নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

ফ্রিল্যান্সিং করতে চান ? নিচের তথ্যগুলো আশাকরি আপনাকে সাহায্য করবে ।

০৩ রা জুন, ২০১৭ রাত ১:২১

নতুন যারা ফ্রিল্যান্সিং করতে চান বা বা করতেছেন তাদের জন্য কিছু কথা ...
এ কথাগুলো আমার নয়। আমার দেখা কিছু সফল মানুষদের উপর ভিত্তি করে বলা।



১। ফ্রিল্যান্সিং কি ?

ফ্রিল্যান্স শব্দের অর্থ হচ্ছে মুক্তপেশা . সো ফ্রিল্যান্সিং মানে দাঁড়াচ্ছে এমন একটা পেশা যেখানে আপনি কারো বাধ্যগত নন। আপনার ইচ্ছার উপর আপনার কাজ নির্ভর করবে। উদাহরণ হিসেবে বলতে পারি কোন ক্লায়েন্ট আপনাকে বললো, " তুমি কি আমার ওয়েবসাইট ডিজাইন করে দিবা "
আপনি ইচ্ছা হলে হ্যা অথবা না যেকোন একটা বলে দিতে পারেন । সে আপনার উপর কোনরুপ ফোর্স করতে পারবে না । এটাই ফ্রিল্যান্সিং ...
আমরা মুলত এর অনলাইন ভার্সনটাকেই ফ্রিল্যান্সিং হিসেবে জানি বা মানি ।

২। ফ্রিল্যান্সার কেন হবেন বা কার জন্য ?

ফ্রিল্যান্সার হবার পেছনে প্রধান কারন এর এর নামের পেছনেই লুকায়িত। এই যে বললাম আপনি কারো বাধ্যগত নন। জন্মগত ভাবেই প্রতিটি মানুষই চায় না কেউ তার উপর কতৃত্ব স্থাপন করুক। সে হিসেবে বলা যায় আপনিও চান না।
এইসব কারনেই আপনি ফ্রিল্যান্সার হবেন।
কার জন্য ?
ফ্রিল্যান্সিং জগতে প্রধান শক্তি হচ্ছে স্কিল। এখানে বিসিএস এর সার্টিফিকেট কিংবা CGPA 4 নিয়ে CSE তে MSc করলেই জব পাবেন এমন না। এখানে জব পাবেন আপনার স্কিলের উপর।
এ জগতে যার স্কিল যত বেশী সে তত ভালোমানের ফ্রিল্যান্সার ।

৩। ফ্রিল্যান্সার হতে গেলে কি করতে হবে ?

অনেককিছুর সমন্বয়ে একজন ফ্রিল্যান্সার হওয়া যায়। আসেন এক এক করে সবগুলা explore করি ।

ক) English এ ভালো জ্ঞানঃ ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা । আপনাকে একজন ভালো ফ্রিল্যান্সার হতে হলে অবশ্যই ভালো ইংলিশ জানতে হতে। ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনাকে বাহিরের দেশের অনেকের সাথে কথা বলা লাগবে, অনেক বাহিরের ব্লগ পড়তে হবে, অনেক মার্কেটপ্লেসে জয়েন থাকতে হবে।
এসব করতে গেলে বাংলা ভাষা জানলে চলবে না । ইংলিশ অবশ্যই জানতে হবে।

খ) স্কিলঃ হ্যা এবার আপনাকে যা অর্জন করতে হবে তা হলো স্কিল। এই স্কিল মানে হচ্ছে আপনার ধানের ক্ষেতে মই দেওয়া স্কিল না । অনলাইন এ কাজ করার মত স্কিল। আপনি কম্পিউটার ওপেন করতে পারেন এটা কোন স্কিল না। কম্পিউটারের সাহায্যে নতুন কিছু তৈরী করতে পারেন সেটাই স্কিল।
যেমন ধরেন কোন গ্রাফিকাল ওয়ার্ক, কোন অ্যাপ বানানো, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ব্লা ব্লা ব্লা ।

