![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুলাই বেপ্লবের ফসল হয়েছে ৩৬ শে জুলাই'এর "নতুন স্বাধীনতা"; বেপ্লবের পর, "বেপ্লবী" সরকার গঠন করা হয়, এটাই নিয়ম! সেই নিয়ম অনুসারে, ব্লগার ঢাবিয়ান, মেঠোপথ, ভুয়া, নতুন নকিব, ১টি "বেপ্লবী সরকার" চেয়েছিলেন মাত্র, অন্যায় কিছু না।
রুশ বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে, চীনা বিপ্লবের পর মাও'এর নেতৃত্বে, আইয়ুব খানের বেপ্লবের পর আইয়ুবের নেতৃত্বে, এরশাদের বেপ্লবের পর এরশাদের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছেছিলো। একই পন্হায় আমাদের তরুণশক্তির বেপ্লবের পর শুধু তরুদের নিয়ে ১টি সরকার গঠন করা উচিত।
দেশাবাসীর উচিত আমাদের তরুণদের বেপ্লবী সরকার গঠনে সাহায্য করা। মনে হয়, ব্লগার ঢাবিয়ান, মেঠোপথ, ভুয়া, নতুন নকিব "বেপ্লবী সরকার" গঠনের জন্য কাজ করে যাচ্ছেন। বাকী ব্লগারেরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে ইহা সম্ভব হবে। বেপ্লবী সরকারের বাহিরে অন্য কোন কিছু করা যায় কিনা, আমাদের লিলিপুটি আইডিয়ার ষ্টোরেজ, সত্যপথিক বলতে পারবেন।
জুলাই বেপ্লব জিন্দাবাদ!
৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪১
ইপিআর সৈনিক বলেছেন:
পাকিস্তান ও বাংলাদেশে আমেরিকান ক্যু'কে বিপ্লব বলে দাবী করে প্রতারকেরা; আমি উহাকে বেপ্লব বলছি।
২| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১০:২৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে আবার বোতল বন্দি করা হয়েছে মনে হয়। বিপ্লব জিন্দাবাদ
৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৩
ইপিআর সৈনিক বলেছেন:
হ্যাঁ, কমেন্ট বন্ধ করেছে; ইহা আমার জন্য সমস্যা নয়।২০২৪ সালে
আপনিও শুরুতে টের পাননি যে, জুলাইতে বাংলাদেশে আমেরিকান ক্যু চলছিলো।
৩| ৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৬
সৈয়দ কুতুব বলেছেন: আমি তখন চাকরির কোচিংয়ে পড়ছিলাম। একদিন বলা হলো, সরকার যদি কোটা ৫৬% করে, তাহলে সাধারণদের আর চাকরি মিলবে না। সবাই সিদ্ধান্ত নিই, ঢাবির আন্দোলনকে শক্তিশালী করবো । শুরুর দিকে বুঝিনি রাজনৈতিক দলগুলো জড়িত। সারজিস আলম বলেছিলেন—এটা সরকার পতনের আন্দোলন না, আর রাজনৈতিক দলগুলো ফায়দা নিচ্ছে। তবে একদিন তার এলাকার এক ছেলেকে বলি, শেখ হাসিনার পতন না হলে কোটা যাবে না মনে হয়। সে জানায়, সারজিসরা এমন কিছু ভাবছে না।
উপদেষ্টা মাহফুজ আলমের নোয়াখালির এলাকার এক ভাইয়ের মারফতে জানতে পারি এবার হয়তো আর কিছু হবে না। তবে মাহফুজ নাকি মেসেজ পাঠিয়ে বলেছেন, ২০২৬ সালের শেষ দিকে আবার আন্দোলন শুরু হবে। তখনই শেখ হাসিনার সরকারের পতন হবে। এতরকম পরস্পরবিরোধী কথাবার্তায় চরমভাবে কনফিউসড হয়ে যাই।
শেখ হাসিনার পতন হয়েছে ভালো হয়েছে তবে সঠিক লোকের হাতে পাওয়ার দেয়া হয় নি।
৩১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২১
ইপিআর সৈনিক বলেছেন:
এবারের ক্যু'তে আমেরিকা নিজের রাগও উড়াতে পারেনি, বাইডেন নিজেও না বুঝে অনুমতি দিয়েছিলো; সন্তুষ্টি লাভ করেছে পাকিস্তান ও ইউনুস। ইউনুসের দীর্ঘ জীবন কামনা করছি, যাতে আপনারা তার কান্ড ও ফলাফল দেখার সুযোগ পান।
৪| ০১ লা আগস্ট, ২০২৫ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: যারা নিজেদের জুলাইযোদ্ধা দাবী করে, তাদের চাবনকানো দরকার।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫২
কামাল১৮ বলেছেন: বিপ্লব আর বেপ্লবের মাঝে পার্থক্য কি?