![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দয়াল তোমার হাতে মরণ আমার
তোমার হাতেই বাঁচন
তুমি আমার সব কিছু এখন !
যে দিন থেকে পরান বন্ধু,
দিছে মোরে ফাকি...
সে দিন থেকে ভেবে নিয়েছি
সারাটি জীবণ বন্ধু হীন কাঁটাবো,
থাকি বেঁচে যততা জীবণ বাকি ।।
ছিল কি দোষ আমার
বন্ধু আমায় কিছু না বলে গেল না
তবু আমি নিজের মাথায় দোষ তুলে নিয়েছি
নিজেকেই সব অপরাধের অপরাধী বানিয়েছি ।
আগে না বুঝলেও এখণ বুঝেছি,
তোমার ভালবাসার মিথ্যে ফাঁদে,
নিজেকে আমি নিজেই ডুবিয়েছি ।
২| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:২৪
উর্বি বলেছেন: বাহ দারুন
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৬
আমি মিন্টু বলেছেন: ওহ বাহ কি সুন্দর কবিতা ।