নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদেশী সংস্কৃতি ছেড়ে আপন শিকর চেনার চেষ্টা করি......

আমু

আমি একজন সাধারণ মানুষ। বই পড়ার ইচ্ছে আগে থেকেই কিন্তু সময় এর অভাবে বই নিয়ে বসা হয় না। কিন্তু অনলাইন এ থাকা হয় তাই ব্লগ এ কিছু সময় দেয়া এতে অনেক কিছু পড়া ও জানা হয়ে যায়।

আমু › বিস্তারিত পোস্টঃ

সবার আগে দেশীয় পণ্য

১৫ ই মে, ২০১৫ রাত ৮:০০

আমরা আসলে অনুকরণপ্রিয়। আমাদের আশেপাশের দেশে কি ব্যবহার করা হচ্ছে আমরা সেটি দেখে সেই ভাবে চলার চেষ্টা করে থাকি। আমাদের পাশের দেশে ভারতে কি পোষাক ব্যবহার করা হচ্ছে আমরা তার অনুকরন করে থাকি। ভারতে হিন্দি সিরিয়ালগুলোতে মহিলারা যা পরে থাকেন আমাদের দেশের নাড়িরাও তা পরার জন্য স্বামীর সংসার এমনকি নিজের জীবন ও দিয়ে দিচ্ছেন। এখন পাখি ড্রেস, দেব শার্ট এই রকম অনেক কিছুই আমাদের পছন্দের শীর্ষে।

ইদানিং ভারতের ডিজাইনার শাড়িগুলো এবং থ্রি পিস গুলোর খুব চল যাচ্ছে। ১৫০০-৫০০০ টাকার মাঝে হওয়াতে চলছে খুব বেশী। কিন্তু মজার বিষয় হচ্ছে এগুলো আমাদের দেশের ছেলে মেয়েরাই অনলাইন এর মাধ্যমে বিক্রি করে চলেছেন। ভারতের ব্যবসায়ীরা কৌশলে আমাদের দিয়ে এই পন্যগুলো আমাদের মাঝেই জনপ্রিয় করে তুলেছেন। আপনি শুধু তার ছবি নিয়ে আপনার পেজ এ এড দিবেন বিক্রি হলে তারাই পণ্য আপনার নিকট পৌঁছে দিবেন আপনি শুধু মাঝখানে কমিশন পাবেন। আর এতেই আমরা অনেক খুশী।

কিন্তু যখন আমি ভারতীয় ব্যবসায়ীদেরকে বলি যে আমার জামদানি আপনি বিক্রি করেন তখন তিনি বলেন দেখি পারি কিনা, উল্টা তিনি আমাকে নানা ধরনের শাড়ি এবং থ্রি পিস বিক্রি করার অফার দেন ভালো কমিশনের ভিত্তিতে।

জামদানি পল্লীগুলোতে অনেক বেশী ঘুরাঘুরি করার ফলে লাষ্ট কিছু মাস ধরে লক্ষ করছি যে ভারত থেকে ইদানিং অনেক বেশী মানুষ জামদানি পল্লীতে আসেন জামদানি হোল সেল দামে কিনে নিয়ে যাওয়ার জন্য।এবং এই হার দিন দিন বেড়েই চলেছে। ইদানিং ভারতের সিরিয়াল গুলোতে,রিয়েলিটি শো,বিভিন্ন অনুষ্ঠান এ জামদানির ব্যবহার তুলনামুলকভাবে বেড়ে চলেছে। আর তাই আমাদের দেশেও এর প্রভাব লক্ষ করছি। সামনে জামদানির চাহিদা আমাদের দেশে আরো বেড়ে যাবে আমি নিশ্চিত।

আমার কথা হচ্ছে আমরা কেন এত বেশী অনুকরণপ্রিয়? ভারত যা করবে আমাদের কেন তা করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে।আমরা সেটি অনুসরন করি না কেন? ভারত কিছু করলেই আমরা তা করি। ভারতের মানুষদের যে পরিমান দেশ প্রেম রয়েছে তা আমাদের মাঝে কি বিন্দু পরিমান ও রয়েছে?? আমার আপনার মাঝে যে দেশ প্রেম রয়েছে সেটি কেবল মুখেই এবং কি বোর্ড পর্যন্তই। ভারতীয় মানুষ যেভাবে নিজের দেশের পণ্যকে গুরুত্ব দেয় ভিন দেশী পন্যের তুলনায়।আমরাও সেটাই চেষ্টা করি সবাই। জানি আপনি বলবেন আমাদের দেশে কি সব পণ্য তৈরি হয় নাকি? আমি বলব যা আছে তাই করি না আমরা। তাহলেই তো যারা নিজে কিছু করার সাহস পাচ্ছেন না তারা এগিয়ে আসবেন। সময় লাগবে কিন্তু অবস্থার পরিবর্তন আসবে নিশ্চই। আপনি নিজের জায়গা থেকে শুরু করুন আজই, পরিবর্তন আসতে সময় লাগবে না বলেই আমার বিশ্বাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.