নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

হাসিবের কারাবাস ( সুচনা পর্ব )

১২ ই জুন, ২০১৬ রাত ১০:১৮

ঢাকায় ইদানিং ফ্লাইওভারের কোন অভাব নাই ।
যাত্রাবাড়ি ফ্লাইওভারে পা ঝুলিয়ে হাতের ফোনটা অসতর্কভাবে নাচাচ্ছে । ইদানিং এটা হাসিবের রোজকার অভ্যেস হয়ে গেছে । সে না চাইলেও সন্ধার আগে এই ফ্লাইওভারে এসে পড়ে । ব্যাপারটা অনেকটা গোলকধাঁধার মত হয়ে গেছে । সে কোথায় যায় যাক ঠিক সন্ধামুহুর্তে এই যাত্রাবাড়ি ফ্লাইওভারে এসে পরে যায় । ফ্লাইওভারে বসে পা ঝুলিয়ে ফোনটা নাচাতে থাকবে , এই সময় ফোনে বাজবে পরিচিত কোন গান । তবে বেশিরভাগ সময়ই অনিকেত প্রান্তর গানটাই বাজে । হাসিব মাঝে মাঝে এই একা ফ্লাইওভারটাকেই অনিকেত প্রান্তর হিসেবে কল্পনা করে একটু সেই জায়গাটা অনুভব করার চেস্টা করে। কিন্তু সবসময় কোন পুলিশ এসে এর মাঝে বাগড়া দেয় । আজকেও হাসিব একই কাজ করতেছিল । হঠাৎ পেছন থেকে একটা কাট্টাখোট্টা আওয়াজ , এই যে ভাই এইখানে কি করেন ।
হাসিব বললো - ভাই অনেকদিন তারা গুনিনা ভাবছি এইখানে বসে বসে তারা গুনবো ।
- তারা গুনবেন তাইলে খোলা মাঠে গিয়া গুনেন এইখানে কি মিয়া ।
- এইখানে আপনারা আসবেন , তারপর আমার ফোন মানিব্যাগ চাইবেন । এরপর আমি এইগুলা সব দিয়া দিবো । তারপর যাবো খোলা মাঠ ।
- মিয়া মশকারি করেন আমার লগে আমাকে চিনেন ?
- হুম্ম ভাই , আমার সালাসমন্ধি কেউ নাই তো ঐজন্য আমি এইখানে বসে বসে সব লোকের সাথে মশকরা করি । সবার সাথে না যে লোকগুলা আমার সাথে কথা বলতে তাদের লগে করি । আপনি কে ভাই ?
- আমি কানকাটা মুরাদ ।
- ওহ আমি বাশফাটা হাসিব । আমি যখন মানুষরে হাসানো শুরু করি তখন তাদের হাসির শব্দে আশেপাশের বাশ ফেটে যায় ।
হঠাৎ কানকাটা মুরাদ সাগরেদ একটা বাংলা ক্ষুর বের করে সামনে ধরলো । মিয়া ওস্তাদের লগে ফাজলামি করেন । এইটারে চিনেন ?
- দেখে তো মনে হচ্ছে ধোলাইখালের ভাঙ্গারী দোকান থেকে কিনছেন । নিউমার্কেটের পেছনের গলিতে যান এর চেয়ে কোটি গুন ভালো জিনিস পাবেন ।
হঠাৎ বামপাশ থেকে দুইটা পুলিশ পান খেতে খেতে আসতেছিল । একটার ভুড়ি অনেকটা সরকার দলীয় নেতাদের মত বিশাল সাইজের আরেক্টার সাইজ কক্সবাজারের শুটকি মাছের মত । দেখেই বুঝা যায় একটার ইদানিং খুব হাতকামাই হচ্ছে । ওদের আসতে দেখে কানকাটা মুরাদ তার সাগরেদ সহ দৌড় দিলো । পুলিশের মনে হয় দৌড়ানি রোগ আছে , তারাও কানকাটা মুরাদের পেছন পেছন দৌড় দিলো । হাসিব একটা বেনসন এন্ড হেজেস ব্লু গোল্ড ঠোটে ধরিয়ে আবার ফ্লাইওভারে পা ঝুলিয়ে গান ছেড়ে দিলো ,
তবু এই দেয়ালের শরীরে যত ছেড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ ।
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদভাসিত আলোড়ন
আকাশের.....................

চলবে ......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.