![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা গল্প বলি। সেদিন আমরা কয়েক বন্ধু এবং আমাদের এক পাড়াত ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছিলাম। কথায় কথায় ধর্মীয় কিছু বিষয় নিয়ে যুক্তি পাল্টা যুক্তি শুরু হয়ে গেল। যুক্তির সাথে না পেরে আমাদের ভাইটি আমার এক বন্ধুকে উদ্দেশ্য করে বলছে “ দেখ মাহফুজ আমি কিন্তু তোমাকে চাইলে এখুনি রগিয়ে দিতে পারি”। জবাবে মাহফুজ উত্তর দিল “জি ভাই আমিও আপনাকে রাগিয়ে দিতে পারব, এখন যদি আমি আপনার মা-বাবা, ভাই-বোন, অথবা আপনার প্রেমিকা কিংবা বউকে নিজে বাজে/আপত্তিকর মন্তব্য করি তাহলে আপনি অবশ্যই রাগতে বাধ্য হবেন”।
কথা হচ্ছে মা-বাবা, ভাই-বোন, অথবা প্রেমিকা কিংবা বউ যেমন সবার কাছেই স্পর্শকাতর তেমনি ধর্মীয়(যে যে ধর্মের অনুসারী হোক না কেন) বিষয়গুলো ও তাই। ধরলাম আপনি ইসলাম ধর্মের অনুসারী, আপনাকে ব্লগে ইসলাম প্রচারের দায়িত্ব কে দিয়েছে? তেমনি ভাবে অন্যান্য ধর্মের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে ভালো আলেম এর কাছে যেতে হবে, তেমনিভাবে হিন্দু ধর্ম সম্পর্কে জানতে হলে ওই ধর্মের ধর্মীয় গুরুর কাছে যেতে হবে। সকল ধর্মের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।
তেমনিভাবে ধরলাম আপনি বিএনপি বা আওয়ামীলীগ অথবা অন্য যে মতের সমর্থক হউন না কেন সেটা ব্লগ এ প্রচার করার দরকার কি? ধরা যাক আপনি বিএনপি করেন, ব্লগ এ আপনার দলের বেপুক গুণগান গাইলেন আবার আপনার বিপক্ষ দলের অনেক বদনাম ও করলেন অন্যদিকে আপনার বিপক্ষ দলের লোকেরা পাল্টা লেখায় আপনাকে ধুয়ে মুছে দিল...... লাভ কি হল? কমেণ্টস করে জানাবেন।
আপনি আস্তিক/নাস্তিক যাই হউন না কেন সেটা আপনার একান্তই বেক্তিগত ব্যাপার। আপনার কোন ধর্মের প্রতি আস্থা/ভক্তি নেই সেটা নিয়ে মনে হয় কারো মাথা বেথা থাকা উচিত নয় কিন্তু আপনার মতাদর্শ প্রচার করতে গিয়ে কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করবেন এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। তার মানে এই না যে কেউ অজ্ঞতাবশত(আমি বলব জ্ঞান স্বল্পতার কারনে)কোন ধর্ম বিরোধী কথা লিখেই ফেলে আর সেটার জন্য তাকে মেরে ফেলতে হবে এইটা কোন ধর্মের কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠায় লেখা আছে জানা থাকলে জানাবেন।
সকল ব্লগারদের প্রতি অনুরোধ রইল ধর্ম, মত, পথ, দর্শন, বিশ্বাস এগুলি ছাড়াও লেখার অনেক বিষয় আছে। আমাদের দেশে প্রচুর সমস্যা আছে আবার অনেক সম্ভাবনাও আছে সেগুলি নিয়ে লেখেন, দেশ ও দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে সে সকল বিষয়বস্তুকে তুলে ধরেন আপনার ক্ষুরধার লেখনীর মাধ্যমে।
পত্রিকায় দেখতে পেলাম ব্লগার হত্যা নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু হয়ে গেছে। তাই সংশ্লিষ্ট কতৃ্পক্ষের নিকট জোর দাবি রইল সকল ব্লগার হত্যাসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে শিশু হত্যার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির বেবস্থা করা হউক যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার চিন্তা পর্যন্ত না করে।
©somewhere in net ltd.