![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ক দিন ধরে খোকনের পেটে কি যে হয়েছে কে জানে ক দিন ধরে নাকি সারাদিনয়ই ওর পেটে শুধু খিদে লাগে । খোকন
ও হচ্ছে বশির সাহেবের একমাত্র পুত্র সন্তান । ওকে খোকা বললাম বলে আবার কেউ ওকে খোকা মনে করবেন না । ওর নাম হলো পিংকু ছোট থেকে সকলে মুখে খোকা ডাকটি এখন ওর ডাক নামে পরিনিত হয়েছে । এর আগে দু বার ম্যার্টিক ফেল মেরেছে ছেলেটা তাই এ বছর আরেকবার পরীক্ষা দিবে । ঘর থেকে বশির সাহেব ছেলেকে বলেদিয়েছে এ বছরও যদি ফেল মারো তাহলে রেজাল্ট নিয়ে তোমার ঐ আদখানা চাঁদ মুখটি যেন এ বাড়ির ত্রিসীমানায় আর না দেখি ।যে দিকে দু চোখ চাইবে চলে যাবে ।
সন্ধায় ঘরে ফিরে পড়ার টেবিলে বসে কেন জানি আজ খোকা এ কথা ও কথা ভাবছে ।
খোকা বিছানার ওপরে হামা গড়া খাচ্ছে মা এসে দড়জায় কিরে খোকা এখন ঘুমছনি ? খোকা বল্ল না মা । কেন রে বাবা ? মা আমার ভয় লাগচ্ছে । কেনরে বাবা কিছের ভয় ? জিজ্ঞাসা করতে মাকে খোকা বল্ল যদি এবারও ফেল মারি মা তাহলে বাবা বলেছে আমাকে বাড়িতে না আসার জন্য ।
ও এ জন্য । হ্যা মা আমার ভীষন ভয় লাগচ্ছে । ঠিক আছেরে বাবা এবার যখন তুই পরীক্ষা দিতে যাবি তখন তোকে একটি মন্ত্র শিখিয়ে দেব তুই ঘর থেকে বের হওয়ার সময় কয়েক বার পড়বি আবার পরীক্ষার খাটায় লেখা শুরু হওয়ার আগে কয়েক বার পড়বি দেখবি পরীক্ষা ঠিক মত হয়ে যাবে ।
এখন হাতে পরীক্ষার দুই মাস বাকি আছে তুই এ দু মাস পড়া একটু মনযোগ দে তাতেও তোর জন্য মঙ্গল ও সফলতা বয়ে আনবে ।
দেখতে দেখতে দুমাস পাড় হয়ে পরীক্ষা সময় হয়ে গেল । কাল সকালে খোকা পরীক্ষা দিতে যাবে । সকালে খোকা রেডী হচ্ছে এরই মধ্যে খোকার বন্ধু মুন এলো কিরে পিংকু তুই তৈরি হয়েছিছ ? হ্যা আমি তৈরি চল ।মা এসে সামনে দাড়িয়ে খোকাকে আর ওর
বন্ধু মুনকে একটি দোআ শিখিয়ে দিল ।
তারা চলে গেল পরীক্ষার জন্য । পরীক্ষা শুরু হলো খোকা মা শিখিয়ে দেওয়া দোআটি পাঠ করল । এবং বন্ধু মুন সেও দোআটি পাঠ করলো এবং পরীক্ষা দিল । তাদের ৫৫ জন ছাত্র ছাত্রীর ভিতরে খোকা ও তার বন্ধু এবং আরেক রাজন এ তিনজন ছাড়া বাকি সকল ছাত্র ছাত্রী ফেল মারলো ।
খোকা বুঝতে পারলো তাদের মা শিখিয়ে দেওয়া দোআ এবং টানা দুই মাস পরীক্ষার জন্য খোকা যে পরিশ্রম করছে তা তার জন্য পরীক্ষায় ভাল রেজাল্ট এনে দিয়েছে ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
কালের সময় বলেছেন: দারুন ভালো লেখেন ।