনি অবশ্যই বলতে পারেন রকমারি তো আছেই এটার কি প্রয়োজন ?আপনার কথাটা ঠিক আবার ঠিক না । একটু ১ম লাইনটা আবার ভালো করে পড়ে নিন ।

" বইহাট" হচ্ছে বই কেনাবেচার মার্কেটপ্লেস।

রকমারিতে শুধুমাত্র বই কেনা যায় কিন্তু একজন সাধারন ব্যাবহারকারী হিসেবে বই বিক্রি করতে পারবেন না ।
বইহাট হচ্ছে আপনার জন্য এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি আপনার বই বিক্রয় করতে পারবেন এবং এখান থেকে পছন্দের বই কিনতেও পারবেন ।

কিভাবে বইহাট থেকে বই কিনবেন ?

প্রথমে আপনার পছন্দের বইটি সিলেক্ট করুন তারপর তার নামে ক্লিক করুন , দেখবেন বইটির সম্পর্কে কিছু বর্ণনা পেয়ে যাবেন । সেখানে ভালো করে লক্ষ্য করুন বিক্রেতার নাম , ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে । সেখান থেকে আপনার পছন্দসই উপায়ে বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন আর বইটি কিনে নিন ।

বইহাটে কি ধরনের বই পাওয়া যায় ?

বইহাটে নতুন পুরাতন সবধরনের বইই পাওয়া যায় । এখানে একজন প্রকাশক থেকে শুরু করে একজন পাঠক পর্যন্ত একজন বিক্রেতা হিসেবে বই বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতে পারেন ।

বইহাটে বইয়ের মুল্য ?

বইয়ের মুল্য নির্ভর করবে বইহাটে বিজ্ঞাপন দেওয়া বিক্রেতার উপর । তবে হ্যা যেহেতু আমরা অন্য অন্য অনলাইন বুক শপের মত কোন কমিশন গ্রহন করি না , আশাকরি আপনার অন্য বুক শপ গুলোর চেয়ে কম দামেই বই পেয়ে যাবেন ।

বিঃদ্রঃ যেহেতু সামু লিঙ্ক গ্রহন সমর্থন করে না তাই দিলাম না । আপনি চাইলে বইহাট লিখে গুগলে সার্চ দিয়ে ওয়েবসাইট টি পেয়ে যাবেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.