নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সীমানা পেরনোর আগে দেখেছ কী পিছন ফিরে একবার, লুকিয়ে ছিলো সেখানে অগণিত পরাজয়ের ছায়া...

অমিত বিশ্‌বাস

একদিন না একদিন মানুষের বিবেক এসে মানুষের সামনে এসে দাঁড়াবে, তারপর দংশন করা শুর‍্য করবে...

অমিত বিশ্‌বাস › বিস্তারিত পোস্টঃ

আমাদের ডাক্তারেরা!

৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

একবার এক সদ্য পাশ করা ডাক্তার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম - মানুষের শরীরের কার্পাস ক্যালুসাম যদি কেটে ফেলা হপ্য তাহলে কি হতে পারে?
বন্ধুবর হালকা চিন্তা করে বলেছিল- কি হবে আর? মরে যাবে।
এই হল আমাদের ডাক্তারদের অবস্থা!!!

এখানে বলে রাখি কার্পাস ক্যালুসাম হল মানুষের বাম আর ডান মস্তিষ্কের সং্যোগ সাধনকারী একটা অংশ যার মাধ্যমে ডান ও বাম মস্তিষ্কের সং্যোগ ও তথ্য আদান প্রদান করতে পারে। এপিলেপ্সী বা মৃগী রোগীদের একবার এই অংশট বিচ্ছিন্ন করে দিয়ে পরীক্ষা করে দেখা হয়েছিল যে, তাদের মৃগী রোগ ভাল হয়ে গেছে ঠিক কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দিয়েছিল। এক্ষেত্রে দক্ষ সার্জন যদি সার্জারী করে তবে মারা যাওয়ার কোন সম্ভাবনা থাকে না।

মানুষের বাম মস্তিষ্ক শরীরের ডান দিক নিয়ন্ত্রণ করে আর ডান মস্তিষ্ক শরীরের বাম দিক। তাই কার্পাস ক্যালুসাম বিচ্ছিন্ন ব্যাক্তির তথ্য আদান প্রদানের সমস্যা হেতু তারা সব ধরনের স্বাভাবিক কার্যক্রম করতে পারে না বিশেষ করে এক চোখ বন্ধ করে অন্য চোখ দিয়ে যদি দেখে তাহলে এর বিপরীত দিকের অংগ প্রত্যংগ রেসপনস করে না। উদাহরণস্বরূপ, বাম পাশের মস্তিষ্ক পড়া, লেখা, গণনা বা গাণিতিক সমস্যা চিহ্নিত করতে পারে আর ডান পাশের মস্তিষ্কের হেমিস্ফিয়ার চিত্র বা অংকন চিহ্নিত করতে সক্ষম।

এখন যদি আপনার উক্ত সং্যোগটি বিচ্ছিন্ন থাকে তবে আপনার শুধু ডান চোখ খোলা থাকলে আপনার শুধু মাত্র বাম মস্তিষ্ক কাজ করবে আর যদি ডান চোখ খুলে রাখেন তবে বাম মস্তিষ্ক এক্টিভ থাকবে। অর্থাৎ, শুধু মাত্র বাম চোখ খোলা রেখে যদি আপনাকে বলা হয় একটা চিতে বা নকশা দেখে অংকন করার জন্য, আপনি অনেক চেষ্টা করেও তা পারবেন না- উপরুন্ত আপনার ব্রেইন উত্তপ্ত হয়ে যাবে। ঠিক একই ভাবে ডান চোখ বন্ধ করে যদি বলা হয় কোন একটা সামান্য যোগ বিয়োগের অংক করতে, তাও আপনি পারবেন না! কি অদ্ভুদ ব্যপার! তাই না?

মানুষের শরীর আসলেই অদ্ভুদ। কিন্তু আমাদের দেশের ডাক্তার যারা হয়, বেশিরভাগই না বুঝে মুখস্ত করে ডাক্তারী পাশ করে ফেলে। তাদের কাছে ডাক্তার পদবীটা একটা স্ট্যাটাস মাত্র। এমন অনেক ছাত্র আছে, যারা মেডিক্যাল বা মানুষের শরীর খুব ভাল বুঝতে পারে কিন্তু মুখস্ত করতে পারে না বলে মেডিক্যাল এ সুযোগ পায় না। একজন মেডিকেলের ছাত্র ছাত্রীকে মূলত নিজের দ্বায়ে ও কৌতুহলে শিখতে হবে। অনেক পাবলিকেশনস পড়তেও হবে ছাত্র অবস্থায়। একজন ভাল ডাক্তার হতে গেলে কৌতুহল আর আগ্রহ থাকতেই হবে। কিন্তু আমাদের দেশে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। তারা স্ট্যাটাস এবং অর্থের জন্যই বেশিরভাগ ডাক্তারী পড়ালেখা করে। যা দেশের মেডিক্যাল সেক্টরকে এক অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।

