নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদেশী সংস্কৃতি ছেড়ে আপন শিকর চেনার চেষ্টা করি......

আমু

আমি একজন সাধারণ মানুষ। বই পড়ার ইচ্ছে আগে থেকেই কিন্তু সময় এর অভাবে বই নিয়ে বসা হয় না। কিন্তু অনলাইন এ থাকা হয় তাই ব্লগ এ কিছু সময় দেয়া এতে অনেক কিছু পড়া ও জানা হয়ে যায়।

আমু › বিস্তারিত পোস্টঃ

অমানুষ

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

গত ২ দিন ধরে সোশ্যাল মিডিয়া সরগরম রাজন এর হত্যাকান্ড নিয়ে। কিছু লিখব না লিখব না এই নিয়ে ২ দিন চলে গেল। আসলে কি লিখব? দুঃখ প্রকাশ করব না ধিক্কার জানাব??

আমরা কি এখন আর মানুষ পরিচয় দিতে পারব? আমার মনে হচ্ছে আমরা সেই অন্ধকার যুগে আবারও প্রবেশ করেছি। কিভাবে সম্ভব একটি ১৩ বছরের ছেলেটিকে অমানুষ এর মত করে মেরে ফেলতে? তারা ছেলেটিকে পিটিয়েছে আর উল্লাস করেছে। ছোট ভাইটি আমার পানি খেতে চেয়েছে তাও দেয়নি অমানুষগুলো। তাদের কি একটি বারের মত মনে আসেনি যে তার ছোট ভাই বা ছেলের কথা? ছেলেটি চুরি করেছে এর দায় সমাজ এর। আমরা এখন মধ্যম আয়ের দেশ কিন্তু এখনও যাকাত এর কাপড় এর জন্য এক সাথে এত লোক পায়ের চাপে পিষ্ট হয়ে মারা যান। এই দায়গুলো আসলে কাদের?

আমাদের সামনে এমন ঘটনাগুলো এখন খুব হরহামেশাই ঘটছে। আমরা ২/৪ দিন ব্লগ, ফেসবুক, টুইটার সহ আরো মিডিয়া সবাই ধিক্কার আর লেখা লিখে আমাদের কাজ শেষ বলে চুপ করে যাই। ফলাফল সেই শুন্য।

গত দুই দিনে অনেক ছবি লেখা পরেছি কিন্তু ভিডিও টা দেখার সাহস এখন পর্যন্ত করতে পারলাম না। কিন্তু এই ভিডিও টি যিনি করেছেন তিনি কিভাবে পারলেন? এই হত্যাকাণ্ড যারা করেছে তাদের নিয়ে এখন আমাদের আইন কি করে সেটিই দেখার বিষয়।
আজ কিছু কথা আবার প্রমাণিত যে, হাতি বাচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা, আইন আসলে মাকড়শার জালের মত, বড় কিছু পরলে ছিড়ে বেরিয়ে যায়।

আর সবার মত আমিও এখন লিখে আমার মতামত জানাচ্ছি তারপর কাজ শেষ। কারণ আমিও এখন মানুষ থেকে অমানুষে রুপান্তর হচ্ছি ধীরে ধীরে অনুভব করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.