নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

গ্রামীনফোনঃ একটি মলম বিক্রেতা কোম্পানীর গল্প

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৩


রাস্তায় রাস্তায় মাঝে মাঝে কিছু লোককে দেখা যায় । টানা আধাঘন্টা লেকচার দেয়, “ আপনার কি চুলকানী? , আপনার কি বিশেষ অঙ্গে খাউজ ? আপনি কি দাদ হইছে ?তাইলে আজ থেকেই ব্যাবহার করেন আমাদের এই পাগলা মলম । আমি ১০০% গ্যারান্টি দিয়া বলতেছি , আপনার দাদ , খোসপাঁচড়া , খাউজানি, চুলকানী ২৪ ঘন্টার মধ্যে নাই হয়ে যাবে ”
হাহাহাহাহা ওকে অনেক বললাম , এখন আসল কথায় আসি ।
গ্রামীনফোন যে কতো ভালোমানের মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার সেটা নিশ্চয় বিশেষণ দিয়ে বলতে হবে না?
তাদের ব্যাবহার অনেকটা ঐ মলম বিক্রেতার মত ।
কেমন করে ? একটা ঘটনা শেয়ার করি-
পরশুদিন আমাকে ১২১ তে এক সুন্দরী সুমিষ্ট কন্ঠের মেয়ে ফোন দিলো । এমনিতেই আমার ফোনে তেমন মেয়ে মানুষের ফোন আসে না । আমি হেব্বী পার্ট নিয়ে কথা বলা শুরু করলাম । সে বলল ,
স্যার আপনার জন্য আমাদের জিপি থেকে বিশেষ অফার এসেছে , এটা শুধুমাত্র আপনার জন্য ।
আমি একটু পুলকিত হয়ে বললাম , জ্বি বলেন কি অফার ।
সে বললো , শুধুমাত্র আপনার জন্য ১ জিবি ইন্টারনেট এখন মাত্র ১৪৯ টাকা যেখানে আপনাকে সাধারন প্যাকে কিনতে গেলে আড়াইশ টাকার মত লাগবে ।
আমি তো পুরাই থ !
কারন ঠিক সেই সময়ই তারা এক জিবি ইন্টারনেট মাত্র ৮৯ টাকায় দিচ্ছিল । ইচ্ছা করছিল মোবাইলের ভেতরে ঢুকে তাদের একটা মিঃ ম্যাঙ্গো খাওয়াই ।
আচ্ছা যেখানে আপনি এক জিবি ৮৯ টাকায় পাচ্ছেন , সেখানে কেন ১৪৯ টাকায় কিনবেন ? কুত্তায় কি দৌড়ানি দিছে যে মানুষ এই অফার ইউজ করবে ?
তার উপর এই অফারটি তারা আপনাকে ফোন করে করে বলে দিচ্ছে । ঠিক যেমনটা মলম বিক্রেতারা করে ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাইট্ট্যা ছিল্ল্যা লবন লাগাইয়া দেন।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৭

অমিত বসুনিয়া বলেছেন: তাও শান্তি মেলে না ।

২| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪১

সুমন কর বলেছেন: নেটওয়ার্কের জন্যই ওদের ব্যবহার করা হয় !!!! অন্য কিছুর জন্য নয় !

৩| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৫

মেটাফেজ বলেছেন: হি হি B-)

১৩ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৭

অমিত বসুনিয়া বলেছেন: হেহেহে

৪| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৯

মো: ফিরোজ কবির বলেছেন: ভাই আপনি না জেনেই পোস্টটি দিয়েছেন,কারণ ৮৯ টাকায় ১ জিবি ডেটা পাওয়ার কথা যেটা বলছেন,সেইটার মেয়াদ মাত্র ৭ দিন। আর আপনি ১৪৯ টাকায় ১ জিবি অফারের যে ডেটা পেয়েছেন,ঐটার মেয়াদকাল ২৮ দিন। উল্লেখ্য যে, ১ জিবি ২৮ দিনের ডেটার প্রকৃত দাম ২৭৫ টাকা। সেই হিসেবে,ওরা আপনাকে ভুয়া অফার দেয়নি।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৬

অমিত বসুনিয়া বলেছেন: এক জিবি নেট চালাতে ৭ দিনই যথেষ্ট

৫| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৬

মোস্তফা সোহেল বলেছেন: ফোন কম্পানি গুলাতো সবই হারামি

৬| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৩০

ভ্রমরের ডানা বলেছেন:
ইউজড করা সিম ভেঙে ফেলেন।

১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:২২

অমিত বসুনিয়া বলেছেন: তাহলে আব্বু/আম্মু আমার হাড্ডি ভাংবে . :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.