![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষক ক্লাসে বাউলদের কাহিনী পড়াচ্ছিলেন।
পড়াতে পড়াতে তা মনে হল,দেখি পোলাপান এতক্ষণ কি শিখলো?
তাই তিনি একটু কাশিয়া ছাত্রদিগের মনযোগ আকর্ষণ করিলেন।
অতঃপর জিজ্ঞাস করিলেন,
বল তো বাবারা একজন বাউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি?
কেহ দাড়াইয়া উত্তর করিল, তাহার পোষাক।
কেহবা উত্তর করিল, তাহার একতারা।
তাহার ঝোলা, পাকানো দাড়ি, চ্যাচানো গলা কিছুই বাদ গেল না।
সবাই কিছু না কিছু ভাগে পাইলো।
এমন সময় শিক্ষক দেখিলেন পেছনে বসিয়া আবুল মাথা নাড়াইতেছে।
অবস্থাদৃষ্টে মনে হইতেছে, কোন উত্তর ই তাহার মনঃপুত নয়।
শিক্ষক বলিলেন, বল হে আবুল। তোমার মতামত শ্রবন করি...
তখন,
আবুল উঠিয়া দাড়াইয়া কহিল,
ধ্যুর.... ওসব কিস্যু না স্যার।
বাউলের সবচেয়ে ইম্পরট্যান্ট অংশ হইল গিয়ে তার #হ্রস্ব_উ (উ) ...
২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৯
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ মারকো পোলো।
আপনার যাত্রাপথে সামান্য বিনোদিত করতে পেরে ধন্য মনে করছি!
২| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৯
প্রামানিক বলেছেন: দারুণ
২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৯
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ অগ্রজ।
৩| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১০
সনেট কিংবা বৃত্ত বলেছেন: হা হা...ভালো ছিলো
২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৮
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ঁধু।ধন্যবাদ, বন্ধু।।
৪| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন ভাবনা !
২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫০
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: আপানার অনুভুতি প্রকাশের জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩
মার্কো পোলো বলেছেন: বাহ! খুবই ভাল লিখেছেন। রঙ্গ রসে মনটাও রঙিন সঙিন হয়ে গেল। :-)