নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইপিআর সৈনিক

ইপিআর সৈনিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ১ম ক্যু\'তে আমেরিকা জাসদ\'কে ভাড়া করেছিলো

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০৮



আমেরিকা বাংলাদেশে ১ম ক্যু' ( জিয়া ) করেছিলো শেখকে হত্যা করতে; তখন মাঠ দখলের জন্য ভাড়া করেছিলো জাসদ'কে। তখন জাসদে বাংলার সব জারজরা একত্রিত হয়েছিলো: বেকুব শেখের ছাত্রলীগ, জামাত, ইসলামী ছাত্র সংঘ, মুসলিম লীগ, সব অপদার্থ ইসলামী স্কলারেরা।

তখন প্রাণ গিয়েছিলো মোটামুটি শেখ পরিবারের ও ১ একজন বিখ্যাত লোকের, আমাদের মুক্তিযুদ্ধকালীন প্রাইম মিনিষ্টার, তাজউদ্দিনের। তাজউদ্দিন ছিলেন সোজা ও কমবুদ্ধিমান মানুষ, নিজের বেকুবীর জন্য প্রাণ হারায়েছেন। উনাকে ১৫ আগষ্ট হত্যা না'করায়, উনি ধরে নিয়েছিলেন যে, উনাকে ধরবে না। এই ধরণের ভাবনা ছিলো ইডিওটিক; উনি যদি ১৫ই আগষ্ট পালিয়ে ভারত চলে যেতেন, দেশের ইতিহাস হতে পারতো অনেক ভালো; আমরা ২য় (এরশাদ ) ও ৩য় (ইউনুস ) ক্যু'তে হয়তো পড়তাম না।

জাসদের কি হয়েছে আপনারা দেখেছেন? ৩য় ক্যু'তে আমেরিকা ভাড়া করেছে জামাত-শিবিরের জল্লাদদের; ওদের কি হবে, সেটা আপনারা অবশ্যই দেখার সুযোগ পাবেন।



মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৭

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামি লিগের কি হবে সেটাও লিখে দিতেন। এবার শেখ হাসিনা নেই । দলের হাল ধরার কেউ নেই। :)

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১০

ইপিআর সৈনিক বলেছেন:




দলে রাজনীতিবিদ ও নেতা নেই; কিন্তু শক্ত ও কঠোর সাপোর্টাররা আছে; সেনাভিনীর নিযুক্ত আগামী সরকার ফেিল করবে।

২| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১৭

সৈয়দ কুতুব বলেছেন: নুরুল ইসলাম নাহিদ কে এডুকেশন মিনিসটার না দিয়ে মতিয়া চোধুরি কে দিলে কেমন হতো ? দুই জনই বাম ছিলেন । :-B । বামেরা এডুকেশন নিয়ে সিরিয়াস হয় জানতাম। নাহিদ সাহেবে আলাদা কিসিমের ছিলেন । :-B

২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৪

ইপিআর সৈনিক বলেছেন:



পড়ালেখা মতিয়াও করেননি; কিন্তু পরে আওয়ামী লীগে এসে, রাজনীতি করার চেষ-টা করেছিলো; বেকিক্যালী ভালো ছাত্ীি হওয়ায় কিছুটা শিখেছিলো। নাহিদ ছিলো জন্মগতভাবে ইডিয়ট।

শেখ থেকে শুরু করে, জয়নাল হাজারী অবধি কেহ পড়ালেখা ঠিক মতো করেনি।

৩| ২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামি লিগ নাকি চাদায় চলতো । নেতারা কাজ করতো না । সাকার মুখে শুনেছি। :-B

২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

ইপিআর সৈনিক বলেছেন:



সঠিক।
তবে, সেই চাঁদা দিয়ে রিকসায় চলতে হতো, বাজারে গিয়ে লইট্টা মাছ কিনতে হতো।
আওয়ামীদের কেহ চাকুরী দিতো না; চাকুরী যা ছিলো মুসলিম লীগের পরিবারের লোকেরা সেগুলো দখলে রাখতো।

শেখের জন্য ফজলুল কাদের ও রফিক উদ্দিন চৌধুরী ( রিয়াজ উদ্দইন বাজারের মালিক ) মাঝে মাঝে টাকা দিতেন।

২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

ইপিআর সৈনিক বলেছেন:



টাইপো:

রফিক উদ্দিন *সিদ্দিকী

৪| ২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

কামাল১৮ বলেছেন: ভবিষ্যতের ক্যুতে আমেরিকা কাদের ভাড়া করবেন?এই ক্যু ক্যু খেলা আমেরিকা কবে শেষ করবে।

২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

ইপিআর সৈনিক বলেছেন:




এটা শেষ হবে না; বিএনপি, জামাত ও পাকিস্তান ইহাকে চালু রাখবে।

৫| ২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: "জন্ম তোমার যুদ্ধে যাবার,
নেতা হবার, সিপাহী জনতার
তুমি বিস্ময়, তুমি নির্ভয়
জিয়া তুমি সোনালী ভোরে নতুন সূর্যোদয়"

জিয়ার জানাযায় কেমন মানুষ হয়েছে বলে আপনার ধারনা?
তাকে কি মানুষ পছন্দ করতো নাকি ঘৃনা?

