![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযোদ্ধা মেজর জলিলকে ভারতের বিপক্ষে কথা বলতে আমি শুনেছি; আর কোন মুক্তিযোদ্ধাকে ভারতের বিপক্ষে কথা বলতে শুনিনি; তবে, বেংগল রেজিমেন্টের যত অফিসার ১৯৬৫ সালে যুদ্ধ করেছিলেন ও আমাদের মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন, এঁরা মুক্তিযুদ্ধের পরপরই ভারতের বিপক্ষে কথা বলেছেন; কারণ, এরা ১৯৬৫ সালের যুদ্ধকে মন থেকে মুছতে পারেননি।
কিন্তু কোন সাধারণ মুক্তিযোদ্ধাকে ভারতের বিপক্ষে কথা বলতে শুনিনি। আমি যখনই কোন অপরিচিত মুক্তিযোদ্ধার সাথে পরিচিত হয়েছি, তখন কৌশলে জানতে চেয়েছি যে, উনি ইন্দিরাকে কেমন ভালোবাসেন, ভারত সম্পর্কে কি অভিমত! ভুয়া মুক্তিযোদ্ধা নির্ণয়ে ইহা ঠিক লিটমাসের মতো কাজ করে।
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪১
ইপিআর সৈনিক বলেছেন:
আপনার বাবা ও চাচা তো মুক্তিযোদ্ধা ছিলেন! আপনি এসব কি বলছেন?
থাইবস্তিতে সস্তায় ভালোবাসা কিনলে ও বিয়ার খেলে কমেন্ট এমনই হবে। পাকিরা যখন আক্রমণ করেছিলো, ভারতই আশ্রয় ছিলো, থাইল্যান্ড যাবার উপায় ছিলো না।
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৪
ইপিআর সৈনিক বলেছেন:
শরণার্থীদের জন্য ইন্দিরা ছিলো দুর্গাসম।
২| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০২
সৈয়দ কুতুব বলেছেন: রিয়াদ কে ফকিরনির পুত বলা সঠিক মনে করি না। এই দায় বুড়া পলিটিশিয়ান দের ও নিতে হবে। উহার বাবা ৫০ বছর ধরে কুরবানি দিতে পারে না। আপনার মনে হয় সে গরিব হওয়ায় কেউ টাকে পুষে ? এক পোটলা মাংস কেউ দেয় নাই বলে আমার ধারণা। ওনেক বাসায় কেবল কুরবানির সময় গোরুর মাংস খাওয়ার কপাল হয় । সারাবছর কিনে খেতে পারে না । একজন আমলার ছেলে ১১ লাখ টাকায় কুরবানি দেয় এটা যখন নিউজে আসে তখন রিয়াদের মতো ছেলেদের কেমন লাগে ? কোনো লাইফ নাই, চাকুরি নাই , ফিউচার নাই । সমাজে উচু নিচু ভেদাভেদ শেখ হাসিনার আমলে সকল লাইন পার করেছে। ৫ শতাংশ লোকের কাছে ৯০ ভাগ কেপিটাল। এর দায় আমাদের জাতিয় নেতাদের ও নিতে হবে ।
৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১১
ইপিআর সৈনিক বলেছেন:
সেসব দায় তো শেখ হাসিনার উপর পড়েছে; আমি সেগুলো জন্য তাজ ও শেখকে দায়ী করি।
২০২৪ জুলাই ক্যু'র ১ম দিন থেকে বলে আসছিলাম, এরা কারা "বিপ্লব" করছে; তখন আমার নিক ছিলো "সোনাগাজী"; সেগুলো পড়েছিলেন?
৩| ৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৫
সৈয়দ কুতুব বলেছেন: পড়ে দেখি নাই । ২০২৩ সালে লু যখন ঢাকায় এলো তখন ভাবতাম ইলেকশনের আগেই মনে হয় কিছু হবে । ইমরান খানের ঘটনা জানতাম । তিউনিশিয়ার আরব বসোনতো নিয়ে জানতাম। রাশিয়ার সরকার বলেছিলো ইলেকশনের পর কিছু ঘটতে পারে । ইলেকশন হও্য়ার পর পিটার হাসের গণভবনে যাওয়া দেখে ভেবেছিলাম আর কিছু হবে না । পরে শেখ হাসিনা পুনরায় কোটা ভাল করলে সবাই রেফে ফেটে পড়ে ।
আমরা মুলত কোচিং থেকে গিয়েছি দল বেধে কোটা যাতে ভাল না করে। টিভিতে দেখলাম পুলিশ গুলি করছে । সবাই আরো রেগে যায় । কোটা বাতিল হওয়ার সাথে সাথে যারা ঘরে ফিরে যাওয়ার তারা চলে গিয়েছে। আমি হাসনাত দের ফেনীতে বন্যার দা্য ভাড়ট কে দুতাবাস ঘেরাও তে গিয়েছিলাম। সবশেষ ঢাবিতে গিয়ে দেখি হাসনাত রা দাবি করছে নতুন সংবিধান লাগবে । বুঝতে পারলাম এরা পলিটিক্স শুরু করেছে । আর যাই নাই কোনোদিন। যে ইসু নিয়ে মাঠে নেমেছিলাম সেটা তো পুরণ হয়ে গেছে। এখন মেধা্য নিয়োগ ৯৩% ও বয়স বাড়াইসে দুই বছর । যারা চাকুরি প্রার্থী একজন ও মাঠে নাই । এখন যারা ঝামেলা করছে এটা কেবল তাদের নিজেদের বিষয় ।
