নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

আমি বন্দি

আমি বন্দি কারাগারে

আমি বন্দি › বিস্তারিত পোস্টঃ

বাটপার পর্ব ২

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২


এ পর্বে আপনাদের সামনে হাজির করবো বাটপার বার্নর্ড এবারস এর একটি বাটপারীর কাহিনী । আসুন দেখি সে কি ধরনের বাটপারী করেছে তা জেনে নি ?
বার্নার্ড এবারস বাটপার ছিলেন আমেরিকার অন্যতম শীর্ষ টেলিক মিউনিকেশনের সিইও । আর এই টেলিকমিউকেশন ছিল আমেরিকার সব থেকে বড় প্রতিষ্ঠাগুলোর ভেতরে দ্বিতীয় স্থানে ।
একটা সময় দেখা গেল অর্থনেতিক মন্দা চলার কারনে ছোট ছোট প্রতিষ্ঠাগুলো বাজারে নিজেদের স্থানগুলো হারাতে থাকে ।
ঠিক তখন থেকে অতি সাহসকিতা ও চালাকিতার সাথে বাজার দখলের চেষ্টা চালিয়ে যায় তারা ।এবং একই সাথে ১১ বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার মার্কেটে ছেড়ে দেন তারা । আর এই শেয়ার ছেড়ে দিয়ে শুরু করে দেন তারা জালিয়াতির এক মহা খেলা । সে সুযোগে বার্নার্ড এবারস লুটে নেন কয়েকশত বিলিয়ন মার্কিন ডলার । সর্ব শেষ পযন্ত ১০০ বিলিয়ন ডলারের কথা জানা যায় ।
আর এই বিশাল অংকের পেছনে মূল কারন ছিল তাদের ত্রুটিপূর্ণ অ্যাকাউন্টিং পলিসির কারনে । আর এ জালিয়াতির কারনে বার্নার্ড এবারসকে ২৫ বছরের কারা দন্তে দন্তিত করা হয় ।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০০

বাড্ডা ঢাকা বলেছেন: আমি মনে হয় এ পোষ্টে প্রথম মন্তব্য কারি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২১

আমি বন্দি বলেছেন: ধন্যবাদ প্রথম মন্তব্যকারিকে্ ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

হাসান মাহবুব বলেছেন: জানলাম। +

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১০

আমি বন্দি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই । ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.