২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

ইপিআর সৈনিক বলেছেন:



জিয়ার জানাজায় ২ কোটী লোক হওয়ার কথা; তখন বাংলায় ২ কোটী জারজ বাংগালী ছিলো।

২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

ইপিআর সৈনিক বলেছেন:



জিয়া কোথায় কোথায় যুদ্ধ করেছিলো, তার ফোর্সের নাম কি? তার ফোর্সে কতজন সৈনিক ছিলো?

আপনার বাবা ও চাচা ২ জনই তো মুক্তিযোদ্ধা ছিলেন; আপনাকে অভিনন্দন।

২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

ইপিআর সৈনিক বলেছেন:




জিয়াকে অনেক বাংগালী পছন্দ করতো; ১৯৭১ সালে, চট্টগ্রাম শহরে ২ জন পাকী অফিসার ২টি বাংগালী পরিবারে বিয়ে করেছিলো।

৬| ২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১১

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮ এবং গাজি @ ফরহাদ মজহার এটাই চান। দিন কয়েক আগে বলেছেন রেভুলেশন ঠিক করবে বাংলাদেশ কোথায় যাবে ইলেকশন নয় । :-B

২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

ইপিআর সৈনিক বলেছেন:



ফরহাদ মাজহার, সালাউদ্দইন ও জুল ভার্ণ তো গুম হয়ে গেছে; ওদের কথা বাদ দেন।

পল কাপুর ক্ষমতা পাবার আগে ইলেকশান করতে বাধ্য আমেরিকান দুতাবাস; না'হয়, দুতাবাসের অনেকেই বিপদে পড়বে।

৭| ২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশ্ব মোড়ল যখন যা খুশি করছে। যেমন ব্লগের মোড়ল আপনাকে নিয়ে করে। কথায় বলে জোর যার মুল্লুক তার।

২৮ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৯

ইপিআর সৈনিক বলেছেন:




ব্লগের বড় মোড়ল পেঁয়াজু, সিংগারা, ইত্যাদি বেশী খান, ইহা বড় ধরণের সমস্যা

৮| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ৮:২০

কলিমুদ্দি দফাদার বলেছেন: গ্রামের বনে বাদরে ঘুরে বেড়ানো; পাখি-মাখিদের সংগে পোংটামি করা কিশোরের ৭০-৮০ দশকের ভূরাজনিতি বুঝার কথা নয়।

২৮ শে জুলাই, ২০২৫ রাত ৮:৪০

ইপিআর সৈনিক বলেছেন:




থাইবস্তিতে এইডস আছে; বাংলায় তখন এইডস ছিলো না।

৯| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ৮:২০

সৈয়দ কুতুব বলেছেন: মহাজাগতিক@আবার নিক হারাবেন চাদগাজি । নতুন নকিবের লেখায় কি বলে এসেছেন দেখেন। :|

২৮ শে জুলাই, ২০২৫ রাত ৮:৪১

ইপিআর সৈনিক বলেছেন:




নতুন নকিব ইত্যাদি হচ্ছে বেদুইন মগজের মানুষ।

১০| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১২:৪০

সৈয়দ কুতুব বলেছেন: সকল ইউনিভারসিটি এবং এডুকেশন সেনটার জামাত-শিবির নামে বেনামে ছোটো দল করে দখল করেছে। এদের কে টেকেল দিবে কিভাবে আগামির সরকার ? দেশে যারা ফেইসবুকে লেখালেখি মিডিয়ায় এডভাইস দেন এরা ভয়ংকর পড়াশোনা জানা এবং নেরেটিভ পালটা নেরেটিভ দাড় করান । এরা এত বুঝেন যে মনে হয় দেশে এতো নলেজেবল মানুষ আছে আগে কেন জানলাম না ।

সবার বেসিক জিনিস নিয়ে থট নেই; কিভাবে চাকুরি বাড়বে , আয় বাড়বে , বিজনেস বাড়বে । কিভাবে আমরা মিলেমিশে দেশকে এগুিয়ে নিয়ে যাবো । এসব বিষয়ে ভাবনা নেই কারো ? এগুলো কি বে-দরকারি ? B:-/

২৯ শে জুলাই, ২০২৫ রাত ১:২৪

ইপিআর সৈনিক বলেছেন:



গত ক্যু'তে ইউনুস ছেলেমেয়েদের রাস্তায় এনেছিলো হত্যা করে, জনতাকে মাঠে নামাতে; হত্যা করার জন্য দরকার ছিলো শিবির। উনার প্ল্যান কার্যকরী হয়ে গেছে। এখন অপেক্ষা করেন গৃহযুদ্ধের জন্য।

শিবির কোন অবস্হায় শিক্ষালয় ছাড়বে না।

১১| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১:৩২

সৈয়দ কুতুব বলেছেন: সিভিল ওয়ার হবে না;হলে শিবিরের বদনাম হবে । জাতিসংঘ মানবাধিকার কমিশন আপিস খুলেছে যাতে জেনোসাইড না হয় । সাধারণ মানুষ সিংগেল কেচালের ঘটনা কেও ভালো ভাবে দেখছে না । ইউএসএ ডেইলি এসে ইউনুস সাহেবের সাথে দেখা করছে।

সিরিয়ায় ৬ মাসের মাঝে ইলেকশন দিয়ে দিতেসে।

১২| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: ইউনুস ক্ষমতা থেকে সরে গেলে দেশের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে।

১৩| ৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাণিজ্য চুক্তির মাধ্যমে
২৫% দ্বাসত্ব গ্রহন করা হয়ে গেছে

....................................................................
এরপর কি দেখব ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.