![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান (শেখ হাসিনার সময়ের ) মুক্তিযোদ্ধা লিষ্টে যাদের নাম আছে, তাদের মাঝে প্রতি ১০ জনে ৭ জনই ভুয়া মুক্তিযোদ্ধা; প্রকৃত মুক্তিযোদ্ধাদের শতকরা ৭০ ভাগ ভারতে ট্রেনিং পেয়েছে, কিংবা অস্ত্র ও যুদ্ধের ব্যাপারে ভারতের অবস্হিত "সেক্টর হেডকোয়ার্টারে" গিয়েছে।
শতকরা ৯৯ ভাগ ভুয়া ভারত যায়নি, তারা আওয়ামী লীগের লোকদের থেকে কিংবা বিএনপি'র লোকদের থেকে জেনারেল ওসমানীর সাইন-করা সার্টিফিকেট পেয়েছে। ফলে, তারা ১৯৭১ সালের ভারত সম্পর্কে কিচুই জানে না।
ভুয়াদের ৯৯ ভাগ জানে না যে, যুদ্ধ চলাকালীন কয়টা সেক্টর ছিলো, এসব সেক্টেরের হেড-কোয়ার্টায় কোথায় ছিলো, কারা সেক্টর কমান্ডার কে ছিলেন।
গতকাল ১ ইডিয়ট আমার ১ পোষ্টে জিয়ার পক্ষে ১ টা কবিতা লিখেছিলো; ইডিয়টকে প্রশ্ন করলাম, জিয়া কোথায় কোথায় যুদ্ধ করেছিলেন, উনার ফোর্সের নাম কি ছিলো, উনার কোম্পানীতে কতজন সৈনিক ছিলো? ইডিয়ট চুপ!
২৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৬
ইপিআর সৈনিক বলেছেন:
হালি শহর ছিলো বিহারীদের দখলে; ওরা পোর্ট ও রেলওয়েতে চাকুরী করতো; ফলে, ডবলমুরিংও ওদের ছিলো। ডবলমুরিং, নিমতলা, বারিক বিল্ডিং'এর সব বড় ব্যবসা ছিলো মুসলিম লীগারদের।
২| ২৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: জাতীয় শ্রমিক লীগের রহমতুল্লাহ চৌধুরী চিটাগাং এর আমি শিউর আপনি উনাকে চিনেন । শেখ হাসিনার বিয়ে উনার বাসায় হয়েছিলো । ।
২৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
ইপিআর সৈনিক বলেছেন:
আমি দুর থেকে চিনতাম; এরা অসৎ ছিলো।
৩| ২৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: "সারা বাংলাদেশের পথে, মাঠে প্রান্তরে
নামটি তোমার লেখা, সবার অন্তরে
ধানের শীষে সবুজ ঘাসে, তোমার পরিচয়
তুমি বিস্ময়, তুমি নির্ভয়
জিয়া তুমি সোনালী ভো্রে নতুন সূর্যোদয়'
সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান যুদ্ধের সময় মেজর জিয়া আর-
জেড ফোর্সের নাম শুনে নাই, আপনি জানতেন?
২৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
ইপিআর সৈনিক বলেছেন:
যেডফোর্স কি, ইহা কোথায় যুদ্ধ করেছিলো? কত সৈনিক ছিলো?
গতকাল এসব প্রশ্নে চুপ ছিলেন, এখন অনলাইন থেকে দেখে বুলশীটগিরি করছেন?
৪| ২৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: ৭১ সালে বাঙালির শিক্ষার হার কেমন ছিল বলে?
ইপিআর, পুলিশ বাহিনী, গেরিলা যোদ্ধা ছাড়া গ্রাম বাংলার থেকে উঠে আসা কৃষক, শ্রমজীবী
সক্রিয় কতজন মুক্তিযুদ্ধা সেক্টর, হেডকোয়ার্টার, বাহিনীর প্রধান
বন্দুকের ধরন,বুলেট টাইপ সম্পর্কে জানতো বলে আপনার ধারনা?
২৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
ইপিআর সৈনিক বলেছেন:
গ্রাম বাংলার যেইসব দিনমুজুর অস্ত্র ধরেছিলেন, তারা আপনার থেকে ও ইউনুসের মতো পিএইচডি থেকে বেশী বুঝতেন।
১ লাখ ২০ হাজার মানুষই অস্ত্র ধরে ছিলেন; এরাই ছিলেন সেই সময়ের জ্ঞানী মানুষ।
৫| ২৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: গতকাল এসব প্রশ্নে চুপ ছিলেন, এখন অনলাইন থেকে দেখে বুলশীটগিরি করছেন?
কালকে উওর দিলে ও এসব ই বলতেন। স্বাধীনের পর আপনাদের জল্লাদ টাইপ লোকজনের
উপস্থিতি মজদুর শ্রমজীবী মানুষ কখনো প্রকৃত মুক্তির স্বাদ পায়নি।
২৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
ইপিআর সৈনিক বলেছেন:
১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর, শেখ, তাজউদ্দিন ও অন্যান্য আওয়ামী লীগারেরা জানতেন না যে, নতুন দেশে সবাইকে ফ্রি শিক্ষা ও ট্রেনিং দিতে হবে, সব বাচ্চাকেস্কুলে পাঠাতে হবে, সব কার্যক্ষমকে কাজ দিতে হবে।
ইহা আজকেও কোন বাংগালী জানেন না; আপনি যদিও সম্প্রতি ব্লগে বুলশিটিং করছেন, আপনি অর্থনীতি ও রাজনীতির কিছু জানেন না, মুক্তিযুদ্ধ নিয়ে কোন জ্ঞান রাখেন নাা। আপনি ১ ডলারের বিয়ার ও সাথে ১০ ডলারের থাই ভালোবাসা কিনতে জানেন।
৬| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ৮:১২
সৈয়দ কুতুব বলেছেন: নতুন দেশে সবাইকে ফ্রি শিক্ষা ও ট্রেনিং দিতে হবে, সব বাচ্চাকেস্কুলে পাঠাতে হবে, সব কার্যক্ষমকে কাজ দিতে হবে। গেরামে গেরামে নতুন কারখানা , মেনুফেকচারিং ও সমবায় এগরিকালচার গড়ে তুলতে হবে। ঢাকা মুখিতা বাদ দিতে হবে ।
২৯ শে জুলাই, ২০২৫ রাত ১০:১৭
ইপিআর সৈনিক বলেছেন:
তাজউদ্দিন ছিলো ইডিয়ট; ইদিয়ট কত বড় সুযোগ পেয়েছিলো, তা বুঝেনি।
৭| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার ধারনা বিশ্ব এখন ৬০-৭০ দশকে আটকায়ে আছে। দশ গ্রামে আপনি একমাত্র শিক্ষিত; মানুষ এসে গায়ে হাওয়া দিচ্ছে।
সচিবালয় টাকার বদলে ডলারে বই কিনেছেন, শেখ হত্যার দিন গ্রামে বসে টেলিফোন করেছেন; এই ধরনের গাল-গল্প এখন আর চলে না।
রাজনীতি, অর্থনীতি নিয়ে আপনার চিন্তা- ভাবনা গার্বেজ লেভেলের। এখনকার ক্লাস ২ এর বাচ্চা আপনার থেকে ভালো অর্থনীতি বুঝে।
২৯ শে জুলাই, ২০২৫ রাত ১০:২০
ইপিআর সৈনিক বলেছেন:
শেখ হত্যার দিন আমি বিদেশে ছিলাম ও কবি আলাউদ্দিন আল আজাদ বিদেশে ছিলেন।থাি
আপনি থাই বস্তিতে ১০ ডলারের ভালোবাসার ক্রেতা, মথায় গার্বেজ।
আমার থেকে অর্থনীতি ভালো বুঝতেন কার্ল মার্ক্স
৮| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১০:৩৬
কামাল১৮ বলেছেন: গ্রামের সাধারণ মানুষ ছিলো মুক্তিযুদ্ধা।তারা এত সব জানে না।তারা ভারতেও যায় নাই।আমাদের গ্রাম ছিলো সীমান্তের কাছে।নয়মাসে কোন আর্মি আমাদের গ্রামে যায় নাই।একমাত্র আমার কাজিন যে কলেজে পড়তো সে কলকাতায় গিয়ে ছাত্রলীগের হাত ধরে মুজিব বাহীনির হাত ধরে দেরাদুন থেকে ট্রেনিং নিয়ে গ্রামে এসে ৩০/৪০ জনের এক বাহিনী গড়ে তোলে।তারা আমার কাজিন ছাড়া আর কাউকেই চিনে না।তারা কি মুক্তি যোদ্ধা না?