আপনি কি করবেন ?
সর্বপ্রথম আপনি সিলেক্ট করবেন আপনি কি হতে চান ?
একজন গ্রাফিক্স ডিজাইনার, ওয়েবডিজাইনার,প্রোগ্রামার,ইন্টারনেট মার্কেটার নাকি অন্যকিছু ...
প্রথমে সেটা সিলেক্ট করুন । তারপর সেটা সম্পর্কে যত পারেন খোজখবর নেন। দেখা গেলো এমন একটা স্কিল আপনি আর্ন করলেন সেটার দর আলু পটলের মত। সবখানেই পাওয়া যায়। এরকম না করে কিছু স্পেসিফিক ভালো স্কিল গ্যাদার করুন ।
এখানে কিছু প্রশ্ন থেকেই যায়,
কিভাবে স্কিল অর্জন করবেন ?
প্রথমত দেশে ভালো কিছু ট্রেনিং সেন্টার আছে সেখানে যেতে পারেন। তারা কিছু পারুক আপনাকে দিবে। সেটুকু নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে ভালো। আর আপনি যদি ভাবেন আরো কিছু দরকার তাহলে অনলাইনে সার্চ করেন । ইউটিউব/ব্লগ/ফোরাম ভালোভাবে ঘাটাঘাটি করেন। আমি হলফ করে বলতে পারি এগুলো আপনার জ্ঞান বাড়াতে সাহায্য করবে।

গ) স্কিল তো হলো এবার ?

এবার সেই স্কিল কে কাজে লাগিয়ে কিছু তৈরী করুন। সেটাকে নিজের পোর্টফোলিও হিসেবে কাজে লাগান। অনলাইন মার্কেটপ্লেসে জয়েন করুন। সেখানে নিজের করা কাজগুলো শো করুন। এবং অপেক্ষা করুন...
আশাকরি কাজ পেয়ে যাবেন।

কাজ তো পাচ্ছিনা কি করবো ?
হ্যা আপনি কাজ না পেতেই পারেন। হতাশ হবেন না, অপেক্ষা করুন। অনলাইনে কাজ করার ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে অবশ্যই আপন করে নিতে হবে সেটা হলো " ধৈর্য"। ধৈর্য ধরুন। নিজের পোর্টফোলিও বড় করুন। একদিন অবশ্যই আপনার অপেক্ষার শেষ হবে।

ঘ) কাজ পাওয়ার পর কি করবেন ?

প্রথমত মনে রাখতে হবে ক্লায়েন্ট কে খুশি করা। সবসময় খেয়াল রাখবেন আপনি যার কাছে কাজ নিয়েছেন সে যেন আপনার কাজে সন্তুষ্ট হয়। তাকে খুশি করতে পারলে তার মাধ্যমে আপনি আরো ১০ টা কাজ পেতে পারেন।

আশাকরি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। কতটুকু পেরেছি জানিনা।এগুলো শুধু নতুনদের জন্য। এখানে যদি কোন কিছু আমি না লিখে থাকি তাহলে অভিজ্ঞরা সেটা ধরিয়ে দিন। নতুনরা জানুক ।
আর নতুনরা আপনাদের কোন সমস্যা থাকলে কমেন্ট এ প্রশ্ন করুন।
অভিজ্ঞরা আশাকরি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ...

হ্যাপী ফ্রিল্যান্সিং ...

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ রাত ১:৩৩

মুমু পাখি বলেছেন: জ্বী, হ্যাপী ফ্রিল্যান্সিং ...

০৩ রা জুন, ২০১৭ রাত ১:৫২

অমিত বসুনিয়া বলেছেন: :)

২| ০৩ রা জুন, ২০১৭ রাত ২:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার পোষ্ট যারা ইংরেজিতে কথা বলতে পারদর্শী তাদের উপকারে আসবে। মানে তারা চেষ্টা করলে সফল হবেন ৯৮%
খুব ভালো পোষ্ট। অনেকেরই উপকার হতে পারে। ভালো বুঝিয়েছেন।

আমার জন্য প্রথম অপশনই অফ। আমি ইংরেজি জানিনা।

৩| ০৩ রা জুন, ২০১৭ রাত ২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা জুন, ২০১৭ রাত ২:৪১

নতুন বলেছেন: আমি অনলাইন মাকেটিং এর জন্য পাট`টাইম কাজের জন্য একজনকে খুজছি...

প্রধানত ফেসবুকের এডমিন হিসেবে এবং পরে অন্য চ্যানেলেও কাজ করতে হবে...

আগ্রহীরা আমার যোগাযোগ করতে পারেন। :)

ইন্টারভিউর ১ম পব`<< আমি যেই কাজের জন্য লোক খুজছি সেই পেজে আমাকে নক করুন... :)

৫| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:২৩

নতুন নকিব বলেছেন:



ফ্রিল্যান্সিং ...!!

অনেক লোভ, টাকা পয়সার পাহাড়!!

অনেকের হয়তো এই পোস্ট কাজে লাগবে।

ধন্যবাদ।

৬| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এ সম্পর্কে ভবিষ্যতে আরো বিস্তারিত তথ্য সমৃদ্ধ পোষ্ট আশা করছি।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.