![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আর কাউকে নিয়ে মিথ্যে স্বপ্ন
দেখি না,
খুঁজিনা কারো চোখে নিজেকে,
তবে মাঝে মাঝে হারিয়ে যাই
পুরনো স্মৃতির ডায়েরীর পাতায়,
যার প্রতিটি পাতায় ছিলো জীবনের
সব রঙ্গিন স্বপ্নের গল্প,
আজ সেই গল্পেরা তুচ্ছ আর
নিস্তব্ধ নিথর হয়ে পরে আছে...
মাঝে মাঝে সেই নিস্তব্ধ সবপ্নগুলো,
আমার মনের গহীনে কষ্টের এক
সীমা রেখা একেঁ দেয়...
এরই নাম কি ভালোবাসা ছিলো...
শুধু কিছু মিথ্যে আর বানোয়াট স্বপ্ন
দেখানো ছাড়াতো আর কিছুই খুঁজে পাই
না,
হয়তো এটাও ভালোবাসার কঠিন
একটা রূপ...
আজ তুমি পাশে নেই ভাবতেই,
বুকের ভেতরটা চিন চিন ব্যথায়
হাহাকার করে উঠে......
এখনো মনের অন্তরালে শুধু তোমার
অনুভব,
তবে কি এরই নাম ভালোবাসা ??
ভালোবাসার মানুষটা অলোকবর্ষ
দূরে থাকলেও,
তার জন্য এক নিঃস্বার্থ
ভালোবাসা সবসময় সমস্ত হৃদয়
জুড়ে থেকে যায়......
আর সেই হারানো মানুষটাই যেন দখল
করে রাখে সমস্ত অস্তিত্ব,
পুরোটা অস্তিত্বের অনুভবে যেন শুধু
তারই বিচরন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭
আমজাদ মামা বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