নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইপিআর সৈনিক

ইপিআর সৈনিক › বিস্তারিত পোস্টঃ

মিলিটারীর ক্যু আমাদেরকে ফেইল জাতিতে পরিণত করেছে!

২৯ শে জুলাই, ২০২৫ রাত ১২:০১



আমাদের আসল শত্রু কিন্তু ১৯৭১ সালের পরাজিতরা ছিলো না; আমাদের আসল শত্রু হচ্ছে পাকি মিলিটারী ও আমেরিকার কুটনীতিনিদরা; ১৯৭১ সালের পরাজিতরা হচ্ছে জাতির মগজহীন ও আত্ম-পরিচয়হীন অংশ; এশিয়ায় ও আফ্রিকায় প্রায় প্রতিটি জাতিতে এই রকম অপদার্থ জীবজন্তু আছে।

২য় বিশ্বযুদ্ধের পর, পশ্চিমা বিশ্ব ২ ভাগে বিভক্ত হয়ে যায় সোস্যালিষ্ট ব্লক (সোভিয়েত, ওয়ারশ প্যাক্ট ) ও ক্যাপিটেলিষ্ট ব্লক ( আমেরিকা, ন্যাটো ); এরা নতুন স্বাধীন হওয়া ৩য় বিশ্বের দেশগুলোকে নিজেদের দলে নিতে উঠে পড়ে লাগে।

সোভিয়েত ইউনিয়ন ৩য় বিশ্বের তরুণ নেতাদের সমাজতান্ত্রের দিকে নেয়ার জন্য বন্ধুত্বপুর্ণ ১টা প্রোগ্রাম চালু করেছিলো; আমেরিকা আরো সহজ পথ বের করে, তারা গরীব দেশুগুলোর সেনাবাহিনীর অফিসারদের কিনে, দেশগুলোতে "ক্যু ( নাম দিয়েছিলো বিপ্লব ) ঘটায়ে, মিলিটারীকে ক্ষমতায় এনে পকেটে ভরেছে।

আমেরিকা এই পদ্ধতিতে পাকিস্তানকে দখলে নেয়; আমরা আইয়ুব খানের প্রজা হিসেবে আমেরিকান ব্লকে যাই ১৯৫৮ সালে। ১৯৭১ সালে আমারা পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর, আমেরিকা আমাদের প্রাইম মিনিষ্টারকে স্বপরিবারের হত্যা করায় ক্যু'এর মাধ্যমে; তখন জিয়ার নেতৃত্ব আমাদের সব অফিসার আমেরিকা পকেটে চলে যায়। সেই থেকে আমরা আমেরিকার পকেটে আছি।

পকেটে থকার পরও, বাংগালীরা আমেরিকার পকেট থেকে বের হওয়ার চেষ্টা করেছিলো শেখ হাসিনার অধীনে; কিন্তু কাজ হয়নি; ২০২৪ সালে, আমেরিকা শেখ হাসিনাকে পরাজিত করে ড: ইউনুসের নেতৃত্বে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: জনগণের কোনো দা্য় নেই। শেখ হাসিনা ও উনার ডাকাতদের মানুষ আর দেখতে চায় না । এক হাসান মাহমুদ ,দিপুমনি ও কাদের কে নিয়ে মানুষের মাঝে এতো হতাশা ছিলো যা বলার মতো না । শেখ হাসিনার মুখের ভাষা খারাপ । নিজ দেশের জনগণ কে খোটা দেন । উনার বাবা আমাদের দেশ দিয়েছেন আমরা ভাড়াটিয়া ।

ড.ইউনুস সেনা-জনতার যে বিপুল সাপোরট পেয়েছেন সে তুলনায় তিনি দেশ চালাইতেসেন একেবারে লুস করে। বেসিক সেফটি নিড এনশিউর করতে পারছেন না । ১/১১ সরকারের ভয়ে মানুষ রাতে বের হতো না ঘর থেকে আর এখন আরেকজনের বাসায় ঢুকে যায় জোর করে । শিবির-এনসিপি-বিএনপি শুধু ঝামেলা নয় ।

২৯ শে জুলাই, ২০২৫ রাত ২:২৮

ইপিআর সৈনিক বলেছেন:


শেখ হাসিনাকে সরায়েছে আমেরিকা; এখন আমেরিকার জন্য অপেক্ষা করতে হবে, তারা কিভাবে দেশ চালাবে; ইউনুস ইত্যাদি অপদার্থ।

২| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১:৫৯

আরোগ্য বলেছেন: আবার কি আকাম করসেন?

২৯ শে জুলাই, ২০২৫ রাত ২:২৯

ইপিআর সৈনিক বলেছেন:



"৩৬ শে জুলাই'এর স্বাধীনতার অভিনন্দন পাঠাচ্ছি"।

৩| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ৩:০৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: ২০২৫ সালে এসে কি বুঝলেন??
সোভিয়েত/সোস্যালিষ্ট ব্লকের কিউবা,‌ ভিয়েতনাম, উওর কোরিয়া,‌ কম্বোডিয়া বেশি ভাল আছে...
নাকি আমেরিকাপন্থী দক্ষিণ কোরিয়া,‌সিংগাপুর, তুরস্ক বেশি ভাল আছে?


যৌবনে বয়সে পাখি-মাখিদের সাথে ফাতরামি না করে; যদি ফরাসী-বলশেভিক বিপ্লব,
ফেডারেল রিজার্ভ, আমেরিকার উত্থানে বুঝতেন-
তাহলে দেশেই এখন বিশ্বমানের চিকিৎসা নিতে পারতেন।

২৯ শে জুলাই, ২০২৫ ভোর ৪:০৬

ইপিআর সৈনিক বলেছেন:




আপনি যাএখন শুনছেন, আমি সেগুলো ১০ ও ১২দশ ক্লাশে অনেকটা বুঝেছি।

ভিয়েটনাম, কিউবা, হাংগেরী, বুলগেরিয়া ভালো আছে। উ: কোরিয়া যা করেছে সেটা চীনের ব্যাপার।

২৯ শে জুলাই, ২০২৫ ভোর ৪:০৮

ইপিআর সৈনিক বলেছেন:



তুরস্ক ইুরোপকে, সিংগাপুর জার্মানীকে অনুসরণ করেছিলো; এখন তুরস্ক কুয়েত/কাতারকে অনুসরণ করছে।

৪| ২৯ শে জুলাই, ২০২৫ সকাল ৭:৪১

কামাল১৮ বলেছেন: সুন্দর বিশ্লেষণ।কিছু লোক,কিছু লোকের ভালোটা দেখছে।জনগনের ভালোটা তারা দেখতে জানে না।পুঁজিবাদি দেশে কিছু লোক ভালো থাকে,সমাজতান্ত্রিক দেশে বেশির ভাগ লোক ভালো থাকে।

২৯ শে জুলাই, ২০২৫ সকাল ৯:০৬

ইপিআর সৈনিক বলেছেন:



গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে হলে, সোস্যালিজম দরকার হবে।

৫| ২৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১৫

সৈয়দ কুতুব বলেছেন: আমাদের বাঙালি জাতির পিতা আসলে কে ?

৬| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: মুজিব মুর্দাবাদ। চিৎকার করে এনসিপি এই কথা বলছে। প্রতিটা অঞ্চলে গিয়ে একই কথা বলছে। ওদের কেউ থামাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.