নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বন্দি কারাগারে

আমি বন্দি কারাগারে

আমি বন্দি

আমি বন্দি কারাগারে

আমি বন্দি › বিস্তারিত পোস্টঃ

চাঁদনী ভরা জোৎস্না রাতের কাব্য কবিতা

১১ ই মে, ২০১৫ দুপুর ২:৩৭

চাঁদের হাসি বাঁধ ভেঙ্গেছে উছলে পড়ে আলো,,
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো ।।
পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে,
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো ।।

পৃথিবীকে দিনে আলো কিত করে সূর্যের আলো । রাতে মেলা বসায় জোৎস্না ভরা চাঁদের আলো । মধুর স্নিগ্ধতায় চেয়ে থাকি,কাব্য পাঠে কখনো কখনো থেকে যায় বাকি । পুরো চাঁদের গল্প হয়না শেষ,আন মনা মেঘ কখন এসে লুকচুরি খেলার ছলে দেয় আঁকাশতাকে কালো করে,দূরবার গতিতে অন্ধকার দূরকরে, পুরো আঁকাশ যায় চাঁদের আলোয় ভরে ।

মায়ামৃর্গ ভরা চাঁদ তোর বাড়ি
প্রাণে সুখ পেতাম
যদি পারতাম দিতে
আমি তোর ওখানে পাড়ি ।

তাকে যায় না ধরা যায় না ছোঁয়া
তবুও থাকে সে পাশে হয়ে অনুভবের মহুয়া ।
হৃদয়কে করে তাকে দেখার পিপাসায় পুলকিত
মুগ্ধ জীবন দেখে তোকে সৌরঙ্গের আলোকিত ।
করিছ তুই রাতের শাসন
কারো সাহস হয় না ছেড়ে যেতে সে শাসনের আসন ।
সর্বক্ষন দেখতে পারি যেন এত রূপ এত বৈচিত্র তোর,
কখন রাতি নাপোহায় হয় না যেন ভোর ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৫ দুপুর ২:৫৫

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: বেশ ভালো :-)

২| ১২ ই মে, ২০১৫ দুপুর ২:০৯

হাসান মাহবুব বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.