তারা সবাই এখন আছে পাহাড়ে।সেটার ব্যবস্থাও আমার কাজিন করে দিয়েছে।আমাক কাজিন আমার থেকে চার পাঁচ বছরের ছোট।সে দশ বার বছর আগে মারা গেছে।
২৯ শে জুলাই, ২০২৫ রাত ১০:৫৭
ইপিআর সৈনিক বলেছেন:
দেশের ভেতরে বিবিধ কমান্ডারের অধীনে শতকরা ৩০ ভাগের মতো মুক্তিযোদ্ধা জয়েন করেছিলো।
চট্টগ্রাম আর নোয়াখালীর মানুষ ত্রিপুরায় ট্রেনিং পেয়েছে।
৯| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: আমি নিজে একজন ভূয়া মুক্তিযোদ্ধা চিনতাম।
উনি মুক্তিযোদ্ধা হয়েছিলেন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য। প্রতিমাসে টাকা, তেল, ডাল ইত্যাদি পেতেন। কিন্তু উনি দরিদ্র ছিলেন। গত বছর উনি মারা গেছেন।
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৫
ইপিআর সৈনিক বলেছেন:
আমি এখ আসল মুক্তিযোদ্ধা খুঁজেই পাচ্ছি না; সামুতে মুক্তিযোদ্ধার একমাত্র দাবীদারই ভুয়া।
১০| ৩০ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মুক্তি যোদ্ধার মধ্যে সবাই কি
সৎ ও দেশপ্রেমিক ছিলো ???
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৭
ইপিআর সৈনিক বলেছেন:
আমার দেখা সবাই দেশ-প্রেমিক ছিলেন। আপনি কোন আসল মুক্তিযোদ্ধা দেখেছিলেন?
১১| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি একজনকে গ্রামের মুক্তিযোদ্ধা হিসেবে জানি
........................................................................
তিনি পরবর্তীকালে তা কাজে লাগায়ে প্রভাব প্রতিপত্তি বিস্তার
করে ছিলেন ।
সহজ সুন্দর জীবন যাপন করেছেন বলা চলে না ।
৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪২
ইপিআর সৈনিক বলেছেন:
ভুয়া হও্যার সম্ভাবনা বেশী; আমার সিষ্টার-ইন-ল'এর স্বামী মুক্তিযোদ্ধা হিসেবে বেশ পরিচিত ছিলেন; উনার সাথে ১ম দেখার ২/৩ মিনিটের মাঝে আমি বুঝলাম যে, উনি ভুয়া। উনার সাথে আর দেখা হয়নি, উনি নিজকে খুবই কৌশলে দুরে রাখতেন; কোভিড'এরউনার মৃত্য হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: চিটাগাং খুলশি বা ডাবল মুরিং থানায় কেমন রাজাকার ছিলো ? বিহারি ছিলো হিউজ । মুসলিম লিগ করতেন এমন লোক আছে সেখানে ।