নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

লাগ ভেলকি লাগ - আয়নাবাজি । গানের কথা ও তার খন্ডন

০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:২৫

সবার আগে এই লিরিক টা পদিলাম

এ কেমন আয়নাবাজি
কে কাস্টমার কে মাঝি?

মেলে নাকো অংক কারো
যাহাই চৌদ্দ তাহাই তেরো।

লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
জীবন নামের এই ছবিতে
দুঃখ-সুখের নেই ফারাক।

লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
দিনের ভেতর রাত ঢুকে যায়
ঘোর লাগা চোখ লাগবে তাক।

জেন্টেলম্যান ফকির প্রজা
এক ইশারায় বদলে রাজা

এক পলকে হায়রে হায়
কার ভূমিকায় কে চলে যায়?

লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ! (২)

অদলবদল চলে
কীভাবে হিসাব মেলে?

কে মুখ আর কে মুখোশ
কে কথা কে যে বলে?

আমরা কেন ডুবতে থাকি
ফুর্তি ভরা কাদার বাঁকে?

প্রশ্নবাণে বিদ্ধ ছবি
আঁকেরে কে আঁকে?

লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
জীবন নামের এই ছবিতে দুঃখ-সুখের নেই ফারাক।

লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
দিনের ভেতর রাত ঢুকে যায়


আসলে এখানে কি বুঝাতে চেয়েছেন ?
আমার কাছে মনে হয়েছে এই বর্তমান সমাজের ভেলকিবাজিকেই উল্লেখ করেছেন ।
এই গান টার পরতে পরতে লুকিয়ে আছে দেশের বর্তমান সমাজের চরিত্র ।

এরকমই একটা ভিডিও পেলাম এই গান টার উপর ।
আপনারাই দেখে নিন গান টার মানে ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫০

গেম চেঞ্জার বলেছেন: একদম!! হলে বসে এটাই অনুভব করতে হবে আয়নাবাজি দেখলে!

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪

অমিত বসুনিয়া বলেছেন: :)

২| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন:
ভিডিওটা যে বানিয়েছে খারাপ করেনি।
গানটা আসলেই আমার বেশ ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.