৩০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
ইপিআর সৈনিক বলেছেন:
জুলাইতে যেদিন ১ম শিবিরেরা ইউনিভার্সিটির ছাত্রদের রাস্তায় নিয়ে যায়, তখন বুঝেছিলাম যে, শিবিরেরা ছাত্র হত্যার প্লান করেছে; সেটা লেখার পর, সমাু থেকে ইমেইল পেলা, চমুম এসব না'লিখতে। আমি জানি সামুর লোকেরা পেয়াজু, চমুছা ও সিংগারা খায়; যাক, আমার লেখা আমি লিখেছি; কিন্তু ড: ইউনুস, পাকিস্তান ও জামাত-শিবির মিলে "বেপ্লব" চায়, জনতা "বেপ্লব" করেছে।
৪| ৩০ শে জুলাই, ২০২৫ রাত ১১:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার অভিজিৎ হত্যা মামলার আসামি ফারাবী আজ জামিন পেল।
৩১ শে জুলাই, ২০২৫ রাত ১২:৫৭
ইপিআর সৈনিক বলেছেন:
ওগুলো জংগী, এখন এনসিপি'র লোক ১ জন বাড়লো।
৫| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১:২৯
সৈয়দ কুতুব বলেছেন: এনসিপি ফারাবীর মুক্তি দাবি করে নাই। ফারাবির জামিন কি ক্রাইটেরিয়াতে হয়েছে সেটা কেউ জানে না। আমি কিছুদিন আফগানিস্তানের তালেবান সাপোর্ট করে এমন একটা গ্রুপে বাংলাদেশে যুক্ত ছিলাম। তাদের কে বেশি বেশি প্রশ্ন করায় ব্যান করে রিমুভ করে দেয়। এরা বৈষম্যবিরোধি ব্যানারে ফারাবির মতো যারা লীগের আমলে জেলে গিয়েছে সবাইকে ছাড়াতে আন্দোলন করে। গত শুক্রবার একগ্রুপ ইসলামিক অরাজনৈতিক দল ফারাবিদের মতো যারা আছেন তাদের মুক্তি চায়। প্রফেসর ইউনুস সাহেব ভালো মানুষ তাই ছেড়ে দিয়েছেন।
চিটাগাং এর শিবির ক্যাডার নাসির ছাড়া পেয়েছে। সুইডেন আসলাম ছাড়া পেয়েছে। বড়ো ক্রিমিনাল ছেড়ে সরকার কি করতে চায় সেটা মাথায় ধরে না। নারীরা অনেকটাই সংস্কার ও এই সরকারের প্রতি আস্থা হারিয়েছে। শিক্ষিত কর্মজীবী নারীদের মাঝে এই হার বেশি। ।
৩১ শে জুলাই, ২০২৫ ভোর ৬:১৯
ইপিআর সৈনিক বলেছেন:
ইউনুসের কাছে দেশ ও মানুষ হচ্ছে আয়ের উৎস; সে পাকিস্তাননের ডিপ-ষ্টেইটকে টাকা দিয়ে বাংলাদেশে ক্য' ঘটায়েছে; ইহার দীর্ঘমেয়াদী ফলাফল অনুমান করা এই প্রতারকের পক্ষে সম্ভব নয়।
৬| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১:৫১
কামাল১৮ বলেছেন: প্রতিটা দেশ তার নিজের স্বার্থ আগে দেখে,এটা দোষের কিছু না।আমি ষাটের দশক থেকে আকাশবানীর একটা অনুষ্ঠান শুনতাম রাত দশটায় দেব দুলাল বন্দোপদ্যায়ের।সেখানে সে সুন্দর ভাবে তুলে ধরতো,পাকিস্তান বাঙালিদের কি কি ভাবে শোষণ করছে।
এখনো ভারত আওয়ামী লীগকে সমর্থন করে যা কিছু করছে এখানে তার স্বার্থ অবশ্যই আছে।এই যে তার দেশে প্রবাসী সরকার গঠন করতে সাহায্য করছে এখানে তার স্বার্থ আছে।কিন্তু তার থেকে বেশি স্বার্থ আছে আমাদের।
আবার হয়তো মুক্তি বাহিনী গঠন হতে পারে,যুদ্ধে যেতে হতে পারে।
৩১ শে জুলাই, ২০২৫ ভোর ৬:২৪
ইপিআর সৈনিক বলেছেন:
এবারের ক্য'এর ফলাফল হবে গৃহযুদ্ধ; পাকিস্তান সেই ব্যবস্হা করে রেখেছে। ইন্দিরা যোদ্ধা ছিলেন না, তিনি ভেবেছিলেন যে, বাংগালীরা কেরালার লোকদের মতো শান্তিপ্রিয় জাতি; সেজন্য সাহায্য করেছিলেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: বাংলার সংগ্রামী জনতা মুক্তিযুদ্ধ করেছিল মা-বোনদের ইজ্জতের বদলা, নিজেদের অধিকার রক্ষা করতে।
আপনার মত ক্রিমিনাল ভারতে ট্রেনিং নিয়েছিলো নেহেরু, বল্লভ, ইন্দিরার স্বপ্ন পুরন করতে।
আপনি বাংলার লেন্দুপ দর্জি।