আপ্নিও আপনার পরিচিত ডাক্তারকে এই প্রশ্ন জিজ্ঞেস করে তাদের একটু যাচাই করতে পারেন যে, কার্পাস ক্যালুসাম কেটে দিলে কি হয়? তবে এমনটাও নয় যে, এর প্রশ্নের উত্তর দিতে না পারলে সে খারাপ ডাক্তার! কিন্তু এই ধরনের সৃজনশীল প্রশ্ন দিয়ে ডাক্তারদের বেসিক জ্ঞান সম্পর্কে ধারনা পাওয়া যেতেই পারে!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এরা হাফ ডাক্তার!
পুরো ডাক্তার হলে
সঠিক জবাব দিতে পারবে।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:২২

অমিত বিশ্‌বাস বলেছেন: হতে পারে, তবে আমার হাতে গোনা কয়েকজন পরিচিত লোক ডাক্তারের ইন্টার্নিশিপ করার সময় সঠিক ব্যপারটা বলতে পেরেছিল। আসলে মানুষ বলে ডাক্তারী পড়তে গেলে মুখস্থ বিদ্যার প্রয়োজন যা আসলে সঠিক নয়। মানুষের শরীর ব্যপারটা পুরোটাই বোঝার ব্যাপার। ধন্যবাদ।

২| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪৭

রযাবিডি বলেছেন: মাত্র একজন ডাক্তারের দ্বারা পুরো ডাক্তার সমাজকে বিচার করে ফেললেন? বিচারের মাপকাঠীটা কিন্তু মোটেও সঠিক নয়। যদিও শেষে আপনি সত্য স্বীকার করেছেন, তথাপি দোষ কিন্তু পুরো ডাক্তার সমাজকে দিয়ে রেখেছেন।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:৩৮

অমিত বিশ্‌বাস বলেছেন: অনেক ডাক্তারই ভাল আছে। কিন্তু আপনি বড় বড় চেম্বারে না বসলে আপনাকে কেউ চিনবে না। কিন্তু একটা স্টাটিস্টিক পড়েছেন কি? প্রতি বছর ভারতে শুধু চিকিৎসার উদ্দেশ্যে ১৫-২০ লক্ষ মানুষ ভ্রমণ করেন। এবং বেশিরভাগই মধ্যবিত্ত শ্রেণীর। তাহলে কি কিছুটা খটকা লাগে না দেশের চিকিৎসা সেবা সম্পর্কে?
হিসাব অনুযায়ী ২০১৫ সালে ১২০৩৮৮ জন লোক চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল, সেই হিসাবটা ২০১৭ সালে বেড়ে ২২১৭৫১ জনে এসে দাড়িয়েছিল।
এই হিসাবটা তো গেল মধ্যবিত্ত শ্রেণীর। উচ্চবিত্তরা তো সিংগাপুর, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা কিংবা অস্ট্রেলিয়ায় গিয়ে চিকিৎসা নেয়!
সম্মানের সাথে একটা প্রশ্ন করতে চাইছি, আপনার যদি কিছুটা জটিল রোগ হয় আর দেশের বাইরে খানিকটা হলেও উন্নত ও সেফ চিকিৎসা পেতে চান, তবে কি আপনি দেশে চিকিৎসা করাবেন?
ধন্যবাদ।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: আমার কাছে আমাদের দেশের ডাক্তার এবং কবিরাজদের মধ্যে খুব একটা পার্থক্য নেই, ডাক্তাররা সাদা এপ্রোন পরে আর কবিরাজরা লাল পঞ্জাবি পড়ে শুধু এতটুই পার্থক্য। "কার্পাস ক্যালুসাম" বিষয়টা সম্পর্কে আগে জানা ছিল না। তথ্য শেয়ারের জন্য ধন্যবাদ।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:৫৪

অমিত বিশ্‌বাস বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


কার্পাস ক্যালুসাম সার্জারী করতে পারবে,দেশে এমন কোনো ডক্টর আছে?

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৩

অমিত বিশ্‌বাস বলেছেন: বলতে পারি না। কিন্তু শুনেছি দেশে তো অনেক জটিল সার্জারী হচ্ছে! কিন্তু কার্পাস ক্যালুসাম এর বেসিক জানলে কি হতে পারে এর সম্ভাবনা ও বলা যায় বলে মনে হয়। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.