নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদেশী সংস্কৃতি ছেড়ে আপন শিকর চেনার চেষ্টা করি......

আমু

আমি একজন সাধারণ মানুষ। বই পড়ার ইচ্ছে আগে থেকেই কিন্তু সময় এর অভাবে বই নিয়ে বসা হয় না। কিন্তু অনলাইন এ থাকা হয় তাই ব্লগ এ কিছু সময় দেয়া এতে অনেক কিছু পড়া ও জানা হয়ে যায়।

আমু › বিস্তারিত পোস্টঃ

জামদানি শাড়ির যত্ন.....................

১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

আমাদের কাছে অনেক ই জানতে চেয়েছেন জামদানি শাড়ি কিভাবে যত্ন নিবেন? কিভাবে রাখলে আপনার শখের জামদানি শাড়িটি বেশি দিন ভাল থাকবে। তাদের জন্য আজ আমাদের এই লেখা।



জামদানিকে বলা হয় মসলিনের উত্তরসূরি। মসলিন যদিও এখন আর নেই, কিন্তু জামদানি সেই ঐতিহ্যকে অনেকটা ধরে রেখেছে।

জামদানি প্রধানত দুই ধরনের হয়ে থাকে: সুতি ও হাফসিল্ক।

এখন আরেক ধরনের জামদানি বের হয়েছে নাইলনের জামদানি।



জামদানি শাড়ি ভাল রাখায় উপায়ঃ



১. শাড়ি ব্যবহারের পর ভাঁজ করে অনেক দিন রেখে দিলে তা ভাঁজে ভাঁজে ফেটে যেতে পারে। আবার হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখলেও শাড়ি মাঝখানে ফেটে যায়। তাই জামদানি শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে বা ভাঁজ করে না রাখাই ভালো। এ ক্ষেত্রে থান কাপড় পেঁচিয়ে রাখার রোলগুলোয় জামদানি শাড়ি পেঁচিয়ে রেখে দিলে তা অনেকদিন পর্যন্ত ভালো থাকে।

তবে রোল করা শাড়িটি এমনভাবে রাখতে হবে, যেন অন্য কোনো কিছুর চাপের ওপর না পড়ে।



২. অনেকেই জামদানি শাড়ি ব্যবহারের পরে ধুয়ে ফেলেন এটা হাফ সিল্ক জামদানির জন্য মোটেও ভাল না। জামদানি শাড়ি সাধারন পানিতে ধুয়ে নিলে আপনার শখের জামদানিটি নষ্ট হয়ে যাবে খুব সহজেই। তাই আপনি চাইলে ড্রাইওয়াশ করতে পারেন।



৩. জামদানি শাড়ি পরার পরে ঘামে অথবা বৃষ্টির পানি লাগলে বাসায় এসে ফ্যানের নিচে শুকিয়ে নিবেন।



৪. কাঠের আলমারি থেকে ষ্টীলের আলমারিতে জামদানি শাড়ি বেশী দিন ভাল থাকে।



৫. মাঝে মাঝে বিকেলের রোদে শুকাতে দিতে পারেন।



৬. জামদানি শাড়ির ক্ষেত্রে যেটি সবচেয়ে ভাল সেটি হছে কাঁটা করানো। আপনি একটি জামদানি ব্যবহার করুন। শাড়িটি একটু নরম হয়ে গেছে মনে হলে আমাদের কাছে অথবা তাতিদের কাছে নিয়ে গেলেই কাঁটা করিয়ে দিবেন। ৩০০/৪০০ টাকার বিনিময়ে আপনার জামদানিটি আবার প্রান ফিরে পাবে। সময় লাগবে ১৫ দিন এর মত।



জামদানি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ :)

https://www.facebook.com/jamdanimela.bd

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.