নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

মঙ্গল যাত্রার বা মঙ্গলে পৌঁছানোর সময় কমে এলো

১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৩



একদল গভেষক জানিয়েছেন এখন থেকে টেকনাফ থেকে তেতুলিয়া যেতে যত সময় লাগে তার থেকেও কম সময় লাগবে মঙ্গলগ্রহে পৌঁছাতে । তারা আরো বলেছেন ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মঙ্গলগ্রহের গ্রহের মাটিতে পা রাখা যাবে । মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র NASA তৈরি করছেন এমন এক রকেট যা মহাকাশযানকে একদিনের মধ্যেই পৌছে দেবে মঙ্গলগ্রহে । তার মানে ২৪ ঘণ্টায় রকেটটি ২২ কোটি ৫৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করবে । বর্তমানে যে প্রযুক্তি আছে তাতে মঙ্গলগ্রহে পৌঁছতে সময় লাগে প্রায় পাঁচ মাস ।

সম্প্রতি বিশ্বের এ যাবত্‍ বৃহত্তম রকেট তৈরি শুরু করে দিয়েছে NASA । যার উচ্চতা ৩৮৪ ফুট ওজন ৬০ লক্ষ পাউন্ডের বেশি । ১১মে বিশাল এই রকেটটির ডিজাইন রিভিউ করেছে NASA । তারা জানিয়েছেন কয়েক হাজার নথি এবং বহু বছর লেগেছে রকেটটির ডিজাইন তৈরি করতে । যাতে তা সম্পূ্র্ণ নিরাপদ হয় । প্রত্যেকদিন অক্লান্ত পরিশ্রম করা হচ্ছে রকেটটির বাস্তব রূপ দিতে । রকেটের প্রত্যকটি অংশের আলাদা করে পর্যালোচনা করা হচ্ছে যাতে করে রকেটটি প্রচণ্ড শক্তিশালী হয় । ডিজাইনে সিলমোহর পড়ে গেলেই রকেট তৈরির কাজ শুরু হয়ে যাবে ।

NASA-র বিজ্ঞানী রেগি অ্যালেকজান্ডারের কথায় এই রকেট মহাকাশ বিজ্ঞানে এক যুগান্তকারী ঘটনা হতে চলেছে ।
তথ্যঃ ইন্টারনেট ।

এখন থেকে রকেট তৈরি হওয়ার অপেক্ষা আর রকেট তৈরি হয়ে গেলে যা ধারণা করা হচ্ছে তা সত্য হলে দিনে দুইবার করে চাঁদের দেশে যেয়ে বেড়িয়ে আসা যাইবো । যাক সেরকম সুযোগ আমাদের বাংলাদেশ থেকেও আমরা যাওয়ার চেষ্টা করবো । :)

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.