![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ। বই পড়ার ইচ্ছে আগে থেকেই কিন্তু সময় এর অভাবে বই নিয়ে বসা হয় না। কিন্তু অনলাইন এ থাকা হয় তাই ব্লগ এ কিছু সময় দেয়া এতে অনেক কিছু পড়া ও জানা হয়ে যায়।
জামদানি কথন ১,২,৩,৪ এ আমার চেষ্টা ছিল সাধারণ ক্রেতাদেরকে আসল জামদানি চিনতে সাহায্য করা। হয়ত অনেক এর ই উপকার হয়েছে। তবে অনেকের যে অসুবিধা হচ্ছে তা খুব ভাল টের পাচ্ছি ইদানিং।
জামদানি আমাদের দেশে যেটি হচ্ছে এখন তা ঢাকাই জামদানি নাম পেয়ে গেছে। কারন আমাদের দেশ ছাড়াও ভারতে প্রচুর পরিমানে জামদানি তৈরি হচ্ছে। কিন্তু আমার কথা মতে সেগুলো জামদানি বলতে আমি নারাজ। ভারত থেকে যে জামদানি হচ্ছে সেগুলো টিস্যু জামদানি, নেট জামদানি নামে বিক্রি হচ্ছে। এই শাড়ি গুলোর মাঝে আসল জামদানির কি গুনাগুণ বিদ্যমান আমি সন্দিহান।
এত দিন ভারত থেকে আমাদের দেশে দাদারা এসে জামদানি শাড়ি নিয়ে গেছেন সেটি দেখেই অভ্যস্ত ছিলাম। কিন্তু ইদানিং ভারতের জামদানি আমাদের দেশে যে হারে ঢুকে গিয়েছে তা দেখে আসল জামদানি নিয়ে খুব ভয় হচ্ছে।
ভারত থেকে আসা জামদানি শাড়িগুলো আমাদের দেশে ব্যবসা করবে তাতে আমার কোন সমস্যা নেই। কিন্তু এই জামদানিগুলো আমাদের দেশে জামদানি নামেই বিক্রি হচ্ছে ২০০০-৩০০০ টাকায়। কিন্তু এগুলো তো আসল জামদানি নয়। এগুলো ভারতের করা ভিন্ন জামদানির চেষ্টা। বিক্রেতা বিক্রি করার সময় এগুলো জামদানি বলেই বিক্রি করে থাকেন। আর সাধারণ মানুষ এগুলো জামদানি বুঝেই কিনছেন।
যেখানে আমাদের অরিজিনাল জামদানি শিল্পটাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করে চলেছি, মানুষকে সচেতন করার চেষ্টা মেশিন জামদানি, নাইলন জামদানি চিনাতে সেখানে এখন ভারতের তৈরি জামদানি আমার কাছে মরার উপর খারার ঘা মনে হচ্ছে।
আর এখন ত এর বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে নিজের দেশের মানুষের শত্রুতে পরিনত হচ্ছি। এমনকি নিজের পরিচিত মানুষজন ও বলছেন জামদানি শাড়ি ই ত সমস্যা কোথায়? যে কিনবে সে বুঝেই কিনবে। আরে বাবা যেখানে মানুষ জামদানি শাড়ি কোনটা হাফ সিল্ক কোনটা সূতী, কোনটা নাইলন, কোনটা মেশিন এগুলোই বুঝে না সেখানে নতুন করে এই টিস্যু,নেট,জরি জামদানি চিনবে কিভাবে? ভাল কথা তোমরা তোমাদের ব্যবসা করবা এতে আমার সমস্যা নেই বিন্দু পরিমান। আমার কথা হচ্ছে এতই যখন ব্যবসা করার শখ তাহলে সত্য বলে ব্যবসা করতে ভয় কিসের? তোমরা ভারতীয় জামদানি অথবা বাংলাদেশী জামদানি যেটি বিক্রি কর না কেন সত্য বলে বিক্রি কর।
আমি আগেও বলেছি যে জামদানি ব্যবসা করার জন্য নেমেছি সত্য কিন্তু মানুষকে ভুল-ভাল বুঝিয়ে বাটপারি করে ব্যবসা আমাকে দিয়ে হবে না। আমার উদ্দেশ্য মানুষকে সচেতন করা। আমার দেশের গর্ব অরিজিনাল জামদানি শিল্পটাকে টিকিয়ে রাখা। হয়ত সবার মত ব্যবসা পাচ্ছি না তবুও নিজের কাছে নিজে ভাল থাকতে পারছি এটাই কিসের কম পাওয়া?
এই বিশ্বায়নের যুগে সবাই চাইবে নিজের দেশ ছাড়া অন্য দেশের মার্কেট ধরার জন্য। সবাই নিজের মত মার্কেটিং পলিসি নিয়ে নামবেন এটাই স্বাভাবিক। আমার কথা হচ্ছে আপনি যত খুশী যেমন খুশী পলিসি করুন শুধু আমাদের চাওয়া সত্য প্রকাশ করে ব্যবসা করুন। এতে আমার দেশের জামদানির মূল্যায়ন করা হবে এবং আমাদের তাঁতিরা বেঁচে যাবেন।
ধন্যবাদ
https://www.facebook.com/jamdanimela.bd
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৫ সকাল ১০:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার এই লেখাটি কি অন্য কোথাও প্ত্রকাশিত হয়েছে?